অবহেলা করলে আগুন ধরতে পারে! এই গরমে ইঞ্জিন ঠান্ডা রাখার সেরা 5 টোটকা জেনে রাখুন

মাত্রাতিরিক্ত গরম যে কেবল মানুষকে কষ্ট দিচ্ছে তাই নয়, এই সময় যন্ত্রপাতিও উত্তপ্ত হয়ে উঠছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে গাড়ি চালকদের। কারণ প্রায় ৫০…

মাত্রাতিরিক্ত গরম যে কেবল মানুষকে কষ্ট দিচ্ছে তাই নয়, এই সময় যন্ত্রপাতিও উত্তপ্ত হয়ে উঠছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে গাড়ি চালকদের। কারণ প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কিছুদূর পথ চলার পর গাড়ির ইঞ্জিনে ওভারহিটিংয়ের সময্যা দেখা দিচ্ছে। যথাসময়ে সঠিক পরিচর্যা না নিলে সেটি বিকল হয়ে যেতে পারে। এমনিতেই এই বছরের গরম ইতিহাসের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। তাই গাড়ির ইঞ্জিন ঠান্ডা রাখার উপায় সম্পর্কে অবগত থাকা জরুরি। কারণ গাড়ি হৃদয় হচ্ছে ইঞ্জিন। এতে সমস্যা দেখা দিলে বিপুল অঙ্কের খরচের খাড়া এসে পড়বে। তাই এই গরমে ইঞ্জিন কুল রাখবেন কীভাবৈ, তার ৫টি টিপস রইল এই প্রতিবেদন।

গাড়ি ছাওয়াতে পার্ক করুন

ইঞ্জিন মাত্রাতিরিক্ত গরম হয়ে উঠলে সর্বোৎকৃষ্ট উপায় হচ্ছে গাড়িটি ছাওয়াতে পার্ক করে গাড়ি থেকে বেরিয়ে আসা। আরও ভালো হয় যদি এই সময় বনেট খুলে দেওয়া যায়। এভাবে প্রায় ৩০ মিনিট রেখে দিলে ইঞ্জিন ঠান্ডা হয়ে যাবে।

এসি অফ করে দিন

চাঁদি ফাটা রোদে গাড়ি নিয়ে বেড়ানোর পর এসি অফ করার কথা কল্পনাতেও আনতে কষ্ট হয়। কিন্তু ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে উঠলে এসি অফ করা ছাড়া আর কোন উপায় নেই। কারণ এসি অন রাখতে হলে ইঞ্জিন চালু রাখতে হয়। কেবিন ঠান্ডা রাখতে এসি’র বিকল্প নেই ঠিকই, কিন্তু এতে ইঞ্জিনের উপর চাপ পড়ে বেশি।

হিটার অন করুন

অত্যাধিক গরমে হিটার অন করার কথা শুনে হয়তো পাগলের প্রলাপ মনে হতে পারে। কিন্তু বিশ্বাস করুন, হিটার অন করলে ইঞ্জিনের তাপ দ্রুত শোষিত হয়ে যায়। ফলে ইঞ্জিন পুনরায় নতুনভাবে প্রশ্বাস নিতে পায়। এই সময় অস্বস্তি কমাতে কেবিন থেকে বেরিয়ে আসাই শ্রেয়।

ইঞ্জিনের কুল্যান্ট বদলান

গ্রীষ্মের প্রখর দাবদাহ থেকে ইঞ্জিনকে ঠান্ডা রাখতে কুল্যান্টের অবদান অনস্বীকার্য। তাই এই সময় কুল্যান্টের পরিমাণ যাতে কম না হয় সেদিকে বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। ইঞ্জিনের স্বাস্থ্য ভালো রাখতে উচ্চমানের কুল্যান্ট ব্যবহার করাই শ্রেয়।

টিন্টেড গ্লাস অথবা সান ব্লাইন্ড ব্যবহার করুন

গাড়ির কেবিনে তাপের প্রবেশ আটকাতে জানালার কাছে টিন্ট ব্যবহার করতে পারেন। যদিও ভারতে গাড়িতে ডার্ক শেডের কাঁচ নিষিদ্ধ। তবে হালকা শেডের টিন্ট ব্যবহার করা যেতেই পারে। তাপ অনেকটাই কম প্রবেশ করবে। ফলে ঠান্ডা থাকবে কেবিন। এছাড়া বিকল্প পথ হিসেবে রয়েছে স্থান ব্লাইন্ড। এটি ব্যবহার করেও কেবিনের উষ্ণতা কম রাখা সম্ভব। এমন বহু প্রেমিয়াম গাড়ি রয়েছে যেগুলিতে ফ্যাক্টরি ফিটেড টিন্টেড গ্লাস দেওয়া থাকে। তবে এক্ষেত্রে আফটার মার্কেট প্রোডাক্ট ব্যবহার করতেই পারেন। দুটিই সূর্যের অতি বেগুনি রশ্মি প্রতিরোধ করতে সক্ষম।