অগাধ বিশ্বাস, গোটা দেশ চোখ বুজে ভরসা রাখে Hero, Yamaha, Honda-র এই 5 মোটরবাইকে

পশু-পাখি কিংবা মানুষের শরীর যেমন যে কোনো মুহূর্তেই খারাপ হতে পারে, তেমন বিগড়াতে পারে আমাদের আশেপাশে থাকা বিভিন্ন রকম যন্ত্রগুলি। মোটরসাইকেল হোক কিংবা চারচাকা যেহেতু এগুলির মধ্যে একাধিক যন্ত্র এবং সেন্সরের সমাহার দেখতে পাওয়া যায় তাই এগুলির নষ্ট হওয়ার প্রবণতাও প্রতিমুহূর্তে। বর্তমানে ভারতের বাজার দাপিয়ে বেড়াচ্ছে নামিদামি বিভিন্ন সংস্থার তৈরি দুই চাকার গাড়ি। কিন্তু তাদের মধ্যে কম রক্ষণাবেক্ষণ খরচ এবং শক্তপোক্ত কাঠামো ও বিশ্বস্ত ইঞ্জিন সমৃদ্ধ বাইকগুলির উপরে আমাদের অগাধ আস্থা। এই প্রতিবেদনে দেশের এমন ৫ মোটরসাইকেলের তালিকা রইল, যাদের উপর মানুষজন চোখ বুজে ভরসা রাখেন।

Hero Splendor

রাস্তায় বেরোলেই অনেক সময় দেখবেন বেশ কিছু বছরের পুরনো স্প্লেন্ডার মডেল আজও অবলীলায় ছুটে চলেছে তাদের গন্তব্যে। আসলে ভরসাযোগ্য এবং শক্তিশালী চ্যাসিস যুক্ত বাইকের কথা বলতে গেলেই সবার প্রথমেই নাম আসে হিরোর তৈরি এই বাইকটির। কম রক্ষণাবেক্ষণ খরচ এবং পর্যাপ্ত মাইলেজ এই দুই স্তম্ভের উপর দাঁড়িয়ে হিরো স্প্লেন্ডার এর এই বিপুল সুনাম। টেকস্যাভি আধুনিক ভ্যারিয়েন্টেও কিনতে পাওয়া যায় এটি। যা ব্লুটুথ এবং ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের মতো আধুনিক বৈশিষ্ট্য অফার করে।

Honda Shine

হিরো স্প্লেন্ডার এর মতই ভারতবাসীর আরও এক ভরসাযোগ্য মোটরসাইকেল হলো হোন্ডা সাইন। দীর্ঘ কয়েক দশক ধরেই বহু গ্রাহক নিশ্চিন্তে ব্যবহার করে চলেছে এটি। এক্ষেত্রেও স্বল্প রক্ষণাবেক্ষণ খরচ একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। এমনিতেই জাপানি মোটরসাইকেল নির্মাণকারী সংস্থাগুলি উন্নত মানের ইঞ্জিন সমৃদ্ধ টু-হুইলার মডেল তৈরিতে সিদ্ধ হস্ত। সেই কারণেই হোন্ডার তৈরি ১২৫ সিসির এই বাইকটির অতি সাধারণ কিন্তু বাস্তববাদী ডিজাইন ও উন্নত বিল্ড কোয়ালিটি এদেশের জন্য আদর্শ। সাথে রিফাইন্ড ইঞ্জিন এবং আরামদায়ক গিয়ার পরিবর্তনের অনুভূতি এই সবকিছুই বাড়তি পাওনা।

Honda CBR 250R

বেশ কিছু বছর আগে হোন্ডার ভারতীয় শাখার পোর্টফোলিওতে CBR 250R বাইকটির উজ্জ্বল উপস্থিত থাকলেও বর্তমানে এদেশে এটির বিক্রি বন্ধ। যদিও নিঃসন্দেহে ভারতীয় যেকোনো মোটরসাইকেলের মধ্যে এটি যথেষ্ট ভরসা প্রদানকারী মডেল। বর্তমানে দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে এর বিক্রি চালু রয়েছে এবং আগামীতে অতি শীঘ্রই পুনরায় ভারতের মাটিতে পদার্পণ করতে চলেছে সে। সেমি-ফেয়ারিংযুক্ত স্পোর্টস বাইক সেগমেন্টের এই বাইকটিতে কিছু প্লাস্টিকের অংশ সময়ের সঙ্গে ঢিলা হয়ে যাওয়ার ঘটনা ছাড়া CBR 250R আক্ষরিক অর্থেই একটি দীর্ঘদিনের ব্যবহারের উপযোগী টু-হুইলার মডেল। যদিও এর জন্য বাইকটির মধ্যে থাকা ২৫০ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন সব কৃতিত্বের অধিকারী।

Yamaha FZ-Fi

আরও এক জাপানের বাইক নির্মাতা ইয়ামাহার তৈরি যথেষ্ট জনপ্রিয় মোটরসাইকেল হলো- FZ-Fi। নেকেড সেগমেন্টের অন্তর্গত এই বাইকটির মাসকুলার ডিজাইন অন্যতম আকর্ষণীয় অংশ। সবচেয়ে বড় ব্যাপার হলো এটি সংস্থার পরীক্ষিত ডায়মন্ড ফ্রেমের উপর নির্মিত। পাশাপাশি ইয়ামাহার তৈরি ১৪৯ সিসির সিঙ্গেল সিলিন্ডার যুক্ত SOHC ইঞ্জিনটি একে চলার প্রধান শক্তি যোগায়। উন্নত যন্ত্রপাতি, বিশ্বস্ত ইঞ্জিন, পর্যাপ্ত উচ্চ গতিবেগ অর্জন করার ক্ষমতা এবং সঠিক মাইলেজ এই সমস্ত কিছু মিলিয়ে ইয়ামাহা FZ-Fi ভারতের অন্যতম সেরা ভরসাযোগ্য বাইক।

Suzuki Gixxer 250

ফুল-ফেয়ারিং যুক্ত স্পোর্টস বাইক এর জগতে অন্যতম আরামদায়ক বাইক Suzuki Gixxer 250 হলেও বিক্রির দিক থেকে কিন্তু যথেষ্ট পিছিয়ে এটি। জাপানের প্রযুক্তি সম্বলিত ভরসা প্রদানকারী ইঞ্জিন ব্যবহৃত হয়েছে এতে। এমনকি বাইকটির হালকা ওজনের ফ্রেম চালানোর সময় অতিরিক্ত আত্মবিশ্বাস প্রদান করে। রাস্তায় বাঁক নেওয়ার সময় বাইকটির সঙ্গে লাগানো টায়ারগুলি পিছলে যাওয়ার মতো ঘটনা সামনে এনে নিজেদের অসন্তোষ প্রকাশ করেছে বেশ কিছু গ্রাহক। এছাড়া Suzuki Gixxer 250 নিয়ে আর তেমন কোনো অভিযোগ শোনা যায়নি। যদি আপনি ফেয়ারিং যুক্ত বাইক পছন্দ না করেন সেক্ষেত্রে রয়েছে এটির নেকেড ভার্সন Suzuki Gixxer SF 250