Himalayan 450 থেকে Shotgun 650, ছয়টি ধামাকাদার মোটরবাইক আনছে রয়্যাল এনফিল্ড

আগামী কয়েক মাসের মধ্যেই বেশ কিছু নতুন বাইক লঞ্চ করার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে ফেলছে Royal Enfield। এমনকি বেশ কিছু নতুন মডেলের টেস্টিং করার ছবিও ভাইরাল হয়েছে। যেমন Himalayan 450। আগামীতে লঞ্চ হতে চলা বাইকগুলির মধ্যে যেমন J সিরিজের ৩৫০ সিসি মডেল দেখতে পাওয়া যাবে তেমনই থাকবে ৬৫০ সিসির কিছু বাইক। উপরন্তু তাদের জনপ্রিয় অ্যাডভেঞ্চার বাইক হিমালয়ান আসছে আরও শক্তিশালী ইঞ্জিন নিয়ে। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক আগামী ক’মাসের মধ্যে রয়্যাল এনফিল্ডের কোন বাইকগুলি লঞ্চ হবে।

নতুন Royal Enfield Bullet 350

১৯৪৮ সালে লঞ্চ হওয়ার পর থেকেই রয়্যাল এনফিল্ড বুলেট ৩৫০ এর চাহিদা আকাশ ছোঁয়া। এটি এখনও পর্যন্ত দীর্ঘদিন ধরে চলা একমাত্র বাইক। বর্তমানে ৩৫০ সিসির সবকটি মডেলের মধ্যে এই বাইকটিতে একমাত্র পুরনো ইঞ্জিন দেখতে পাওয়া যায়। তাই অন্যান্য মডেলের মতো এবার এতেও নতুন J সিরিজের ইঞ্জিন ব্যবহার করতে চলেছে রয়্যাল এনফিল্ড। কিছুদিন আগেই বাইকটিকে টেস্টিং করতে দেখা গিয়েছে। এর থেকে স্পষ্ট অতি শীঘ্রই বাজারে আসতে চলেছে J সিরিজের ইঞ্জিন সমৃদ্ধ নতুন প্রজন্মের বুলেট ৩৫০।

Himalayan 450

নিজেদের একমাত্র অ্যাডভেঞ্চার বাইক হিমালয়ানের ক্ষেত্রেও বর্তমানের ৪১১ সিসির ইঞ্জিন এর বদলে লিকুইড কুলিং প্রযুক্তি যুক্ত ৪৫০ সিসির মডেল লঞ্চ করতে চলেছে রয়্যাল এনফিল্ড। বর্তমান মডেলটির ইঞ্জিনের সক্ষমতা নিয়ে গ্রাহকদের নানা অভিযোগ থাকার জন্যই আপডেটেড ভার্সনে শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করতে চাইছে তারা। তাছাড়া হিমালয়ান ৪৫০ আগের মতোই অফ-রোডে চলার সমস্ত গুণাগুণ নিয়েই আসতে চলেছে। সামনে ২১ ইঞ্চি ও পিছনে ১৮ ইঞ্চির স্পোক যুক্ত চাকার সাথেই এবারে ইউএসডি ফ্রন্ট ফর্ক এবং পিছনে মনোশক সাসপেনশন দেওয়া হবে।

Himalayan 450 (Roadstar)

হিমালয়ান ৪৫০ সিরিজের মধ্যেই আরো একটি রোডস্টার বাইক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে রয়্যাল এনফিল্ড। আগের বাইকটিতে ব্যবহৃত একই ধরনের লিকুইড কুল্ড ইঞ্জিন এবং সামনের দিকে টেলিস্কোপিক ফর্ক এক্ষেত্রেও ব্যবহার করা হবে। তাছাড়াও একটানা লম্বা সিট দেওয়া হবে এতে, হিমালয়ান ৪৫০ এর তুলনায় যার উচ্চতা খানিকটা কম হবে বলে জানা গিয়েছে। সাথে থাকবে অ্যালয় হুইল। তবে ফুয়েল ট্যাংক থাকবে অপরিবর্তিত। দাম এবং অন্যান্য বৈশিষ্ট্যের দিক থেকে হিমালয়ান ৪৫০ (অ্যাডভেঞ্চার) এর তুলনায় খানিকটা নিচেই থাকবে এটি।

Royal Enfield 650 Scrambler

নিজেদের ৬৫০ সিসির পোর্টফলিওকে ঢেলে সাজাতে একাধিক নতুন মডেল লঞ্চ করতে চলেছে রয়্যাল এনফিল্ড। এদের মধ্যে একটি হলো ৬৫০ সিসি স্ক্র্যাম্বলার বাইক। রাস্তায় টেস্টিং করার সময় এই বাইকটির ধরা পড়া ছবিতে এর ডুয়েল এগজস্ট পাইপ এবং তার সঙ্গে বড় আকারের মাফলারের ডিজাইন দেখতে পাওয়া গেছে। এমন ডিজাইন সংস্থার ৬৫০ সিসির মডেলে প্রথম। বাইকটির সামনের দিকে ১৯ ইঞ্চির চাকা থাকলেও পেছনের দিকে ১৭/১৮ ইঞ্চির স্পোকযুক্ত চাকা দেওয়া হয়েছে। সাসপেনশনের জন্য সামনে ইউএসডি ফর্ক এবং পিছনে টুইন হাইড্রোলিক শক অ্যাবজর্ভার বিদ্যমান।

Royal Enfield Shotgun 650

সুপার মিটিয়র ৬৫০ এর পথ অনুসরণ করেই আগামী দিনে আসতে চলেছে শটগান ৬৫০। দুটি বাইকের মধ্যেই প্রায় একই ধরনের বৈশিষ্ট্য থাকলেও বাইক চালানোর পজিশন দুটির ক্ষেত্রে ভিন্ন। সুপার মিটিয়র ৬৫০ এর ক্ষেত্রে পায়ের অবস্থান খানিকটা সামনের দিকেk এবং হ্যান্ডেলবার কিছুটা পিছনের দিকে থাকায় সোফায় বসার মত ভঙ্গিতে এই বাইকটি চালাতে হয়। অন্যদিকে শটগান ৬৫০ এর ফুটপেগ ঠিক মাঝখানে থাকায় এবং হ্যান্ডেলবার তুলনামূলক ছোট হওয়ায় এটি চালানোর সময় একদম সোজা হয়ে বসার প্রয়োজন হয়। তাছাড়াও সুপার মিটিয়র এর ডিজাইন চিরাচরিত ক্রুজার বাইক এর মত এবং এতে ক্রোমের কাজ যুক্ত টুইন এগজস্ট পাইপ ব্যবহার করা হয়েছে। সেদিক থেকে বিচার করলে শটগান ৬৫০ এর বেশিরভাগ জায়গাতেই কালো রঙের অস্তিত্ব নজরে আসে এবং এর ডুয়েল এগজস্ট পাইপ কিছুটা উপরে অবস্থিত। সাথে রয়েছে খাজ কাটা ফেল্ডার।

Royal Enfield Continental GT 650 (ফেয়ারিং যুক্ত)

রয়্যাল এনফিল্ড কন্টিনেন্টাল জিটি ৬৫০ এর ফুল ফেয়ার্ড মডেল নিয়ে সাম্প্রতিক কালে বিস্তর আলোচনা হয়েছে। এর রেট্রো স্টাইলের ডিজাইন আপামর বাইকপ্রেমীদের যথেষ্ট আকর্ষিত করেছে। যদিও আনুষ্ঠানিকভাবে এইরুপ মডেলটি এখনো পর্যন্ত লঞ্চ করা হয়নি। ইতিমধ্যেই ছোট ফেয়ারিং সহ বাইকটির টেস্টিংয়ের ছবি অদূর ভবিষ্যতে লঞ্চ হওয়ার ইঙ্গিত মেলে। সামনের দিকে ছোট ফেয়ারিং দেখতে পাওয়া গেলেও ফুলফেয়ারিং লাগানোর জন্য পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে এতে। তবে এর মধ্যেই রয়্যাল এনফিল্ড কন্টিনেন্টাল জিটির একটি সেমিফেয়ারিং যুক্ত ভার্সন লঞ্চ করতে চলেছে। যার নামকরণ হবে- GT-R 650।