Maruti Dzire এর ‘ক্লিন-সুইপ”, টানা সর্বাধিক বিক্রিত কম্প্যাক্ট সেডানের খেতাব দখলে রাখল

ভারতের বাজারে এসইউভি (SUV) গাড়ির বাড়বাড়ন্ত জনপ্রিয়তা অন্যান্য মডেলের চাহিদাকে ম্লান করেছে। এহেন পরিস্থিতিতেও বাজারে উপলব্ধ কয়েকটি কম্যাক্ট সেডান নিজেদের জনপ্রিয়তাকে ভর করে এখনও এই ধরনের গাড়ির বাজার চাঙ্গা রেখেছে। এই প্রতিবেদনে ২০২৩ এর এপ্রিলে ভারতে সর্বাধিক বিক্রিত পাঁচটি কমপ্যাক্ট সেডানের তালিকা রইল।

Maruti Suzuki Dzire

তালিকার সর্বপ্রথম রয়েছে, Maruti Suzuki Dzire। গত মাসে এটির ১০,১৩২ ইউনিট বিক্রি হয়েছে। যেখানে আগের বছর ওই সময় বেচাকেনার পরিমাণ ছিল ১০,৭০১ ইউনিট। ফলে এবারের বিক্রি ৫% পতন প্রত্যক্ষ করা গেছে। এর সিএনজি মডেলটি হল ভারতের জ্বালানি সাশ্রয়কারী গাড়িগুলির মধ্যে অন্যতম। এগিয়ে চলার শক্তি জোগাতে এতে উপস্থিত একটি ১.২ লিটার ইঞ্জিন, যা থেকে ৮৯ বিএইচপি শক্তি উৎপন্ন হয়। সিএনজি মোডে আউটপুট ৭৬ বিএইচপি এবং ৯৮ এনএম ।

Hyundai Aura

তালিকার দ্বিতীয় স্থানে জায়গা দখল করেছে Hyundai Aura। প্রথম স্থানে থাকা Dzire-এর চাইতে এর বিক্রির সংখ্যা অনেকটাই কম। গত মাসে মোট ৫,০৮৫ নতুন ক্রেতার ঠিকানায় পাড়ি দিয়েছে। যেখানে ২০২২-এর এপ্রিলে এটি বিক্রি হয়েছিল ৪,০৩৫ ইউনিট। ফলে এবারে বেচাকেনায় ২৬ শতাংশ অগ্রগতি লক্ষ্য করা গেছে।

Honda Amaze

আগের মাসে ৩,৩৯৩ ইউনিট বেচাকেনার মাধ্যমে তালিকার তিন নম্বর স্থানে উঠে এসেছে Honda Amaze-এর নাম। আগের বছর এপ্রিলে গাড়িটি ৪,৪৬৭ নতুন গ্রাহকের গ্যারেজে ঠাঁই পেয়েছিল। ফলে এবারের বিক্রি ২৪ শতাংশ সংকুচিত হয়েছে।

Tata Tigor

সস্তা ও জ্বালানি সাশ্রয়কারী গাড়ি হিসেবে Tata Tigor বাজারে যথেষ্ট জনপ্রিয়। এবছর এপ্রিলে গাড়িটি চাবি মোট ৩,১৫৪ জন নতুন ক্রেতার হাতে তুলে দিতে পেরেছে টাটা মোটরস। যেখানে এক বছর আগে এটি বিক্রি হয়েছিল ৩,৮০৩ ইউনিট। ফলে এবারের বেচাকেনা ১৭ শতাংশ ঘাটতি দেখা গেছে।

Maruti Suzuki Ciaz

তালিকার পঞ্চম স্থানে জায়গা পেয়েছে মারুতি সুজুকির অপর একটি সেডান মডেল Ciaz। আগের মাসে এটির ১,০১৭ ইউনিট বিক্রি করতে পেরেছে সংস্থা। যেখানে ২০২২-এর ওই সময়ে গাড়িটি মোট ৫৭৯ জন ক্রেতা বাড়ি নিয়ে এসেছিলেন। ফলে গত মাসে এর বিক্রিতে ৭৬ শতাংশ অগ্রগতি দেখেছে ইন্দো-জাপানি সংস্থা।