Independence Day: ভারতে তৈরি গাড়ি বিক্রি হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে, কৃতিত্বের নেপথ্যে যে পাঁচ সংস্থা

ভারতের গাড়ির বাজারের পরিধি ও জনপ্রিয়তা বিগত ক’বছরে তাৎপর্যপূর্ণ হারে বৃদ্ধি পেয়েছে। যার অন্যতম কারণ এদেশে পা রেখেছে হরেক বিদেশি গাড়ি নির্মাতা। আবার Suzuki, Hyundai, Kia, Volkswagen ও Renault-এর মতো নেতৃত্ব স্থানীয় সংস্থাগুলি ভারতকে রপ্তানির তালুক হিসেবে ব্যবহার করছে। এদেশের মাটিতে তৈরি গাড়ি তারা বিদেশের বিভিন্ন বাজারে রপ্তানি করছে। ফলে ভারতের বৈদেশিক মুদ্রার ভান্ডারটি আরও সমৃদ্ধ হচ্ছে। ভারতের ভৌগোলিক অবস্থানের কারণে সংস্থাগুলি এখান থেকে মধ্যপ্রাচ্যের বাজার, রাশিয়া, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, এমনকি ইউরোপের কয়েকটি বাজারে গাড়ির রপ্তানি করে। আজ দেশের ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে ২০২২-এর এপ্রিল-জুলাই পর্যন্ত সর্বাধিক গাড়ি রপ্তানিকৃত পাঁচটি সংস্থা সম্পর্কে আলোচনা রইল।

Hyundai Motor India Limited

বর্তমানে ভারতের থেকে সর্বাধিক গাড়ি রপ্তানিকারক সংস্থাগুলির মধ্যে অন্যতম Hyundai Motor India। চেন্নাইয়ের কারখানা থেকে ১৯৯৯ সাল থেকে বিশ্বের ৮৭টির বেশি দেশে গাড়ি রপ্তানি করে চলেছে তারা। রপ্তানিকৃত গাড়ির মধ্যে প্রথমে রয়েছে Verna ও নতুন Creta। পরবর্তী স্থানে রয়েছে Grand i10, i20 এবং Santro। এ বছরের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত দক্ষিণ কোরিয়ান সংস্থাটি ৪৭,৮৭১টি গাড়ি রপ্তানি করেছে। আগের বছর ওই সময়ে তাদের রপ্তানি হয়েছিল ৪২,০৮৮ ইউনিট। ফলে এবারে তাদের গাড়ির রপ্তানিতে ১২.৮% উত্থান ঘটেছে। এখনও পর্যন্ত তারা মোট ৩০ লক্ষের বেশি গাড়ি বিদেশের বাজারে প্রেরণ করেছে।

Maruti Suzuki India Limited

ভারতে গাড়ি বিক্রির দিক থেকে প্রথম হওয়ার পাশাপাশি রপ্তানির ক্ষেত্রেও শীর্ষে রয়েছে Maruti Suzuki India। উপরিউক্ত সময়কালে সংস্থাটি মোট ৮৮,৯৯০টি যাত্রীবাহী গাড়ি রপ্তানি করেছে। তুলনাস্বরূপ, আগের বছর ওই সময়ে ৬৬,০৫৯ ইউনিট রপ্তানি হয়েছিল তাদের। বিদেশের বাজারে বিক্রির জন্য প্রেরিত গাড়িগুলির মধ্যে প্রথম পাঁচটি সেরা মডেল হল – Maruti Suzuki Baleno, Dzire, Swift, S-Presso এবং Brezza। লাতিন আমেরিকা, এশিয়া, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলিতে গাড়ি প্রেরণ করে মারুতি। ১৯৮৬ সাল থেকে তারা মোট ২২.৫ লাখ গাড়ি ১০০-র বেশি দেশে রপ্তানি করেছে।

Kia India

২০১৯-এর সেপ্টেম্বরে গাড়ি রপ্তানি শুরুর পর ইতিমধ্যেই এক লক্ষ এক্সপোর্টের মাইলফলক পার করেছে কিয়া। এই সাফল্য সংস্থাটি আড়াই বছরেরও কম সময়ে অর্জন করেছে। ভারত থেকে Seltos, Sonet গাড়ি দুটি ৯১টি দেশে রপ্তানি করে কিয়া। মধ্যপ্রাচ্য, আফ্রিকা, মধ্য এবং দক্ষিণ আমেরিকা, মেক্সিকো এবং এশিয়া-প্যাসিফিকের বাজারে এদেশ থেকে বিক্রির জন্য গাড়ি পাঠায় তারা। রপ্তানির মধ্যে Seltos ও Sonet-এর অবদান যথাক্রমে ৭৭% ও ২৩%। এখনও পর্যন্ত সংস্থাটি মোট ১,০১,৭৩৪টি গাড়ি রপ্তানি করেছে।

Volkswagen India

ফোক্সভাগেন গোষ্ঠীর ভারতীয় শাখা ও স্কোডা অটোফোক্সভাগেন ইন্ডিয়া ৫০,০০০ ইউনিট সহ ২০২২-এ তারা ৪০ শতাংশের বেশি গাড়ি রপ্তানির লক্ষ্য স্থির করেছে। ইউরোপের বৃহত্তম অটোমেটিভ গোষ্ঠীটি বর্তমানে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং আফ্রিকার বাজারে নিজেদের উপস্থিতি বাড়াতে ভারতকে রপ্তানি ক্ষেত্র হিসেবে ব্যবহার করছে। আগামীতে এই তালিকায় যোগ হতে পারে আরও দশটি নতুন দেশ। গত দশ বছরে ভারতীয় প্রযুক্তিতে তৈরি ৫ লক্ষের বেশি গাড়ি ৬১টির বেশি দেশে রপ্তানি করেছে তারা।

Renault India

Renault India ভারতে ইতিমধ্যেই এক লক্ষ গাড়ি রপ্তানির মাইলস্টোন ছুঁতে পেরেছে। ২০১২ থেকে Renault Duster-এর হাত ধরে গাড়ির রপ্তানি শুরু করেছিল তারা। বর্তমানে ভারত থেকে তারা Renault Kwid, Triber ও Kiger মডেলগুলি বিক্রির জন্য বিদেশে প্রেরণ করে। সার্ক সহ ১৪ টি দেশে তারা গাড়ি বিক্রি করে। যার মধ্যে রয়েছে এশিয়া প্যাসিফিক, ভারত মহাসাগরীয় দেশ, দক্ষিণ আফ্রিকা এবং পূর্ব আফ্রিকা। ২০১০ থেকে চেন্নাইয়ের কারখানায় তারা গাড়ির উৎপাদন শুরু করেছিল।