Tvs Apache RTE Hits 200 kmph Speed in First TVS Electric Bike Racing Competition in India

TVS Electric Bike: গতির ডাবল সেঞ্চুরি! বাজারে আসার আগেই রেকর্ড টিভিএসের ইলেকট্রিক বাইকের

ইলেকট্রিক মোটরসাইকেলের পারফরম্যান্স নিয়ে যাদের সংশয় রয়েছে, তাঁদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ভারতের প্রথম সারির টু হুইলার নির্মাতা টিভিএস মোটর কোম্পানি (TVS Motor Company)। ব্যাটারির উপর নির্ভর করে তৈরি TVS Apache RTE (Racing Throttle Electric) সম্প্রতি রেসিং ট্র্যাকে যোগ্য জবাব দিয়েছে। টিভিএস রেসিং ইলেকট্রিক ওয়ান মেক চ্যাম্পিয়নশিপ বা e-OMC-এর প্রথম রাউন্ডে সংস্থার প্রথম ইলেকট্রিক রেসিং বাইকটি প্রতি ঘন্টায় ২০০ কিলোমিটার গতিবেগ তুলে তাক লাগিয়ে দিয়েছে।

ভারতে TVS-এর প্রথম Electric Bike রেসে রেকর্ড

জানিয়ে রাখি, ই-ওএমসি হচ্ছে ওএমসি বা ওয়ান মেক চ্যাম্পিয়নশিপের ইলেকট্রিক ভার্সন। প্রতি বছর এই রেসিং প্রতিযোগিতায় পেট্রোল চালিত TVS Apache RTR 200 4V অংশগ্রহণ করে। কিন্তু এবারে মূলত TVS Apache RTE-এর সামর্থ্য প্রদর্শনের উদ্দেশ্যে ই-ওএমসি-এর আয়োজন করেছে সংস্থা। চলুন এই ইলেকট্রিক রেসিং বাইকটির সম্পর্কে জেনে নেওয়া যাক।

TVS Apache RTE
Tvs Electric Bike: গতির ডাবল সেঞ্চুরি! বাজারে আসার আগেই রেকর্ড টিভিএসের ইলেকট্রিক বাইকের

TVS Apache RTE-তে উপস্থিত উচ্চ ক্ষমতার লিকুইড কুল্ড মোটর এবং অত্যাধুনিক রসায়ন যুক্ত ব্যাটারি প্যাক। এতে শক্তি ও ওজনের অনুপাত সুন্দরভাবে বজায় রাখা হয়েছে। রেস ভিত্তিক অ্যালগোরিদম সহ কাস্টম ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম বাইকটির দুর্দান্ত পারফরম্যান্স ও সুরক্ষা নিশ্চিত করে। এই বাইক নির্মাণের ক্ষেত্রে টিভিএস এক চুল খামতি রাখেনি।

TVS Apache RTE-তে দেওয়া হয়েছে সিঙ্গেল রিডাকশন চেইন কভার, বিস্পোক Ohlins সাসপেনশন, ৩২০ মিমি ফ্রন্ট ডিস্ক সহ ব্রেম্বো ব্রেকিং সিস্টেম, এবং কার্বন ফাইবার হুইলের সাথে পিরেলি সুপার কোর্সা টায়ার। এরোডায়নামিক কার্বন ফাইবার ফেয়ারিং ড্র্যাগ কমাতে সহায়তা করেছে। বাতাসের বাধা কাটিয়ে ঝড়ের গতিতে ছুটতে এটিরও অবদান রয়েছে।

ই-ওএমসি এর উদ্বোধনী সিজনে মোট আট জন দক্ষ রাইডারকে বেছে নেওয়া হয়েছিল। তারা রেসিং ট্র্যাকে TVS Apache RTE-র সর্বোচ্চ সক্ষমতা প্রদর্শন করতে সহায়তা করেছেন। ফার্স্ট রাউন্ডে সার্থক ছেভান প্রথম স্থান অর্জন করেছেন। দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেছেন যথাক্রমে চিরান্ত ভি ও অলউইন সুন্দর। প্রত্যেকেই স্পিডোমিটারে ডাবল সেঞ্চুরি পার করেছেন।