Bajaj এর বিক্রি দ্বিগুণ, Hero ফের শীর্ষে, দেশের টু-হুইলার মার্কেটের হালহকিকত জেনে নিন

২০২৩-২৪ অর্থবর্ষের প্রথম মাস অর্থাৎ এপ্রিলে ভারতের বাজারে ব্যবসাকারী বিভিন্ন টু-হুইলার নির্মাতা তাদের বিক্রির পরিসংখ্যান প্রকাশ করল। Hero MotoCorp ও Royal Enfield-এর মতো মোট ছয়টি সর্বাধিক বিক্রিত সংস্থার বিক্রির হাল হকিকত নিয়ে এই প্রতিবেদনে আলোচনা করা হল।

Hero MotoCorp

বরাবরের মতো তালিকার প্রথম স্থানটি প্রতিপক্ষদের থেকে ছিনিয়ে নিয়েছে হিরো মোটোকর্প। গত মাসে সংস্থাটি মোট ৩,৮৬,১৮৪ নতুন ক্রেতার মুখ দেখেছে। তুলনাস্বরূপ এ বছর মার্চের বেচাকেনার পরিমাণ ৫,০২,৭৩০ ইউনিট থাকায় গত মাসে বিক্রিতে ২৩.১৮% শতাংশ পতন লক্ষ্য করা গেছে। এমনকি আগের বছর এপ্রিলে ৩,৯৮,৪৯০ ইউনিট টু-হুইলার বিক্রি হওয়ায় গত মাসে বেচাকেনা ৩% সংকুচিত হয়েছে।

এদিকে সম্প্রতি Hatley-Davidson-এর এন্ট্রি-লেভেল বাইকের ছবি প্রকাশ্যে এসেছে। যেটি হিরোর সাথে যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে। আবার হিরো তাদের নতুন দুটি মডেল ভারতে লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। গত মাসে সংস্থাটি মোট ৯,৯২৩ ইউনিট টু-হুইলার রপ্তানি করেছে।

Honda Motorcycle & Scooter India

গত মাসে ৩,৩৮,২৮৯ ইউনিট মোটরসাইকেল ও স্কুটার বিক্রির ফলে দেশের দ্বিতীয় বৃহত্তম দু’চাকা গাড়ি সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করেছে হোন্ডা। যদিও এ বছর মার্চে (১,৯৭,৫১২) তাদের বেচাকেনা অনেকটাই কমে গেছিল। তবে এপ্রিলে বিক্রি বাড়িয়ে পুরনো ফর্মে ফিরে এসেছে জাপানি সংস্থাটি। আবার আগের বছর এপ্রিলের চাইতে এবারে বিক্রি ৬ শতাংশ বাড়তে দেখা গেছে। আগের মাসে হোন্ডা মোট ৩৬,৪৫৮ ইউনিট টু-হুইলার বিদেশের বাজারে সরবরাহ করেছে।

TVS Motor Company

গত মাসে ভারতের টিভিএস মোট ২,৩২,৯৫৬ নতুন ক্রেতার হাতে টু-হুইলারের চাবি তুলে দিয়েছে। মার্চ, ২০২৩-এ তাদের বেচাকেনা হয়েছিল ২,৪০,৭৮০ ইউনিট। কিন্তু আগের বছর এপ্রিলে ১,৮০,৫৫৩ ইউনিট বাইক ও স্কুটার বিক্রির ফলে এবারে ২৯ শতাংশ উত্থানের সাক্ষী থেকেছে টিভিএস। সম্প্রতি সংস্থাটি তাদের Raider 125-এর সিঙ্গেল সিট সহ এন্ট্রি লেভেল মডেলটি লঞ্চ করেছে।

Bajaj Auto

বাজাজ গত মাসে মোট ১,৮১,৮২৮ জন নতুন ক্রেতার হাতে টু-হুইলারের চাবি তুলে দিতে পেরেছে। যেখানে এ বছর মার্চে তাদের বিক্রি হয়েছিল ১,৫২,২৮৭ ইউনিট। এদিকে আগের বছর এপ্রিলের (৯৩,২৩৩) চাইতে গত মাসে সংস্থাটি প্রায় দ্বিগুণের কাছাকাছি টু-হুইলার বিক্রি করেছে। ফলে এবারের বেচাকানায় ৯৫ শতাংশ অগ্রগতি দেখা গেছে। এপ্রিলের সংস্থার রপ্তানির সংখ্যা ছিল ১,০৬,১৫৭ ইউনিট।

Royal Enfield

এপ্রিল মাসে মোট ৬৮,৮৮১ নতুন ক্রেতা ভারতের বিখ্যাত রেট্রো বাইক নির্মাতা রয়্যাল এনফিল্ডের বাইক বাড়ি নিয়ে এসেছেন। যেখানে এই বছর মার্চে বিক্রি হয়েছিল ৫৯,৮৮৪ ইউনিট। ফলে এপ্রিলে বেচাকেনায় ১৫ শতাংশ বৃদ্ধি ঘটেছে। আবার ২০২২-এর ওই সময়ে বিক্রির সংখ্যা ৫৩,৮৫২ থাকায় এবারে ২৭.৯% উত্থান ঘটেছে। আগের মাসে এদের রপ্তানি হয়েছে ৪,২৫৫ ইউনিট মোটরসাইকেল।

Suzuki

তালিকার সর্বশেষ স্থানে রয়েছে সুজুকি। আগের মাসের সংস্থাটি মোট ৬৭,২৫৯ ইউনিট বাইক ও স্কুটার বেচতে পেরেছে। যেখানে এবছর মার্চে বিক্রি হয়েছিল ৫৪,৩২৭ ইউনিট। আবার আগের বছর এপ্রিলে ৭৩,০৬৯ ইউনিট টু-হুইলার বিক্রি হওয়ায় এবারের বেচাকেনা ৭.৯ শতাংশ পতন প্রত্যক্ষ করা গেছে। আগের মাসের সুজুকি ২১,৪৭২ ইউনিট দু’চাকার গাড়ি বিদেশে রপ্তানি করেছে।