গল্প নয় সত্যি! আগস্টেও ট্রায়াম্ফের সবচেয়ে সস্তা দুই বাইকে মিলবে ১০ হাজার টাকা ছাড়

আগস্টের প্রথম দিনেই সুখবর শোনাল ট্রায়াম্ফ। ব্রিটেনের এই আইকনিক ব্র্যান্ডটি তাদের সবচেয়ে সস্তা দুই বাইকে ছাড়ের মেয়াদ বাড়িয়েছে। স্পিড ৪০০ এবং স্ক্র্যাম্বলার ৪০০এক্স আগামী ৩১শে…

Triumph Speed 400 And Scrambler 400X Rs 10000 Discount Offer Extended Till 31 August

আগস্টের প্রথম দিনেই সুখবর শোনাল ট্রায়াম্ফ। ব্রিটেনের এই আইকনিক ব্র্যান্ডটি তাদের সবচেয়ে সস্তা দুই বাইকে ছাড়ের মেয়াদ বাড়িয়েছে। স্পিড ৪০০ এবং স্ক্র্যাম্বলার ৪০০এক্স আগামী ৩১শে আগস্ট পর্যন্ত ১০,০০০ হাজার টাকা ছাড়ে কেনা যাবে বলে ঘোষণা করা হয়েছে। অফারটি ৩১শে জুলাই পর্যন্ত বৈধ ছিল। কিন্তু ক্রেতাদের থেকে ইতিবাচক সাড়া পাওয়ার ফলে অফার ভ্যালিডিটি বাড়ানো হয়েছে।

সস্তায় কেনা যাবে ট্রায়াম্ফের মোটরসাইকেল

প্রসঙ্গত, লঞ্চের ১ বছরের মধ্য বিশ্বজুড়ে স্পিড ৪০০ এবং স্ক্র্যাম্বলার ৪০০এক্স’র বিক্রি ৫০ হাজারের সীমা স্পর্শ করার আনন্দে অ্যানিভার্সারি অফার চালু করেছিল ট্রায়াম্ফ। গোটা জুলাই মাস জুড়ে বাইক দু’টির এক্স-শোরুম প্রাইসে ১০,০০০ টাকার ডিসকাউন্ট মিলছিল। ভাল চাহিদা দেখে ছাড়ের মেয়াদ আরও এক বাড়িয়েছে কোম্পানি। ফলে আগস্টেও ট্রায়াম্ফ স্পিড ৪০০ এবং ট্রায়াম্ফ স্ক্র্যাম্বলার ৪০০এক্স যথাক্রমে ২.২৪ লক্ষ ও ২.৫৪ লক্ষ টাকায় কেনা যাবে।

জানিয়ে রাখি, বাজাজ অটোর সঙ্গে জুটি বেঁধে ভারতে ব্যবসা করছে ট্রায়াম্ফ। সম্প্রতি ভারতে তাদের ১০০তম ডিলারশিপ উদ্বোধন হয়েছে। এক বছর আগে সংস্থাটির ৯টি শহরে মাত্র ১৫টি শোরুম ছিল৷ বর্তমানে বাজাজের সৌজন্যে ৭৫টি শহরে উপস্থিতি তাদের। এই এক বছরের মধ্যেই এই অসাধ্য সাধন হয়েছে। ট্রায়াম্ফের একশোতম শোরুম দেরাদুনে চালু হয়েছে।

স্পেসিফিকেশনের কথা বললে, এই দুই বাইক ৩৯৮ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন দ্বারা পরিচালিত। এটি থেকে ৮,০০০ আরপিএমে ৪০ বিএইচপি ক্ষমতা ও ৬,৫০০ আরপিএমে ৩৮ এনএম টর্ক উৎপন্ন হয়। বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে সিক্স স্পিড গিয়ারবক্স, ফুল এলইডি লাইটিং, সেমি ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, রাইড-বাই-ওয়্যার থ্রটেল, ইউএসবি চার্জিং পোর্ট, ডুয়েল চ্যানেল এবিএস প্রভৃতি।