TVS নতুন টায়ার লঞ্চ করল, এবড়ো-খেবড়ো রাস্তাতেও এবার বাইক দৌড়বে বিক্রমের সাথে

মোটরসাইকেলের কার্যক্ষমতার সাথে সামঞ্জস্য রেখে তাতে টায়ার দেওয়া হয়। বলাই বাহুল্য, কমিউটার বাইকের তুলনায় অ্যাডভেঞ্চার ট্যুরিং অথবা সুপারবাইকে আরও উন্নত এবং অধিক আঘাত সহনশীল টায়ার দেওয়া হয়ে থাকে। এমনই টু-হুইলারের জন্য দেশের বাজারে নতুন টায়ার লঞ্চ করল টিভিএস ইউরোগ্রিপ (TVS Eurogrip)। সংস্থাটি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন এবং চেন্নাই সুপার কিংস-এর বর্তমান অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি সহ সিএসকে-র অন্যান্য খেলোয়াড়দের উপস্থিতিতে নতুন রেঞ্জের টায়ার লঞ্চ করেছে।

টায়ার লঞ্চের অনুষ্ঠানে টিভিএস শ্রীচক্র লিমিটেডের এভিপি পি মাধবন (সেলস অ্যান্ড মার্কেটিং) বলেন, “অ্যাডভেঞ্চার ট্যুরিং এবং সুপারবাইকের টায়ারের লঞ্চ, আমাদের কাছে একটি বড় মাইলফলক। এর ফলে আমাদের পণ্যের রেঞ্জের বৃদ্ধি ঘটেছে। আমরা আমাদের ব্যবসায়িক অংশীদার এবং সিএসকে তারকাদের উপস্থিতিতে লঞ্চ করতে পেরে আনন্দিত।”

মাধবান যোগ করেন, “এই উচ্চ ক্ষমতার পণ্য ইউরোপে ডিজাইন করা হয়েছে। যেগুলি ভারতীয় আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিতে সক্ষম। এর মধ্যে অনেক পণ্য ইতিমধ্যেই আন্তর্জাতিক বাজারে লঞ্চ হয়েছে। যেগুলি প্রতি গ্রাহকদের ইতিবাচক সাড়া মিলেছে। তাই এগুলি ভারতের বাজারে আনতে পেরে আমরা ভীষণ আনন্দ অনুভব করছি।”

TVS এর নতুন টায়ারগুলির খুঁটিনাটি

রোডহাউন্ড

এই জিরো ডিগ্রি স্টিল বেল্টেড রেডিয়াল টায়ার সুপারবাইকে ভালো গ্রিপ, হ্যান্ডলিং এবং মাইলেজ অফার করবে। রোডহাউন্ড উচ্চগতিতে চলার জন্য আদর্শ। এটি ভেজা রাস্তাতেও ভালো গ্রিপ এবং স্থিতিশীলতা দিতে সক্ষম।

ডুরাট্রেইল ইবি+ প্যাটার্ন

এই অ্যালাইন ব্লক-টাইপ ডিজাইন সমতল মসৃণ অথবা এবড়োখেবড়ো উভয় প্রকার রাস্তাতে চলার উপযুক্ত। এটি ভালো ভারসাম্য এবং মাইলেজ প্রদান করে। আবার কেন্দ্র থেকে দুপাশে চওড়া হওয়ার ফলে তাড়াতাড়ি জল ঝরিয়ে ফেলে।

টেরাবাইট ডিবি+

এই দৃঢ় টায়ার অফ-রোডিংয়ের জন্য তৈরি করা হয়েছে। এর বৃহত্তর ব্লক অতিরিক্ত গ্রিপ অফার করে। এছাড়া এর গভীর ট্রেড দীর্ঘ আয়ু পেতে সহায়তা করে।