নতুন ইঞ্জিনের সাথে এল Hero XPulse 200, জেনে নিন দাম

সুপ্রিম কোর্টের নির্দেশে ১ এপ্রিল ২০২০ থেকে বিএস৪ গাড়ির আর রেজিস্ট্রেশন হবেনা। এই কারণে প্রতিটি কোম্পানি তাদের গাড়ির বিএস৬ ভ্যারিয়েন্ট লঞ্চ করছে। এবার হিরো মোটোকর্পও তাদের Hero XPulse 200 বাইককে BS6 ইঞ্জিনের সাথে ভারতে লঞ্চ করলো। বিএস৬ হিরো এক্স পালস ২০০ এর এক্সশোরুমে দাম ১,১১,৭৯০ টাকা। দামের দিক থেকে বিএস৪ মডেলের তুলনায় বিএস৬ মডেলের দাম ৫,০০০ টাকা বেশি।

বিএস৬ হিরো এক্স পালস ২০০ তে ফুয়েল ইনজেক্টেড সিস্টেমের সাথে ১৯৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার দেওয়া হয়েছে। এই ইঞ্জিন ৮,৫০০ আরপিএম এ ১৭.৮ বিএইচপি পাওয়ার ও ৬,৫০০ আরপিএম এ ১৬.৪৫ এনএম টার্ক জেনারেট করতে পারে। বিএস৪ মডেল নতুন ইঞ্জিনের তুলনায় ০.৩ বিএইচপি পাওয়ার ও ০.৬৫ এনএম টার্ক কম জেনারেট করতো।

নতুন ইঞ্জিনের সাথে আসা Hero XPulse 200 এর লুক আগের মতই রাখা হয়েছে। এছাড়াও, বাইকের ফিচারেও কোনও পরিবর্তন করা হয়নি। হিরো মোটর সাইকেলের সামনে চাকা ২১ ইঞ্চির এবং পিছনের চাকা ১৮-ইঞ্চির। এটি সিঙ্গেল চ্যানেল এবিএস সহ এসেছে। বাইকটির সামনে টেলিস্কোপিক ফোর্কস এবং পিছনের অংশে মনোশক সাসপেনশন রয়েছে।

ফিচারের কথা বললে এতে রয়েছে ডিজিটাল স্পিডোমিটার, এলইডি হেডল্যাম্প এবং এলইডি টেলল্যাম্প সহ ব্লুটুথ সংযোগ এবং টার্ন-বাই-টার্ন নেভিগেশন সিস্টেম। বাইকটিতে ইঞ্জিন স্যাম্প গার্ড, নকল গার্ড এবং হাই-মাউন্টযুক্ত এগজাস্ট দেওয়া হয়েছে। BS6 Hero XPulse 200 বাইকটি প্যান্থার ব্ল্যাক, হোয়াইট, ম্যাট গ্রে, স্পোর্টস রেড এবং ম্যাট গ্রিন সহ ৫ টি রঙের বিকল্পে পাওয়া যাবে।