TVS Apache RTR 310: আগুন ছুটবে রাস্তায়! 6 সেপ্টেম্বর বাজার তোলপাড় করতে লঞ্চ হবে 310 সিসির নয়া অ্যাপাচি

টিভিএস মোটর কোম্পানি (TVS Motor Company) বিগত কয়েক মাস ধরে ৩০০ সিসির নতুন মোটরসাইকেল লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। যার নাম – TVS Apache RTR 310। জানা গেছে, এটি ৬ সেপ্টেম্বর, ‌২০২৩-এ ভারতের বাজারে হাজির করা হবে। স্ট্রিট ফাইটার গোত্রের এই মোটরসাইকেলটি তার সহোদর Apache RR 310-এর সমান প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে আসবে। এ কারণে দুটি মডেলের মধ্যে বেশ কিছু মিল নজরে পড়তে পারে।

TVS Apache RTR 310 ৬ সেপ্টেম্বর লঞ্চ হচ্ছে

TVS Apache RTR 310-কে ইতিমধ্যেই ভারতের রাস্তায় একাধিকবার টেস্টিং চালাতে দেখা গিয়েছে। দুর্ধর্ষ আগ্রাসী ডিজাইনের বাইকটিতে থাকছে ডুয়েল চ্যানেল এবিএস, একাধিক রাইডিং মোড এবং অ্যাডজাস্টেবল সাসপেনশন সেটআপ। এটি Apache RR 310-এর মতোই একটি ৩১২ সিসি, রিভার্স ইনক্লাইন্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনে ছুটবে। যা থেকে ৩৩.৫ এইচপি শক্তি এবং ২৭.৩ এনএম টর্ক পাওয়া যাবে।

TVS Apache RTR 310 বাইকটি এদেশের বাজারে উপস্থিত কয়েকটি জনপ্রিয় মডেল যেমন KTM 390 Duke, Triumph Speed 400 ও BMW G 310 R-এর সাথে সম্মুখ সমরে নামবে। লঞ্চের পর প্রতিপক্ষদের সাথে এটি লড়াইতে কতটা টিকে থাকতে পারে, এখন তাই দেখার। এটি টিভিএস-এর ভাগ্য পরিবর্তনকারী মডেল হিসেবে আত্মপ্রকাশ করতে পারে।

TVS Apache RTR 310-এর দাম কেমন পড়বে?

TVS Apache RTR 310-এর আনুমানিক মূল্য হতে পারে ২.৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এতে অত্যাধুনিক ফিচার, শক্তিশালী ইঞ্জিন এবং আগ্রাসী ডিজাইন অফার করা হয়েছে। অনুমান করা হচ্ছে, এটি স্ট্রিটফাইটার বাইকপ্রেমীদের রাতের ঘুম কেড়ে নেবে। ৬ সেপ্টেম্বর লঞ্চের পরই এ বিষয়ে নিশ্চিতভাবে বলা সম্ভব।