Categories: Automobile

Car AC Tips: গাড়ির এসি থেকে বেরোবে আরও ঠান্ডা হাওয়া, এই 5 টিপসে ম্যাজিক!

বসন্তের আরামদায়ক আবহাওয়ার অবসান ঘটে দেশেয বিভিন্ন অঞ্চলে গ্রীষ্মের দাবদাহ শুরু হয়েছে। চাঁদি ফাটা রোদের অস্বস্তিকর গরম থেকে বাঁচতে বাড়িতে এয়ারকন্ডিশন বা এসি (AC) চালানো শুরু করেছেন অনেকেই। পাশাপাশি গাড়ির এসি’তে দীর্ঘদিন ধুলো জমার পর এবারে তা সচল হয়ে উঠেছে। বাড়ির এসি তো সার্ভিসিং করিয়ে নিয়েছেন। কিন্তু গাড়ির এসি সার্ভিসিংয়ের ক্ষেত্রে সচেতনতার অভাব হামেশাই দেখা যায়। ফলত এই মারাত্মক গরমে গাড়ির এসিতে নানান গোলযোগ দেখা যায়। এ থেকে পরিত্রাণের উপায় কি জানেন? এই প্রতিবেদনে রইল তার কিছু টিপস।

ছাওয়া দেখে গাড়ি পার্ক করুন

কথায় আছে, চিকিৎসা করে রোগ সারানোর চাইতে, তার প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা ভালো। এই কথাটি মানুষের স্বাস্থ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হলেও গাড়ির ক্ষেত্রেও ব্যবহার করা হচ্ছে। এক্ষেত্রে রোগ যদি হয় গাড়ির কেবিনে উৎপন্ন তাপ, তবে এটি নিরাময়ের একমাত্র উপায় গাড়ি ঠান্ডা রাখা। এই অসহ্য গরমে গাড়ির কেবিনের তাপমাত্রা বাড়তে দেওয়া চলবে না। তাই গাছের ছায়া অথবা কোন শেড বিশিষ্ট জায়গাতে গাড়ি পার্ক করার চেষ্টা করুন। এতে অন্দরমহলের উষ্ণতা মাত্রাতিরিক্ত হবে না। ফলে এসির ওপর চাপ পড়বে কম।

ফিল্টার পরিষ্কার করান

বাড়ির মত গাড়ির এসি’র ফিল্টারও পরিচ্ছন্ন রাখা জরুরি। তাই কিছু সপ্তাহ অন্তর অবশ্যই এটি পরিষ্কার করুন। নিজে না পারলে মিস্ত্রির কাছে যান। ধুলোবালি এসে ফিল্টারে জমা হয়। যা এসি’কে ঠান্ডা করার পথে বাধা দেয়। তাই ফিল্টার পরিচ্ছন্ন রাখা অত্যাবশ্যক। সাধারণত গ্লোভবক্সের পেছনে এসি ফিল্টার থাকে। তাই সহজেই খোলা যায় এটি। এসি ফিল্টারে মাত্রাতিরিক্ত ধুলো জমলে, সেটি পাল্টে নেওয়াই যুক্তিযুক্ত।

এসি ধীরে চালান

অত্যাধিক গরম সহ্য করতে না পারার ফলে গাড়ির এসি জেরে চালানোর প্রবণতা দেখা যায় অনেকের মধ্যে। কিন্তু এটি সঠিক পদ্ধতি নয়। তার চেয়ে বরং এসি কমিয়ে চালিয়ে সামান্য জানলা খুলে রাখুন। এতে ভেতরের গরম বাতাস বাইরে বেরোতে পারবে। এরপর এসি ব্লোয়ারের গতি বাড়াতে পারেন। এসির ক্ষেত্রে এই টিপস বহু পুরনো, কিন্তু আজও সমানভাবে কার্যকর।

নিয়মিত এসি চালান

অল্প কিছুক্ষণের জন্য হলেও প্রতিদিন গাড়ির এসি অন করুন। অত্যাধুনিক গাড়ির এসি’তে উষ্ণতা নিয়ন্ত্রণের প্রযুক্তি থাকে, তাই সবসময় কুল মোড ব্যবহার করার প্রয়োজন পড়ে না। নিত্যদিন এসি চালালে যন্ত্রাংশগুলি সচল থাকে। তাই যদি কোন ত্রুটি দেখা দেয়, অল্পতেই সেটি সারিয়ে করে ফেলা সম্ভব।

খতিয়ে দেখুন এবং এসি সার্ভিস করান

আমরা যেমন বাড়ির এসি নিয়মিত সার্ভিস করাই, গাড়ির এসি’র ক্ষেত্রে কিন্তু গা ছাড়া ভাব দেখালে চলবে না। নিয়মিত মেইনটেনেন্স করালে এসি’র কার্যক্ষমতা একই থাকে। যারা প্রতিদিন এসি চালান তাদের ফিল্টারটি বদলে নিলেই চলে। কিন্তু কালেভদ্রে গাড়ির এসি চালালে সেটি খতিয়ে দেখা অত্যাবশ্যক। এজন্য এসির টেকনিশিয়ানের কাছে নিয়ে যান।

Subhadip Dasgupta

Share
Published by
Subhadip Dasgupta

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

2 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

2 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

2 hours ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

3 hours ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

3 hours ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

4 hours ago