লুকস থেকে ইঞ্জিন, কী কী চমক নতুন TVS Apache বাইকে? লঞ্চের আগেই জেনে রাখুন

টিভিএস মোটর কোম্পানি (TVS Motor Company) আগামী ৬ সেপ্টেম্বর যে একটি নতুন মোটরসাইকেল আনছে, সে কথা আগেই জানানো হয়েছে। যার নাম – TVS Apache RTR…

টিভিএস মোটর কোম্পানি (TVS Motor Company) আগামী ৬ সেপ্টেম্বর যে একটি নতুন মোটরসাইকেল আনছে, সে কথা আগেই জানানো হয়েছে। যার নাম – TVS Apache RTR 310। লঞ্চের আগে এবারে ফ্ল্যাগশিপ স্ট্রিটফাইটার মডেলটির একটি টিজার প্রকাশ করে লঞ্চের দিনটি নিশ্চিত করল সংস্থা। আবার টিজার থেকে Apache RTR 310-এর ডিজাইন এবং ইঞ্জিন স্পেসিফিকেশন সম্পর্কে ধারণা পাওয়া গিয়েছে। চলুন, তা দেখে নেওয়া যাক।

TVS Apache RTR 310 : ডিজাইন

নেকেড রোডস্টার Apache RTR 310, ২০১৪ অটো এক্সপো-তে প্রদর্শিত Draken-X21-এর কনসেপ্ট ভার্সন থেকে বেশ কিছু ডিজাইন ধার করেছে। এতে রয়েছে বৃহত্তর পেশীবহুল ট্যাঙ্ক এবং নজরে পড়ার মতো এক্সটেনশন। পেছনের ডিজাইনের সাথে আবার Husqvarna Vitpilen 250-এর মিল পাওয়া যায়। স্থায়ী ছবিতে দেখা গিয়েছে? মোটরসাইকেলটির পেছনে থাকছে টুইন ভার্টিকাল এলইডি লাইট, গ্র্যাবরেল এবং স্প্লিট সিট।

TVS Apache RTR 310 : ইঞ্জিন স্পেসিফিকেশন

Apache RTR 310 এগিয়ে চলার জন্য RR 310-এর ইঞ্জিন সমেত হাজির হবে। এটি একটি ৩২১ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড মোটর। যা BMW Motorrad-ও নিজেদের বাইকে ব্যবহার করে। এটি থেকে সর্বোচ্চ ৩৩.৫ বিএইচপি শক্তি এবং ২৭.৩ এনএম টর্ক উৎপন্ন হয়।

অনুমান করা হচ্ছে, Apache RTR 310-এ একাধিক রাইডিং মুড অফার করা হবে। এদিকে RR 310-এ স্পোর্ট, রেইন ও আরবান রাইডিং মোড উপলব্ধ। আবার RTR 310-এ থাকছে ডুয়েল চ্যানেল এবিএস, স্লিপার ক্লাচ এবং থ্রটেল বাই ওয়্যার। তবে স্পাই ছবিতে এটি RR 310-এর মতো অল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার সমেত হাজির হবে কিনা তা বোঝা যায়নি। RR 310-এর দাম ২.৭২ লাখ টাকা। তাই বলা যায় RTR 310-এর মূল্য ২.৫ লাখ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হতে পারে।