Categories: Automobile

Top 5 Scooters: কম দামে দেশের সেরা 5 স্কুটার, মাইলেজের সঙ্গে ফিচার্সও চমৎকার

সালটা ২০০১। দেশে পথ চলা শুরু করল Honda Activa। তখন থেকেই গিয়ারহীন স্কুটারের চাহিদায় আসল নতুন জোয়ার। গিয়ার ছাড়া স্কুটার বাজারে এসে যাওয়ায় ব্যবহারকারীদের সুবিধা হলে অনেকটাই। শহর হোক কিংবা গ্রামাঞ্চল যে কোনো জায়গাতেই স্বাচ্ছন্দে অ্যাক্সিলারেটর ঘুরিয়ে এই স্কুটার চালিয়ে বেড়ানোর মজা সেই সময় থেকেই শুরু। বয়স-লিঙ্গ নির্বিশেষে প্রত্যেকের কাছেই ধীরে ধীরে জনপ্রিয় হতে শুরু করল এই ধরনের স্কুটার। আজ একবিংশ শতকে দাঁড়িয়ে হোন্ডা অ্যাক্টিভা যেমন ষষ্ঠ প্রজন্মে (6G) উন্নীত হয়েছে, তার সাথেই পাল্লা দিয়ে এই তালিকায় শামিল হয়েছে একাধিক নতুন মডেল। এই প্রতিবেদনে দেশের সবচেয়ে সস্তা পাঁচ পেট্রল স্কুটারের খোঁজ রইল।

Hero Destini Prime (৭১,৪৯৯ টাকা, এক্স-শোরুম)

স্বল্পমূল্যের মোটরসাইকেল ও স্কুটার তৈরি করার জন্যই হিরো ভারত তথা সমগ্র বিশ্বে নিজেদের সুনাম অর্জন করতে পেরেছে। তাদের নতুন লঞ্চ করা Destini Prime ভারতের ১২৫ সিসির সবচেয়ে সস্তা স্কুটার। ইউএসবি চার্জিং পোর্ট, এক্সটার্নাল ফুয়েল ফিল্টার, সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার মিলবে এতে।

Honda Dio (৭০,২১১ – ৭৭,৭১২ টাকা, এক্স-শোরুম)

ফ্যামিলি স্কুটার হিসেবে হোন্ডা অ্যাক্টিভা নাম করতে পারলেও কম বয়সের যুবক যুবতীদের কাছে কিন্তু এর জাত ভাই হোন্ডা ডিও অনেক বেশি কাছের। শার্প ডিজাইন এবং স্পোর্টি লুক এই দুটি মিলেই যুব সম্প্রদায়ের কাছে নয়নের মণি হয়ে উঠতে পেরেছে হোন্ডার এই স্কুটার।

Hero Pleasure+ (৭০,৩৩৮ – ৮২,২৩৮ টাকা, এক্স-শোরুম)

বাজেট সেগমেন্টের আরো একটি জনপ্রিয় স্কুটার হল হিরো প্লেজার প্লাস। এর মধ্যে ১১০ সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। সময়ের সাথে সাথে এই স্কুটারেও হয়েছে নানা ধরনের পরিবর্তন। বর্তমানে এর বেস মডেলের দাম ৭০,৩৩৮ টাকা থেকে শুরু হলেও সর্বোচ্চ ৮২,২৩৮ টাকা পর্যন্ত দামে কিনতে পাওয়া যায় এটি। টপ মডেলটিতে হিরোর নিজস্ব Xtec ফিচার উপলব্ধ। এর পাশাপাশি এলইডি হেডলাইট, জিও ফেন্সিং, কানেক্টিভিটি, লোকেশন ট্রাকিংয়ের সুবিধা আছে এতে।

Hero Xoom (৭০,১৮৪ – ৭৮,৫১৭ টাকা, এক্স-শোরুম)

হিরোর প্লেজার প্লাস স্কুটারটিতে ব্যবহার করা ১১০.৯ সিসির ইঞ্জিন সমৃদ্ধ অন্যতম সেরা ও এই তালিকায় নবাগত স্কুটার হল হিরো জুম। এই স্কুটারটির স্পোর্টি স্টাইল এবং চিত্তাকর্ষক বিভিন্ন ফিচার থাকার কারণে হোন্ডা ডিও এর যোগ্য প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে। এছাড়াও ব্লুটুথ কানেক্টিভিটি, সেগমেন্টের প্রথম কর্নারিং লাইট ফিচার এবং ডায়মন্ড কাট অ্যালয় হুইল যুক্ত হিরো জুম এর টপ মডেলটি আলোচনার শিখরে বেশ কয়েক মাস ধরেই। স্কুটারটির দাম ৭০,১৪৪ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৭৮,৫০০ টাকা পর্যন্ত গিয়েছে।

TVS Scooty Pep (৬৫,৫১৪ টাকা থেকে ৬৮,৪১৪ টাকা, এক্স-শোরুম)

১০০ সিসির মধ্যে পাওয়া ভারতের সবচেয়ে কম দামের স্কুটার হল TVS Scooty Pep। বিগত বেশ কয়েক বছর ধরে বাজার দাপিয়ে বেড়াচ্ছে টিভিএস এর এই ছোট চেহারার স্কুটারটি। এতে চালিকাশক্তি সরবরাহ করে ৮৭.৮সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা সর্বোচ্চ ৫.৪ এইচপি শক্তি এবং সর্বাধিক ৬.৫ এনএম টর্ক উৎপাদন করার ক্ষমতা রাখে।

উপরের এই কয়েকটি মডেল ছাড়াও সাধ্যের মধ্যে জনপ্রিয় আরও কয়েকটি স্কুটার কিনতে পাওয়া যায় ভারতের বাজারে। এদের মধ্যে নিঃসন্দেহে প্রথমে রয়েছে Honda Activa। এই স্কুটারটির দাম ৭৬,২৩৪ টাকা থেকে ৮২,২৩৪ টাকা। এছাড়াও ৭৩,৩৪০ টাকা মূল্যে টিভিএস কোম্পানির তরফ থেকে রয়েছে অন্যতম সেরা একটি স্কুটার Jupiter। উপরন্তু অধিক মাইলেজ প্রদানকারী স্কুটার হিসাবে যথেষ্ট সুনাম অর্জন করেছে Suzuki Access। যার দাম শুরু হচ্ছে ৮০,০০০ টাকা থেকে (প্রতিটি এক্স-শোরুম)।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Share
Published by
TechGup Desk

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

3 hours ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

3 hours ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

4 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

6 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

6 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

7 hours ago