বাজেট 1 লাখের কম? সেরা ফিচার্সের এই সব স্কুটার আপনার পছন্দ হতে বাধ্য

ভারতে যে হারে যানজট বেড়ে চলেছে, তাতে সহজ রাইডিংয়ের টু-হুইলারের প্রতি অসংখ্য ক্রেতার নজর রয়েছে। এই ধরনের সর্বাধিক জনপ্রিয় মডেল হিসেবে সমাদৃত হয়েছে স্কুটার। তা সে ইলেকট্রিক হোক বা পেট্রল। বর্তমানে গিয়ারহীন টু-হুইলারের রমরমা বাজার। ইদানিং মোটরসাইকেলের সাথে পাল্লা দিয়ে স্কুটারে বাড়ানো হচ্ছে ফিচারের তালিকা। এদিকে যত বেশি গুড়, তত বেশি মিষ্টি। অর্থাৎ ফিচার বাড়লে যে দামও চড়বে, তা বলাই বাহুল্য। কিন্তু জানেন কি ১ লাখের মধ্যেও এমন কিছু মডেল এদেশের বাজারে উপলব্ধ রয়েছে, তা ইতিমধ্যেই অসংখ্য গ্রাহকের নয়নের মণি হয়ে উঠেছে। আজকের এই প্রতিবেদনে তেমনি সেরা ফিচার্সের পাঁচটি দারুণ স্কুটারের হদিশ রইল।

TVS Jupiter

টিভিএস মোটর কোম্পানির অন্যতম সেরা টু-হুইলার হিসেবে ইতিমধ্যেই বাজারে সাড়া ফেলেছে TVS Jupiter। ফিচার হিসাবে এতে উপস্থিত – ডিজিটাল স্পিডোমিটার, এক্সটার্নাল ফুয়েল ফিলার, ইঞ্জিন কিল সুইচ, অল-ইন-ওয়ান লক, iTouch স্টার্ট, অপশনাল মোবাইল চার্জার, ডুয়েল সাইড হ্যান্ডেল লক, অ্যাডজাস্টেবল উইন্ড স্ক্রিন, এবং গ্যাস চার্জড রিয়ার সাসপেনশন। এছাড়া রয়েছে টিউবলেস টায়ার, অ্যালয় হুইল এবং SmartXonnect (ব্লুটুথ পেয়ারিং)। TVS Jupiter-এর বর্তমান বাজার মূল্য ৭১,৩৯০ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু।

Ola S1 ইলেকট্রিক স্কুটার

ওলা ইলেকট্রিক-এর S1 স্কুটারটি অসংখ্য গ্রাহকের হৃদয়ে জায়গা করে নিয়েছে। এতে যে মন মাতানো ডিজাইন রয়েছে, তাই নয় অসংখ্য ফিচার দ্বারা সজ্জিত হয়ে এসেছে স্কুটারটি। যে তালিকায় রয়েছে, ৩ জিবি র‍্যাম ও ফার্স্ট প্রসেসর সহ ৭-ইঞ্চি টাচ কাস্টমাইজেবল ড্যাশবোর্ড, জিও ফেনসিং, ম্যাপ নেভিগেশন, জিপিএস, ব্লুটুথ, ওয়াইফাই, ইন্টারনেট কানেক্টিভিটি, হরেক রাইডিং মোড, ব্লুটুথ স্পিকার ও আরও অন্যান্য বৈশিষ্ট্য। Ola S1-এর দাম ৯৯,৮২৭ টাকা (এক্স-শোরুম) শুরু।

Yamaha Ray-ZR 125 Hybrid

ইয়ামাহা মোটর ইন্ডিয়ার হাইব্রিড স্কুটার Ray-ZR 125-এ আছে “স্মার্ট মোটর জেনারেটর” বা এসএমজি। ফলে প্রথাগত ইলেকট্রিক স্টার্টার ছাড়াই এর ইঞ্জিনটি সক্রিয় করা যায়। এসএমজি সহ মোটরটি থেকে ৮.২ বিএইচপি শক্তি এবং ১০.৩ এনএম টর্ক উৎপন্ন হয়। স্কুটারটিতে ফিচার হিসেবে উপস্থিত – অটোমেটিক স্টার্ট/স্টপ, পাস সুইচ, টু-লেভেল সিট, ফ্রন্ট ডিস্ক বেক, ব্লুটুথ সহ ফুল ডিজিটাল স্ক্রিন, এলইডি পজিশন লাইট এবং এলইডি হেডলাইট। Yamaha Ray-ZR 125 Hybrid-এর মূল্য ৮৩,৭৩০ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু।

Honda Activa H-Smart

লঞ্চের প্রথম দিন থেকেই ভারতীয় ক্রেতাদের অন্তরের অন্তঃস্থলে জায়গা করে নিয়েছে Honda Activa। সম্প্রতি এর H-Smart ভার্সনটি বাজারে হাজির করা হয়েছে। এতে ফিচারের তালিকায় সজ্জিত রয়েছে কিলেস অ্যাক্সেসের জন্য স্মার্ট রিমোট কি, স্মার্ট ফাইন্ড, স্মার্ট আনলক এবং স্মার্ট সেফ। এতে উপস্থিত স্মার্ট ইঞ্জিন ইমমোবিলাইজার চুরি যাওয়ার হাত থেকে রক্ষা করবে। অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে অ্যালয় হুইল। জানুয়ারি ২০২৩-এ লঞ্চ হওয়া Honda Activa H-Smart-এর দাম ৮০,৫৩৭ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে।

Hero Maestro Edge 125

ভরসাযোগ্য স্কুটার হিসেবে অনেকদিন আগেই নিজের জাত চিনিয়েছে Hero Maestro Edge 125। এতে উপস্থিত কয়েকটি উল্লেখযোগ্য ফিচার হল – ডিস্ক ব্রেক, ডায়মন্ড কাট অ্যালয় হুইল, সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ, ফুল ডিজিটাল স্পিডোমিটার, এলইডি প্রোজেক্টর হেডল্যাম্প, এলইডি টেল ল্যাম্প, এক্সটার্নাল ফুয়েল লিড, টার্ন বাই টার্ন নেভিগেশন সহ ব্লুটুথ কানেক্টিভিটি। বর্তমানে স্কুটারটির বাজার মূল্য ৭৯,৩৫৬ টাকা (এক্স-শোরুম)।