যেমন মাইলেজ, তেমন লুকস, 1 লাখ বাজেটে দেশের সেরা 5 মোটরসাইকেল

দেশের বাজারে 1 লাখ বাজেটে মোটরসাইকেলের সংখ্যা প্রচুর থাকার কারণে কোন মডেলটা উপযুক্ত হবে, তা অনেকেই ঠিক করে উঠতে পারেন না৷। এই ধরনের কমিউটার বাইক লিটার প্রতি কত কিলোমিটার চলবে, তা একটা বড় ভূমিকা পালন করে। তাই আপনার কাজ সহজ করতে এই প্রতিবেদনে 1 লাখ বাজেটের মধ্যে মাইলেজ ফিগার সহ দেশের সেরা 5 মোটরসাইকেলের সন্ধান রইল।

TVS Sport

৬৩,৯৫০ টাকা (এক্স-শোরুম) মূল্যের TVS Sport দেশের সম্প্রতি ২৫ লক্ষ ইউনিট বিক্রির মাইলফলক স্পর্শ করেছে। এতে উপস্থিত ১০৯ সিসি ইঞ্জিন থেকে ৮.১৮ বিএইচপি শক্তির উৎপন্ন হয়। এক লিটার তেলে মাইলেজ ৭০ কিলোমিটার। সস্তা মোটরসাইকেল হিসেবে তাই এর জনপ্রিয়তা নজরে পড়ার মতো।

Hero Super Splendor

বর্তমানে ভারতের বাজারে কমিউটার মোটরসাইকেল হিসেবে Hero Super Splendor যথেষ্ট সুখ্যাতি অর্জন করেছে। দাম ৭৩,৯০০ টাকা (এক্স-শোরুম)। এর ১২৫ সিসি ইঞ্জিন থেকে প্রতি লিটার ৬০ কিলোমিটার মাইলেজ মেলে এবং আউটপুট ১০.৭৩ বিএইচপি। এতে রয়েছে ১৩ লিটার ফুয়েল ট্যাঙ্ক।

Honda SP 125

Honda SP 125-র বাজার দর ৭৮,৪০০ টাকা (এক্স-শোরুম)। এতে উপস্থিত ১২৩.৪ সিসি ইঞ্জিন থেকে ১০.৭২ বিএইচপি শক্তি উৎপন্ন হয়। প্রতি লিটার পেট্রোলে মোটরসাইকেলটি ৬৮ কিলোমিটার পথ চলতে সক্ষম। ফিচারের তালিকায় রয়েছে একটি ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, টিউবলেস টায়ার, অ্যালয় হুইল এবং ইলেকট্রিক স্টার্ট অপশন।

Hero Super Splendor Xtec

উন্নত প্রযুক্তির Hero Super Splendor Xtec কিনতে খরচ পরে ৮৪,০০০ টাকা (এক্স-শোরুম)। এতে ফিচার হিসেবে দেওয়া হয়েছে এলইডি লাইটিং, ফুল ডিজিটাল কনসোল, ব্লুটুথ কানেক্টিভিটি, একটি ইউএসবি চার্জার এবং অটোসেইল টেকনোলজি। এর ১২৫ সিসি ইঞ্জিন থেকে ৬০ কিমি প্রতি লিটার মাইলেজ মেলে। মোটরটির আউটপুট ১০.৭ বিএইচপি।

Bajaj Pulsar NS 125

দারুণ স্টাইলিং এবং আধুনিক ফিচারের কারণে Bajaj Pulsar NS 125 খুব জনপ্রিয়। এটির এক্স শোরুম মূল্য ১ লাখ টাকার একটু বেশি। বাইকটি ১২৫ সিসি ইঞ্জিন থেকে ৬০ কিমি/লিটার মাইলেজ পাওয়া যায়। ইঞ্জিনের ক্ষমতা ১১.৮২ বিএইচপি। এককথায়, স্টাইল ও পারফরম্যান্সের মিশেলে এটি দুর্দান্ত বাইক।