Tork Kratos: এক চার্জেই 120 কিমি মাইলেজ, দেশের অন্যতম সেরা ইলেকট্রিক বাইকের দামে পরিবর্তন

ফেম-২ প্রকল্পে ভর্তুকি কাটছাঁটের পর দেশের প্রায় সকল ইলেকট্রিক টু-হুইলার কোম্পানিই নিজেদের বিভিন্ন মডেলের দাম বৃদ্ধি ঘোষণা করেছে। সেই পথে অগ্রসর হয়ে এবার পুণের টর্ক মোটরস (Tork Motors) তাদের বৈদ্যুতিক মোটরসাইকেল Kratos R-এর দাম বাড়ালো। ১৯,০০০ টাকা বৃদ্ধি পেয়ে বর্তমানে ১.৮৭ লাখ টাকায় (এক্স-শোরুম মূল্য) কেনা যাবে ই-বাইকটি।

Tork Kratos R ইলেকট্রিক বাইকের দাম বৃদ্ধি পেল

ফেম-২ প্রকল্প অনুযায়ী বর্তমানে ইলেকট্রিক টু-হুইলারের প্রতি কিলোওয়াট ব্যাটারিতে সর্বাধিক ১০,০০০ টাকা ভর্তুকি দেওয়া হবে। আগে যা ছিল ১৫,০০০ টাকা। আবার কারখানায় নির্মাণ মূল্যের উপর আগে যেখানে সর্বোচ্চ ৪০ শতাংশ ছাড় দেওয়া হতো, বর্তমানে তা কমিয়ে করা হয়েছে ১৫ শতাংশ। অর্থাৎ Tork Kratos R-এ যেখানে ৬০,০০০ টাকা সাবসিডি মিলতো, সঙ্কোচনের পর এখন তা হয়েছে ২২,৫০০ টাকা।

Tork Kratos R : ব্যাটারি, রেঞ্জ ও মোটর

Tork Kratos R-এ আছে একটি অ্যাক্সিয়াল ফ্লাক্স পিএমএস মোটর, যা থেকে ১২ বিএইচপি শক্তি এবং ৩৮ এনএম টর্ক পাওয়া যায়। ১০৫ ঘন্টার সর্বোচ্চ গতিবেগ যুক্ত মোটরসাইকেলটি ০-৪০ কিমি/ঘন্টার গতি ৩.৫ সেকেন্ডে তুলতে পারে। ফুল চার্জ থাকলে ইকো মোডে বাইকটি ১২০ কিলোমিটার পথ চলতে সক্ষম। সিটি এবং স্পোর্টস মোডে রেঞ্জ যথাক্রমে ১০০ কিমি ও ৭০ কিমি। ফাস্ট চার্জিংয়ের সুবিধা থাকায় এক ঘন্টায় ব্যাটারি ৮০% চার্জ হয়ে যায়।

এদিকে Tork Kratos R-কে টক্কর দিতে হালে বাজারে এসেছে দেশের প্রথম গিয়ারযুক্ত ইলেকট্রিক বাইক Matter Aera। চলতি মাসে যার দামও ৩০,০০০ টাকা বাড়ানো হয়েছে। বর্তমানে Matter Aera-এর 5000+ ভ্যারিয়েন্টটি কিনতে খরচ পড়ে ১.৮৪ লক্ষ টাকা (এক্স-শোরুম)। ভারতে এখনও এটির ডেলিভারি শুরু হয়নি।