Triumph Bonneville T120 Elvis Presley Limited Edition Unveiled Limited To 925 Units

Triumph Elvis Presley: কালজয়ী শিল্পীর স্মরণে চোখধাঁধানো বাইক আনল ট্রায়াম্ফ

বিংশ শতাব্দীতে মার্কিন যুক্তরাষ্ট্রের গান-বাজনা ও অভিনয়ের জগতে একজন উজ্জ্বল নক্ষত্র হিসেবে উঠে এসেছিলেন এলভিস প্রেসলি (Elvis Presley)। নিজের কালজয়ী প্রতিভা দিয়ে গোটা পাশ্চাত্যের আপামর জনগণকে মাতিয়ে রেখেছিলেন। তাঁর জনপ্রিয়তা এতটাই বেশি ছিল যে, তাঁকে “কিং অফ রক অ্যান্ড রোল” আখ্যায়িত করা হয়েছিল। তাঁকে স্মরণ করে ২০২৪ সালে এসে ট্রায়াম্ফ (Triumph) একটি স্পেশাল এডিশন মোটরসাইকেল নিয়ে এসেছে। যার নাম Triumph Bonneville T120 Elvis Presley। ব্রিটেনের কোম্পানিটি তাদের এই বাইকের মাত্র ৯২৫টি মডেল বিক্রি করবে। স্ট্যান্ডার্ড মডেলের তুলনায় স্পেশাল এডিশনের ডিজাইনে সামান্য হেরফের ঘটানো হয়েছে।

Triumph Bonneville T120 Elvis Presley

Triumph Bonneville T120 Elvis Presley-তে স্পেশাল রেড এবং সিলভার কালার স্কিম দ্বারা শোভিত করা হয়েছে। কোম্পানি জানিয়েছে, কালার স্কিমটি এলভিস প্রেসলি চ্যারিটেবেল ফাউন্ডেশনের জন্য তৈরি J Daar custom Bonneville-র থেকে অনুপ্রাণিত হয়ে নেওয়া হয়েছে। আবার বাইকটিতে প্রেসলির আইকনিক 68 Comeback Special পারফরম্যান্স থেকে স্টাইলিং নেওয়া হয়েছে।

এলভিস প্রেসলি এডিশন বোঝাতে Bonneville T120-র প্রতিটি মডেল গোল্ড ডিস্ক সহ আলাদা নম্বর দেওয়া হচ্ছে। যা খাঁটি প্রমাণ করতে ট্রায়াম্ফ মোটরসাইকেলসের তরফে স্বাক্ষরিত একটি শংসাপত্র দেওয়া হবে। সবচেয়ে বড় কথা মিউজিক পছন্দ করেন এমন ক্রেতাদের জন্য বাইকটি আদর্শ বলা যায়।

শক্তির উৎস হিসেবে স্ট্যান্ডার্ড মডেলের মতোই Triumph Bonneville T120 Elvis Presley এডিশন ১,২০০ সিসি, প্যারালাল টুইন ইঞ্জিনের সঙ্গে এসেছে, যা থেকে ৬৫৫০ আরপিএম গতিতে সর্বোচ্চ ৭৮.৯ বিএইচপি ক্ষমতা এবং ৩৫০০ আরপিএম গতিতে ১০৫ এনএম টর্ক উৎপন্ন হবে। এতে থাকছে টিউবুলার স্টিলের টুইন-ক্র্যাডেল ফ্রেম। সামনে ৪১ মিমি ফর্ক এবং পেছনে টুইন শক অ্যাবজর্বার ব্যবহার করা হয়েছে। ব্রেকিংয়ের জন্য ডুয়েল চ্যানেল এবিএস সহ ৩১০ মিমি ফ্রন্ট ও ২৫৫ মিমি রিয়ার ডিস্ক মিলবে। ভারতের বাজারে এটি লঞ্চ হবে না বলেই মনে করা হচ্ছে।