অগাধ বিশ্বাস, গোটা দেশ চোখ বুজে ভরসা রাখে Maruti, Honda, ও Mahindra-র এই 5 গাড়িতে

আমাদের দেশের আবহাওয়া যেমন খামখেয়ালি মনোভাব নিয়ে চলে তেমনই এদেশের রাস্তাঘাটের অবস্থা। যেখানে দেশের বিখ্যাত জাতীয় সড়কগুলির বিভিন্ন জায়গা নষ্ট এবং বড় বড় গর্তযুক্ত সেখানে রাজ্য সড়কগুলির অবস্থা কী হতে পারে তা সহজেই অনুমেয়। অন্যদিকে গ্রীষ্মপ্রধান দেশ হওয়ায় গরমের বাড়বাড়ন্ত আমাদের দেশে বেশি থাকলেও বর্ষার প্রাদুর্ভাব কোনো অংশেই কম নয়। তাই এই সবকিছু সহ্য করে চলাচল করতে হয় ভারতের গাড়িগুলিকে। এমন প্রতিকূল পরিবেশে নিজেদের পারদর্শিতা প্রমাণ করেছে তেমনই ভরসাযোগ্য ৫টি গাড়ির তালিকা রইল এই প্রতিবেদনে।

Maruti Suzuki Alto 800

মধ্যবিত্ত প্রধান ভারতে বহু মানুষের নিত্যদিনের সঙ্গী মারুতি সুজুকি অল্টো ৮০০। বাস্তবিক ব্যবহারের উপযুক্ত সমস্ত মসলা মজুত রয়েছে এতে। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গিয়েছে যেখানে সিকিমের বরফ যুক্ত পিছল রাস্তায় দামি গাড়িগুলি সামনের দিকে এগোতে হিমসিম খাচ্ছে সেখানে এই অল্টো ৮০০ মনের সুখে বিচরণ করছে বরফের কোলে। ব্যাপারটা হাস্যকর হলেও এটাই বাস্তব। মাত্র ৩.৫৪ লাখ টাকা (এক্স শোরুম) খরচ করেই বাড়িতে নিয়ে আসুন এই গাড়িটি।

Maruti Suzuki Dzire

একবার খানিকক্ষণের জন্যও আপনার শহরের ব্যস্ততম রাস্তায় পর্যবেক্ষণ করলে দেখবেন যতগুলি গাড়ি বা সেডান ছুটে চলেছে আপনার চোখের সামনে দিয়ে তার অর্ধেকের বেশি হলো মারুতি সুজুকি ডিজায়ার। তাই ভারতবাসীর কাছে কম খরচে যথেষ্ট আরামদায়ক গাড়ির সাদ পূরণ করেছে মারুতি ডিজায়ার। যথেষ্ট টেকসই এই মডেলটির এক্স শোরুম মূল্য শুরু হচ্ছে ৬.৫১ লাখ টাকা থেকে।

Honda City

জাপানের বিখ্যাত গাড়ি নির্মাতা হোন্ডার তৈরি এই গাড়িটি আন্তর্জাতিক বাজারের পাশাপাশি ভারতের রাস্তাতেও বিগত কয়েক বছর ধরে সাফল্যের সঙ্গে দাপিয়ে বেড়াচ্ছে। এতদিন পর্যন্ত সময়ের সঙ্গে তাল মিলিয়ে হোন্ডা সিটি-তে বিভিন্ন জেনারেশনের আপডেট দেখেছি আমরা। বর্তমানে এর মধ্যে রয়েছে সংস্থার আইকনিক i-VTEC পেট্রল ইঞ্জিন। এই ইঞ্জিনটি ইতিমধ্যেই কয়েক লক্ষ কিলোমিটার চালিয়ে সাফল্যের সঙ্গে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তাই এই মুহূর্তে এদেশের অন্যতম সেরা বিশ্বাসযোগ্য ইঞ্জিন এটি। দাম শুধু হচ্ছে ১১.৪৯ লাখ টাকা থেকে (এক্স শোরুম)।

Mahindra Bolero

মাহিন্দ্রা বোলেরো নিয়ে নতুন করে বলার কিছুই নেই। আমাদের দেশের অন্যতম সেরা বিক্রি হওয়া মডেলগুলির মধ্যে এটি একটি। শহর হোক কিংবা গ্রাম সব জায়গাতেই মাহিন্দ্রা বোলেরোর অবাধ বিচরণ। তাছাড়াও ভারতীয় পুলিশ বাহিনীতে এই গাড়িটির একটি আলাদাই মর্যাদা রয়েছে। বর্তমানে মাহিন্দ্রা বুলেরো কিনতে গেলে আপনার খরচ হবে নূন্যতম ৯.৭৮ লাখ টাকা (এক্স শোরুম)।

Maruti Suzuki Ertiga

পরিবারকেন্দ্রিক এদেশে ৬ কিংবা ৭ সিট যুক্ত মাল্টিপারপাস ভেহিকেলগুলির চাহিদা অনেকটাই বেশি। আর এই চাহিদাকে বিগত কয়েক বছর ধরেই মিটিয়ে আসছে মারুতি সুজুকি আর্টিগা। বর্তমানে ভারতীয় পোর্টফোলিওতে বিভিন্ন সংস্থার তৈরি এমন ৬/৭ সিট যুক্ত এমপিভি লঞ্চ করলেও আর্টিগা-র জনপ্রিয়তা কোনো অংশে ভাটা পড়েনি। নিজের পছন্দমত একাধিক ভ্যারিয়েন্টে কিনতে পাওয়া যায় এটি। বেশ মডেলের এক্স শোরুম মূল্য শুরু হচ্ছে ১১.৪৯ লাখ টাকা থেকে।