Monsoon Car Care Tips: বর্ষায় গাড়ি বাইকের যত্ন নেবেন কীভাবে, রইল সেরা 5 টিপস

রাজ্যের উপকূলবর্তী অঞ্চলগুলিতে দাপিয়ে বেড়িয়েছে ‘রেমাল’। এখনও যার প্রভাব কমবেশি রয়ে গেছে। তবে এই ঘূর্ণিঝড়ের হাত ধরে এক ধাক্কায় নেমেছে উষ্ণতা। একই সাথে বর্ষা আসার…

রাজ্যের উপকূলবর্তী অঞ্চলগুলিতে দাপিয়ে বেড়িয়েছে ‘রেমাল’। এখনও যার প্রভাব কমবেশি রয়ে গেছে। তবে এই ঘূর্ণিঝড়ের হাত ধরে এক ধাক্কায় নেমেছে উষ্ণতা। একই সাথে বর্ষা আসার আগেই তার অনুভূতি দিয়ে গেছে রেমাল। যদিও আবহাওয়াবিদদের মতে বর্ষা আসতে আর বেশি দেরি নেই। তবে বর্ষার নাম শুনলেই গাড়ি ও বাইক ব্যবহারকারীদের যেন গায়ে জ্বর আসে। এর বড় কারণ এই সময় যানবাহনে সবচেয়ে বেশি নোংরা হয় গোলযোগ দেখা দেয়। গাড়ি বা বাইকের কেমন যত্ন নিলে সেগুলি ঠিক রাখা যাবে, তা লাখ টাকার প্রশ্ন। আপনার মনেও যদি এমন বর্ষায় গাড়ি ঠিক রাখা নিয়ে হাজারো প্রশ্ন থেকে থাকে, তবে এই প্রতিবেদনের শেষ পর্যন্ত চোখ রাখুন। আপনাকে বিশেষভাবে সহায়তা করার জন্য রইল ৫টি টিপস ।

১. পরিষ্কার করুন ও শুকিয়ে নিন

বৃষ্টির মরসুমে গাড়ি বা বাইকের বহিরঙ্গের বিশেষ যত্ন নিতে হয়। না হলে দেহের চাকচিক্য কমতে পারে। বাহনের দেহ ভালভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন, যাতে কোনোভাবে ময়লা লেগে না থাকে। এরপর অবশ্যই যেটি করবেন তা অতি জরুরী। একটি শুকনো তোয়ালে দিয়ে গাড়ির এক্সটেরিয়ার ও হুইলের অংশ মুছে নিন। কোথাও যেন জল লেগে না থাকে।

২. বৈদ্যুতিন যন্ত্রাংশ উন্মুক্ত না থাকে

বর্ষা বাদলের দিমে আরও একটি জিনিস নজর রাখা অত্যাবশ্যক। এই সময় গাড়ির বা বাইকের কোন বৈদ্যুতিন যন্ত্রাংশ যেন উন্মুক্ত অবস্থায় না থাকে। জলের সংস্পর্শে এলেই সেখান থেকে শর্ট সার্কিট হতে পারে। ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেতে ব্যাটারি টার্মিনাল, স্পার্ক প্লাগ সহ অন্যান্য ইলেকট্রিক্যাল কানেকশনে সিলিকন স্প্রে অথবা কোটিং ব্যবহার করা উচিত।

৩. টায়ারের যত্ন নিন

টায়ার হচ্ছে গাড়ির একটি বিশেষ সংবেদনশীল অংশ। কারণ সারা বছর এই টায়ারের ভর করেই গাড়ি বা বাইক এগিয়ে চলে। টায়ারের ট্রেডের গভীরতা ভেজা রাস্তায় বিশেষ প্রভাব বিস্তার করে। আবার বাতাসের মাপ ঠিক রাখাও জরুরী। টায়ারে কোথাও ক্র্যাক বা ফাটল দেখা গেলে তৎক্ষণাৎ তা সারিয়ে ফেলুন।

৪. রঙের চাকচিক্য বজায় রাখায় যত্ন নিন

দীর্ঘক্ষণ বৃষ্টিতে ভিজলে গাড়ি বা বাইকের রঙের চাকচিক্য কমতে দেখা যায়। এমনটা হওয়া থেকে বাঁচাতে ওয়াক্স অথবা সিলার ভীষণ উপাদেয়। গাড়ির রঙে বৃষ্টির জল যাতে সরাসরি প্রভাব বিস্তার করতে না পারে তা খেয়াল রাখে এটি। আবার বৃষ্টিতে গাড়ি চালানোর সুবিধার্থে উইন্ডশিল্ড অথবা কাঁচে ওয়াটার রিপিলেন্ট কোটিং ব্যবহার করা যেতে পারে।

৫. ব্রেক ও সাসপেনশনের মেইনটেনেন্স করুন

শ্রাবণের ধারায় গাড়িতে যাতে কোন সমস্যা দেখা না দেয় সেজন্য ব্রেকপ্যাড, ডিস্ক এবং সাসপেনশনের অংশ ভালোভাবে পরীক্ষা করে দেখা উচিত। সমস্যা দেখা দিলেই তৎক্ষণাৎ সেটি বদলে ফেলুন। নয়তো বিপত্তি দেখা দিতে পারে। সাসপেনশনের অংশ ভালো রাখতে লুব্রিকেন্ট বা গ্রিস ব্যবহার করতে পারেন। এতে গাড়ি চলার ক্ষেত্রে মসৃণতা পাবে।