Jupiter 125 থেকে Activa 6G, ভারতের সেরা মাইলেজের পাঁচটি স্কুটারের নাম জেনে নিন

ভারতে গিয়ারলেস স্কুটারের ব্যাপক চাহিদা। প্রায় পরিবারে এখন একটি স্কুটারের দেখা মিলতে পারে। এর প্রধান কারণ গিয়ারলেস হওয়ার কারণে রাস্তায় স্কুটারের নিয়ন্ত্রণ বাইকের তুলনায় সহজতর, যা চালককে অধিক স্বাচ্ছন্দ ও সাবলীলতা দেয়। ভারতের বাজারে TVS, Honda সহ একাধিক অটোমোবাইল কোম্পানির স্কুটার উপলব্ধ। তবে দেশে আকাশছোঁয়া জ্বালানির দামের কারণে আমাদের পছন্দের তালিকায় থাকে সেই সব স্কুটার, যারা দুর্দান্ত মাইলেজ অফার করে। এই প্রতিবেদনে এরকম সর্বাধিক মাইলেজের মোট পাঁচটি স্কুটারের কথা আলোচনা করা হল।

TVS Scooty Zest (গড়ে ৫৭ কিমি/লিটার)

টিভিএস স্কুটি জেস্ট হল একটি হালকা স্কুটার। এর ১০৯.৭ সিসি ইঞ্জিনটি থেকে ৭.৮১ পিএস পিক পাওয়ার এবং ৮.৮ এনএম টর্ক পাওয়া যায়। যদিও এর পারফরম্যান্স মোটের উপর চলনসই, তবুও আরবান কমিউটার হিসেবে এর জনপ্রিয়তা যথেষ্টই ভাল।

TVS Jupiter 125 (গড়ে ৫৩ কিমি/লিটার)

নতুন মডেলে স্কুটারটি ভারতের বাজারে লঞ্চ হয়েছে বেশিদিন হয়নি। আজকের দিনে দাঁড়িয়ে এটি একটি অতি বাস্তববাদী মডেল। টিভিএস জুপিটার ১২৫-এর অন্যতম একটি বৈশিষ্ট্য হল এর আন্ডারসিট ষ্টোরেজ কম্পার্টমেন্ট। এতে রয়েছে ১২৪.৮ সিসি ইঞ্জিন, যা থেকে সর্বোচ্চ ৮.১৫ পিএস শক্তি এবং সর্বাধিক ১০.৫ এনএম টর্ক পাওয়া যায়। স্কুটারটিতে রয়েছে IntelliGO idle স্টার্ট/স্টপ সিস্টেম।

Suzuki Access 125 (গড়ে ৫২ কিমি/লিটার)

মাইলেজের দিক থেকে এটি তালিকার তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে। এটি ডিজাইনের দিক থেকে সামান্য বোরিং হলেও এর সমোচিত ধাতব হার্ডওয়ারের কারনে এর দামও বেশি। সুজুকি অ্যাকসেস ১২৫ -এ রয়েছে ১২৫ সিসি ইঞ্জিন, যা থেকে ৮.৭ পিএস পাওয়ার এবং ১০ এনএম টর্ক উৎপন্ন হয়।

Honda Activa 6G (গড়ে ৫০ কিমি/লিটার)

হোন্ডা অ্যাক্টিভা রেঞ্জের অ্যাক্টিভা ৬জি ও অ্যাক্টিভা ১২৫ স্কুটার দুটি ভারতের অন্যতম জনপ্রিয় নাম। যেখানে ‘৬জি’ হল অধিক সাশ্রয়ী ভ্যারিয়েন্ট। এতে রয়েছে ৭.৭৯ পিএস শক্তি এবং ৮.৭৯ এনএম টর্ক উৎপন্নকারী ১০৯.৫১ সিসি ইঞ্জিন।

Honda Maestro Edge (গড়ে ৪৯ কিমি/লিটার)

হোন্ডা মায়েস্ট্রো এজ মাইলেজের বিচারে এটি তালিকার পঞ্চম স্থানে জায়গা পেয়েছে। দুটি ভ্যারিয়েন্টে এটি উপলব্ধ – ১১০ সিসি ও ১২৫ সিসি ইঞ্জিন ভার্সন। প্রথমটির ১১০ সিসি ইঞ্জিন থেকে সর্বাধিক ৮.১৫ পিএস শক্তি ও ৮.৭ এনএম টর্ক পাওয়া যায়। অন্যদিকে ১২৫ সিসি ভার্সনের ইঞ্জিনটি থেকে সর্বোচ্চ ৯.১ পিএস পাওয়ার ও ১০.৪ এন এন টর্ক উৎপন্ন হয়। এছাড়াও এতে রয়েছে i3S স্টার্ট/স্টপ সিস্টেম।