এমন সুযোগ বার বার আসবে না, রাতারাতি এই গাড়ির দাম 3.5 লাখ টাকা কমল

মূল্যবৃদ্ধির এই দুনিয়ায় এ যেন উলটপুরান! যেখানে বিশ্বের সমস্ত কিছুর দাম বাড়ছে প্রতিনিয়ত সেখানে আচমকা দাম কমলো এই জিনিসের। জাপানের স্বনামধন্য গাড়ি নির্মাতা টয়োটা (Toyota)…

মূল্যবৃদ্ধির এই দুনিয়ায় এ যেন উলটপুরান! যেখানে বিশ্বের সমস্ত কিছুর দাম বাড়ছে প্রতিনিয়ত সেখানে আচমকা দাম কমলো এই জিনিসের। জাপানের স্বনামধন্য গাড়ি নির্মাতা টয়োটা (Toyota) শেষ এক বছর ধরে ভারতের বাজারে তাদের পাঁচ সিট যুক্ত লাইফস্টাইল ভেহিকেল Hilux এর নতুন করে অর্ডার নেওয়া বন্ধ রেখেছিল টয়োটা। তবে এক বছর পর গাড়িটির বেস ভার্সনের মূল্য ৩.৬০ লাখ টাকা কমানোর কথা ঘোষণা করল তারা। আর তার সাথেই নতুন করে আবারও গাড়িটির বুকিং গ্রহণ করবে এই সংস্থা।

যদিও Hilux এর সবচেয়ে দামি মডেলটি কিনতে এবার থেকে ১.৩৫ লাখ টাকা অতিরিক্ত খরচ করতে হবে গ্রাহককে। Toyota Hilux এই লাইফস্টাইল ভেহিকেলে রয়েছে মোট তিনটি ভ্যারিয়েন্ট। এরমধ্যে ম্যানুয়াল ট্রান্সমিশন যুক্ত স্ট্যান্ডার্ড ভার্সনটির দাম ৩.৫৯ লাখ টাকা কমিয়ে বর্তমানে হয়েছে ৩০.৪০ লাখ টাকা।

এর ঠিক পরেই রয়েছে High MT এবং High AT। এই দুটি মডেলের দাম বৃদ্ধির পথে হেটেছে টয়োটা। এর মধ্যে প্রথমটির দাম ১.৩৫ লাখ টাকা বেড়ে হয়েছে ৩৭.১৫ লাখ টাকা। আর টপ মডেলটির (High AT) জন্য আপনাকে ১.১০ লাখ টাকা অতিরিক্ত গ্যাটের কড়ি খসাতে হবে। এটির নতুন দাম ৩৭.৯০ লাখ টাকা। উপরের সবকটি মূল্যই দিল্লির এক্স শোরুম মূল্য হিসেবে লেখা।

Toyota Hilux: ইঞ্জিন এবং গিয়ার বক্স

টয়োটার এই পিক আপ ট্রাকটিকে চলার রসদ জোগানোর জন্য ২.৮ লিটারের চার সিলিন্ডার যুক্ত টার্বো চার্জড ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ইঞ্জিনটির ম্যানুয়াল ট্রান্সমিশন যুক্ত সংস্করণের থেকে উৎপাদিত পাওয়ার এবং টর্ক আউটপুট যথাক্রমে ২০১ বিএইচপি এবং ৪২০ এনএম। যদিও অটোমেটিক ভ্যারিয়েন্টে এই টর্ক বেড়ে হয় ৫০ এনএম। ফোর হুইল ড্রাইভ প্রযুক্তিযুক্ত এই গাড়িতে সিক্স স্পিড ম্যানুয়াল এবং সিক্স স্পিড টর্ক কনভার্টার অটোমেটিক ট্রান্সমিশন সিস্টেম উপলব্ধ রয়েছে।

Toyota Hilux: ফিচার এবং সুরক্ষা ব্যবস্থা

বৈশিষ্ট্যের কথা বলতে গেলে Toyota Hilux গাড়িটিতে সর্বত্রই এলইডি লাইটের ব্যবহার করা হয়েছে। এছাড়াও এতে ৮ ইঞ্চির টাচ স্ক্রিন যুক্ত ইনফটেনমেন্ট সিস্টেম, অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপেল কার প্লে এর সংযুক্তিকরণ, ছয়টি স্পিকার সবকিছুই পাবেন আপনি। যাত্রীদের সুরক্ষার্থে আছে সাতটি এয়ার ব্যাগ। এর পাশাপাশি সেফটি ফিচার হিসাবে EBD সহ ABS, ভেইকেল স্টেবিলিটি কন্ট্রোল, হিল অ্যাসিস্ট কন্ট্রোল দেওয়া হয়েছে। ৩ বছর অথবা ১ লক্ষ কিমি পর্যন্ত স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি প্রদান করছে সংস্থা।