triumph street triple r rs get more affordable by up to rs 48000 in india

এমন সুযোগ আর আসবে না! একলাফে বাইকের দাম 48000 টাকা কমাল Triumph

এই দুর্মূল্যের বাজারে বিভিন্ন জিনিসের দাম বেড়েই চলেছে। মূল্যবৃদ্ধির তালিকার শীর্ষস্থানে রয়েছে গাড়ি ও টু-হুইলার। কিন্তু এহেন সঙ্কটজনক পরিস্থিতিতে সম্পূর্ণ উল্টো পথে হেঁটে ভারতে তাদের কিছু বাইকের দাম কমানোর ঘোষণা করল ট্রায়াম্ফ (Triumph)। Street Triple R ও RS মডেল দু’টি যথাক্রমে ৪৮,০০০ টাকা ও ১২,০০০ টাকা সস্তা হয়েছে। ফলে Triumph Street Triple R ও RS-এর বর্তমান দাম যথাক্রমে ৯.৯৫ লাখ ও ১১.৯৫ লাখ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে।

Triumph Street Triple R ও RS-এর নতুন মূল্য ইতিমধ্যেই কার্যকর করা হয়েছে। দাম কমানো হলেও মোটরসাইকেল দুটির কারিগরিতে কোন পরিবর্তন ঘটানো হয়নি। Triumph Street Triple এর পিওর হোয়াইট ও সিলভার আইস কালার ৪৮,০০০ টাকা সস্তা হওয়ায় বর্তমানে মূল্য ৯.৯৫ লাখ থেকে শুরু হচ্ছে। যেখানে ম্যাট অরেঞ্জ ও ক্রিস্টাল হোয়াইট শেড ২২,০০০ টাকা সস্তা হওয়ায় নতুন দাম হয়েছে ১০.২১ লাখ টাকা।

অন্যদিকে, Triumph Street Triple RS-এর সিলভার আইস কালার ভ্যারিয়েন্টের দাম ১২,০০০ টাকা কমার কারণে এখন কিনতে খরচ পড়বে ১১.৯৫ লাখ টাকা। তবে ফ্যানটম ব্ল্যাক, কার্নিভাল রেড ও কসমিক ইয়েলো মডেল তিনটির দাম ১৪,০০০ টাকা বাড়ার কারণে মূল্য ১২.২১ লাখ টাকা থেকে শুরু হচ্ছে। উপরের প্রতিটি এক্স-শোরুম মূল্য অনুযায়ী।

Triumph Street Triple R ও RS ইঞ্জিন

Triumph Street Triple R ও RS-এ একই ইঞ্জিন ব্যবহার করা হয়। এটি হচ্ছে ৭৬৫ সিসি ইনলাইন, থ্রি সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন। দু’ধরনের টিউনিং সহ এটি অফার করা হয়। Triple R থেকে সর্বোচ্চ ১১৮.৪ বিএইচপি এবং ৮০ এনএম টর্ক উৎপন্ন হয়। যেখানে RS-এ আউটপুট ১২৮ বিএইচপি এবং ৮০ এনএম। উভয় মডেলেই উপস্থিত কুইক শিফ্টার সহ ৬-স্পিড গিয়ারবক্স।

Triumph Street Triple R ও RS স্পেসিফিকেশন

Triumph Street Triple R ও RS-এর মধ্যে একাধিক হার্ডওয়্যারের পার্থক্য রয়েছে। RS-এ যেখানে Showa Big Piston ইউএসডি ফর্ক এবং Ohlins মোনোশক রিয়ার সাসপেনশন দেওয়া হয়েছে, সেখানে Triple R-এ Showa Separate Function ফর্ক ও Showa রিয়ার মোনোশক বর্তমান। উভয় ফুল অ্যাডজাস্টেবল।

ব্রেকিংয়ের পারফরম্যান্স সামলাতে RS-এ উপস্থিত Brembo Stylema ক্যালিপার, আবার Street Triple R -এ দেওয়া হয়েছে Brembo M4.32 ক্যালিপার। আবার দুটি মডেলের টায়ার আলাদা। R-এ রয়েছে Continental ContiRoad রাবার, যেখানে RS-এ উপস্থিত হায়ার স্পেক Pirelli Supercorsa SP V3 টায়ার। আবার প্রথমটিতে এলসিডি ইউনিট রয়েছে, যেখানে দ্বিতীয় মডেলে আছে একটি টিএফটি ইন্সট্রুমেন্ট কনসোল।