Toyota Urban Cruiser Hyryder: সেরা মাইলেজ, সঙ্গে স্টাইলিং লুকস, ভারতে টয়োটা আর্বান ক্রুজার হাইরাইডার SUV লঞ্চ হল

জাপানি বহুজাতিক গাড়ি নির্মাতা টয়োটা (Toyota) আজ অপেক্ষার অবসান ঘটিড়ে তাদের Urban Cruiser Hyryder এসইউভিটি আনুষ্ঠানিক...
SUMAN 9 Sept 2022 8:03 PM IST

জাপানি বহুজাতিক গাড়ি নির্মাতা টয়োটা (Toyota) আজ অপেক্ষার অবসান ঘটিড়ে তাদের Urban Cruiser Hyryder এসইউভিটি আনুষ্ঠানিক ভাবে লঞ্চ করে মূল্য ঘোষণা করল। গাড়িটি মোট চারটি ট্রিমে বেছে নেওয়া যাবে – E, S, G এবং V। দাম ১৫.১১ লাখ টাকা থেকে শুরু করে ১৮.৯৯ লাখ টাকা (এক্স-শোরুম)। মাইল্ড হাইব্রিড E ভ্যারিয়েন্টের দর ১৭.০৯ লক্ষ টাকা। অন্যদিকে S, G এবং V স্ট্রং হাইব্রিড মডেল দাম যথাক্রমে ১৫.১১ লক্ষ, ১৭.৪৯ লক্ষ ও ১৮.৯৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য হয়েছে। Toyota Urban Cruiser Hyryder-এর বাকি মাইল্ড হাইব্রিড মডেলগুলি পরবর্তীতে প্রকাশ হবে বলে সংস্থা সূত্রে জানানো হয়েছে।

২৫,০০০ টাকা টোকেন মূল্যে বুকিং চলছে গাড়িটির। এতে ৩ বছর অথবা ১,০০,০০০ কিলোমিটারের (যেটি আগে হবে) ওয়ারেন্টি অফার করছে কোম্পানি। তবে সেটি ৫ বছর অথবা ২,২০,০০০ কিলোমিটার পর্যন্ত বাড়ানো যাবে। অন্যদিকে স্ট্রং হাইব্রিড মডেলে উপলব্ধ ৮ বছর অথবা ১,৬০,০০০ কিলোমিটারের (যেটি আগে হবে) ওয়ারেন্টি। স্ট্রং হাইব্রিড Toyota Hyryder গাড়িতে ১.৫ লিটার TNGA Atkinson Cycle ইঞ্জিনের (৯২ বিএইচপি/১২২ এনএম) সাথে সংযুক্ত ইলেকট্রিক মোটর (৭৯ বিএইচপি/১৪১ এনএম)। এদের সম্মিলিত আউটপুট ১১৪ বিএইচপি।

স্ট্রং হাইব্রিড ভার্সনে e-CVT গিয়ারবক্স রয়েছে। ১৭৭.৬ ভোল্ট লিথিয়াম আয়ন ব্যাটারি সমেত মডেলটির মাইলেজ ২৭.৯৭ কিমি/লিটার। অন্যদিকে মিল্ড হাইব্রিড Toyota Hyryder-এ মারুতি সুজুকির১.৫ লিটার K15C ইঞ্জিন দেওয়া হয়েছে। যার আউটপুট ১০৩ বিএইচপি এবং ১৩৭ এনএম টর্ক। এটি দু ধরনের গিয়ার বক্স বিকল্পে বেছে নেওয়া যাবে – ৫-স্পিড ম্যানুয়াল এবং ৬-স্পিড টর্ক কনভার্টার অটোমেটিক। ম্যানুয়াল ভ্যারিয়েন্টটি অল হুইল ড্রাইভ (AWD) সিস্টেম সহ উপলব্ধ। যেটি আবার টপ-এন্ড V ট্রিমেও অফার করা হয়েছে।

টয়োটা তাদের নতুন এসইউভি হাইব্রিড মডেলে ফিচার্সের বন্যা বইয়ে দিয়েছে। যেমন ৯ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট, গুগল এবং সিরি সাপোর্টেড ভয়েস অ্যাসিস্ট, কানেক্টেড কার টেক, আর্কামিস সাউন্ড সিস্টেম, একটি ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ওয়্যারলেস চার্জিং, হেড আপ ডিসপ্লে, লেদারেট সিট, লেদারেট স্টিয়ারিং হুইল, প্যানোরামিক সানরুফ, আমরেন্ট ইন্টেরিয়ার লাইটিং, ড্রাইভ মোড, টায়ার প্রেসার মনিটরিং, একাধিক এয়ারব্যাগ, হিল ডিসেন্ট কন্ট্রোল, প্রভৃতি।

Toyota Urban Cruiser Hyryder ৯টি রঙের বিকল্প সহ কেনা যাবে – ক্যাফে হোয়াইট, গেমিং গ্রে, এনটিসিং সিলভার, স্পোর্টিং রেড, মিডনাইট ব্ল্যাক, কেভ ব্ল্যাক, স্পিডি ব্লু, ব্ল্যাক সহ স্পোর্টিং রেড, ব্ল্যাক সহ এনটিসিং সিলভার, ব্ল্যাক সহ ক্যাফে হোয়াইট এবং ব্ল্যাক সহ স্পিডি ব্লু।

Show Full Article
Next Story