Top 5 Electric Scooter With Longest Range In India Ather Energy To Ola Electric

Electric Scooter: এক চার্জে 195 কিমি পর্যন্ত চলে, বাজার কাঁপাচ্ছে এই 5 ইলেকট্রিক স্কুটার

দূষণ নিয়ন্ত্রণে সবচেয়ে বড় সমাধান হিসেবে বাজারে এসেছে ইলেকট্রিক স্কুটার। পেট্রল টু-হুইলারের ক্ষেত্রে মাইলেজ যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি বৈদ্যুতিক স্কুটারের ক্ষেত্রে রেঞ্জের মাপকাঠি ক্রেতাদের কাছে অন্যতম বিচার্য বিষয়। কারণ এখনও সেভাবে পর্যাপ্ত পরিমাণে ইভি চার্জিং স্টেশন তৈরি হয়নি। তাই রাস্তায় ই-স্কুটার নিয়ে বেরোলে মাঝরাস্তায় যদি চার্জ শেষ হয়ে যায়, সে ক্ষেত্রে বিড়ম্বনার শেষ থাকবে না। এই দুশ্চিন্তা থেকে রেহাই পেতে বেশি রেঞ্জ যুক্ত ইলেকট্রিক স্কুটারের খোঁজ করে থাকেন বহু ক্রেতা। এই প্রতিবেদনে ভারতের সর্বাধিক রেঞ্জ প্রদানকারী সেরা পাঁচটি ইলেকট্রিক স্কুটারের সন্ধান রইল।

Ather 450 Apex

তালিকার পঞ্চম স্থানে রয়েছে Ather 450 Apex। এথারের এই ফ্ল্যাগশিপ মডেলটি ফুল চার্জে ১৫৭ কিলোমিটার রেঞ্জ প্রদান করতে সক্ষম বলে দাবি সংস্থার। প্রতি ঘন্টায় সর্বোচ্চ গতিবেগ ১০০ কিলোমিটার। দাম ১.৯৬ লাখ টাকা (এক্স-শোরুম)।

Ather Rizta

লিস্টে চার নম্বরে জায়গা পেয়েছে এথারের সবচেয়ে সস্তা ইলেকট্রিক স্কুটার Ather Rizta। নবাগত এই মডেলটি একবার সম্পূর্ণ চার্জে ১৫৯ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে বলে দাবি করা হয়েছে। বড়সড় বুট স্পেস থাকায় এতে অনেক জিনিসপত্র বহন করা যায়। মডেলটি কিনতে খরচ পড়ে ১.১১ লাখ টাকা (এক্স-শোরুম)।

Okaya Faast

ভারতীয় সংস্থার তৈরি অন্যতম জনপ্রিয় ইলেকট্রিক স্কুটার হচ্ছে Okaya Faast। জনপ্রিয়তার নেপথ্যে রয়েছে এর দুর্দান্ত রেঞ্জ। একবার সম্পূর্ণ চার্জ করে নিলে এটি ১৬০ কিলোমিটার পথ চলতে সক্ষম। আবার প্রতি ঘন্টায় ৭০ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ তুলতে পারে। এই ইলেকট্রিক স্কুটার ১.৪৪ লাখ টাকায় (এক্স-শোরুম) বাড়ি আনা যায়।

Okinawa OKHI-90

Okinawa OKHI-90 বর্তমানে দেশের দ্বিতীয় সর্বাধিক রেঞ্জ প্রদানকারী ব্যাটারি চালিত স্কুটি। পুরোপুরি চার্জে এটি ১৬০ কিলোমিটার রেঞ্জ অফার করে। ঘন্টা প্রতি টপ স্পিড ৯০ কিলোমিটার। এতে রয়েছে ১৬ ইঞ্চির বড় হুইল। স্কুটারটির বর্তমান দাম ১.৮৬ লাখ টাকা (এক্স-শোরুম)।

Ola S1 Pro

Ola S1 Pro বর্তমানে দেশের সর্বাধিক রেঞ্জ প্রদানকারী ইলেকট্রিক স্কুটার। ফুল চার্জে রেঞ্জ ১৯৫ কিলোমিটার, যা অভাবনীয় বটে। আবার প্রতি ঘন্টায় মডেলটি ১২০ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ তুলতে পারে। S1 Pro-তে উপস্থিত টিএফটি ড্যাশফোর্ড, মিউজিক স্পিকার, নেভিগেশন সহ দুর্ধর্ষ সব ফিচার্স। মডেলটির বর্তমান মূল্য ১.৩২ লাখ টাকা (এক্স-শোরুম)।