পরিবেশ দূষণ কমাতে দেশের হাতে নতুন অস্ত্র, ফুল চার্জে 300 কিমি যাবে এই ইলেকট্রিক লরি

ভারতকে পরিবেশবান্ধব করে তুলতে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়ানোয় জোর দেওয়া হচ্ছে৷ দু'চাকা, তিন চাকা, চার চাকার মতো সকর...
SUMAN 21 March 2023 8:21 PM IST

ভারতকে পরিবেশবান্ধব করে তুলতে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বাড়ানোয় জোর দেওয়া হচ্ছে৷ দু'চাকা, তিন চাকা, চার চাকার মতো সকর প্রকার গাড়ি বিভাগে ব্যাটারি চালিত মডেলের জনপ্রিয়তা বাড়লেও, লম্বা দূরতে পাড়ি দিতে সক্ষম তেমন ইলেকট্রিক ট্রাকের আবির্ভাব ঘটেনি৷ তবে এবার ভারতের অন্যতম ক্লিন মোবিলিটি স্টার্টআপ ট্রাইটন ইলেকট্রিক ভেহিকেল ইন্ডিয়া (Triton Electric Vehicle India) দেশীয় প্রযুক্তিতে তৈরি ৪৫ টন ক্ষমতার একটি বৈদ্যুতিক লরি সামনে আনল।

সংস্থার উন্মোচিত পরিবেশবান্ধব এই বিশালাকৃতি ট্রাকটি দেশীয় প্রযুক্তিতে নির্মিত প্রথম মডেল বলে দাবি করেছে ট্রাইটন ইলেকট্রিক। এটি সংস্থার গুজরাতের খেরার গবেষণা এবং উন্নয়ন কেন্দ্রে রাখা আছে। ট্রাইটনের দাবি, এই ইলেকট্রিক ট্রাকের ওজন বহনের ক্ষমতা ৪৫ টন এবং সম্পূর্ণ চার্জ থাকলে এটি ৩০০ কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম।

নতুন ট্রাক সম্পর্কে Triton Electric-এর বক্তব্য

নতুন ট্রাকটির সম্পর্কে ট্রাইটন ইলেকট্রিক ভেহিকেলের প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং ডিরেক্টর হিমাংশু প্যাটেল বলেন, “এটি তৈরির সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা হয়েছিল – সহজ ব্যবহার্য, আরামদায়ক ড্রাইভিং, বর্ধিত নিরাপত্তা, উন্নত কার্যক্ষমতা এবং স্টাইল।” সংস্থাটি জানায়, তাদের এই গবেষণা এবং উন্নয়ন কেন্দ্রের মাধ্যমে সমগ্র বিশ্বে স্মার্ট মোবিলিটি ক্ষেত্রে নেতৃত্ব প্রদান করাই তাদের লক্ষ্য।

ট্রাইটন ইলেকট্রিকের দাবি, বর্তমানে তারা পরিবেশবান্ধব একাধিক তিন চাকার বৈদ্যুতিক গাড়ির উপর কাজ করছে। এছাড়াও সেই তালিকায় রয়েছে, সামরিক ক্ষেত্রে ব্যবহৃত ট্রাক, ইলেকট্রিক ট্রাক, হাইড্রোজেন বাস এবং হাইড্রোজেন স্কুটার। এই সবগুলিই তাদের গুজরাতের কারখানায় তৈরি হবে। যা ১.৫ লক্ষ বর্গফুট অঞ্চল জুড়ে অবস্থিত বলে জানায় ট্রাইটন।

Show Full Article
Next Story