Alto যুগ পেরিয়ে এবার SUV গাড়ির বাজারেও মারুতির দাপট, টাটাকে পরাজিত করে চাম্পিয়ন

গাড়ি মানেই এসইউভি কেনার যে ট্রেন্ড শুরু হয়েছে, তাতে হ্যাচব্যাক, সেডানের মার্কেট ক্ষতিগ্রস্ত। গত বছরের শেষলগ্ন থেকে এসইউভি মার্কেটে মারুতি সুজুকির দাপট বেড়েছে। টাটা নেক্সনকে…

গাড়ি মানেই এসইউভি কেনার যে ট্রেন্ড শুরু হয়েছে, তাতে হ্যাচব্যাক, সেডানের মার্কেট ক্ষতিগ্রস্ত। গত বছরের শেষলগ্ন থেকে এসইউভি মার্কেটে মারুতি সুজুকির দাপট বেড়েছে। টাটা নেক্সনকে পিছনে ফেলে এই সেগমেন্টে দেশের সর্বাধিক বিক্রিত মডেলের তকমা
পেয়েছে মারুতি ব্রেজা। মার্চেও তার অন্যথা হল না।
এই প্রতিবেদনে গত মাসে সর্বাধিক বিক্রিত পাঁচটি এসইউভি গাড়ি সম্পর্কে আলোচনা করা হল।

Maruti Suzuki Brezza

মারুতি সুজুকির এসইউভি Brezza গত মাসে ফের Tata Nexon-এর থেকে সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছে। মার্চে বিক্রি হয়েছে ১৬,২২৭ ইউনিট। আগের বছর একই সময়ের তুলনায় ৩,৭৮৮টি বেশি। ফলে বিক্রিবাটায় ৩০% বৃদ্ধি নজর করা গেছে।

Tata Nexon

বর্তমানে দেশের দ্বিতীয় সর্বাধিক বিক্রিত এসইউভি গাড়ি হিসেবে আত্মপ্রকাশ করেছে Tata Nexon। সাব কম্প্যাক্ট এসইউভিটি গত মাসে ১৪,৭৬৯ নতুন গ্রাহকের গ্যারেজে ঠাঁই পেয়েছে। যেখানে এক বছর আগে ওই সময়ে বিক্রির সংখ্যা ছিল ১৪,৩১৫। ফলে এবারে বেচাকেনায় ৩% উত্থান লক্ষ্য করা গেছে।

Hyundai Creta

সর্বাধিক বিক্রিত এসইউভি মডেলের তালিকায় তৃতীয় স্থান দখল করেছে Hyundai Creta। গত মাসে মোট ১৪,০২৬ ক্রেতার হাতে গাড়িটির চাবি তুলে দিতে পেরেছে হুন্ডাই। যেখানে এক বছর আগে ওই সময়ে বেচাকেনার পরিমাণ ছিল ১০,৫৩২ ইউনিট। ফলে এবারে বিক্রিতে ৩৩% অগ্রগতি এসেছে।

Tata Punch

১০,৮৯৪ ইউনিট বেচাকেনার মাধ্যমে গত মাসে সর্বাধিক বিক্রিত এসইউভি গাড়ির তালিকার চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে Tata Punch। ২০২২-এর মার্চে গাড়িটির ১০,৫২৬ ইউনিট বিক্রি করতে পেরেছিল টাটা।

Maruti Suzuki Grand Vitara

মারুতি সুজুকির নতুন লঞ্চের তালিকায় থাকা মাঝারি আকারের এসইউভি Grand Vitara পাঁচ নম্বরে জায়গা পেয়েছে। মার্চ মাসে গাড়িটির ১০,০৪৫ ইউনিট বিক্রি করতে পেরেছে ইন্দো জাপানি সংস্থাটি। যে কারণে, Kia Seltos-এর মতো প্রতিপক্ষকে পেছনে ফেলতে সক্ষম হয়েছে এটি।