ফোনে এমন ডিজাইন আগে দেখেননি, Oppo Find X7 Pro-র ফাঁস হওয়া ছবি মাথা ঘুরিয়ে দেবে

Oppo শীঘ্রই চীনে তাদের ফ্ল্যাগশিপ Find X7 সিরিজের স্মার্টফোনগুলি লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে এই লাইনআপে অন্তর্ভুক্ত Oppo Find X7 এবং Find X7 Pro সম্পর্কে প্রযুক্তি মহলে গুঞ্জন শোনা যাচ্ছে। এগুলি চলতি বছরের শুরুতে আত্মপ্রকাশ করা Find X6 মডেলের উত্তরসূরি হিসেবে আসতে চলেছে। সম্প্রতি Find X7 Pro-এর একটি লাইভ শট সামনে এসেছিল, যা ডিজাইন সম্পর্কে আভাস দেয়। আর এখন, ডিভাইসটিকে আবারও লাইভ ইমেজে দেখা গেছে, যা এর ফ্রন্ট এবং ব্যাক উভয় প্যানেলকে স্পষ্টভাবে প্রদর্শন করেছে। আসুন কি কি নতুন তথ্য উঠে এল এই ছবি থেকে, জেনে নেওয়া যাক।

Oppo Find X7 Pro-এর লাইভ ইমেজ

ওপ্পো ফাইন্ড এক্স৭ প্রো-এর নতুন ফাঁস হওয়া লাইভ ইমেজটি ফোনের রিয়ার প্যানেলে অবস্থিত বাইরের দিকে উঠে থাকা বিশাল অষ্টভুজাকৃতির ক্যামেরা আইল্যান্ডটি প্রদর্শন করেছে, যা আগেও ফাঁস হওয়া লাইভ শটে দেখা গিয়েছিল। তবে লেটেস্ট ছবিটি আগের তুলনায় আরও ভালোভাবে মডিউলটিকে দেখিয়েছে। এটিতে ডুয়েল পেরিস্কোপ লেন্স থাকবে বলে শোনা যাচ্ছে। যদি এটি সত্যিই সত্য হয়, তবে ওপ্পো ফাইন্ড এক্স৭ প্রো হবে বিশ্বের প্রথম স্মার্টফোন, যা দুটি পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা সহ আসবে। ক্যামেরা মডিউলটিতে আরও দুটি সেন্সর এবং আরেকটি অজানা ইউনিট থাকবে। আর এলইডি ফ্ল্যাশটি ওপরের বাম কোণে বাইরের দিকে অবস্থান করবে।

অন্যদিকে, ওপ্পো ফাইন্ড এক্স৭ প্রো-এর সামনে থাকা কার্ভড ডিসপ্লেটিকে পাঞ্চ-হোল কাটআউট সহ দেখা হয়েছে। এতে একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে। আর পাওয়ার এবং ভলিউম রকার বাটন ডিভাইসের ডানদিকে অবস্থান করবে। তবে মনে রাখা উচিত, যেহেতু ফাইন্ড এক্স৭ সিরিজের লঞ্চের এখনও কয়েক সপ্তাহ বাকি, তাই স্মার্টফোনের চূড়ান্ত ডিজাইনে পরিবর্তন হওয়ার সম্ভাবনা এখনও রয়েছে।

জানিয়ে রাখি, Oppo Find X7 Pro Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর সহ আসবে। এর ক্যামেরা সেটআপের চারটি ক্যামেরাই ৫০ মেগাপিক্সেলের বলে মনে করা হচ্ছে, কিন্তু সেন্সরের আকার ভিন্ন হতে পারে। Oppo Find X7 সিরিজ ইতিমধ্যেই অ্যাপল (Apple) এবং হুয়াওয়ে (Huawei)-এর মতো লিডিং স্মার্টফোন ব্র্যান্ডের পদাঙ্ক অনুসরণ করে স্যাটেলাইট কানেক্টিভিটি ফিচারের সাথে আসবে বলে নিশ্চিত করা হয়েছে।