স্বাধীনতা দিবসের আগে চমৎপ্রদ স্কুটার লঞ্চ করল TVS, পেট্রল ছাড়াই চলবে 100 কিমি
দেশজুড়ে এই মুহূর্তে চলছে ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি। এই আবহে দিনটিকে স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ নিল TVS।...দেশজুড়ে এই মুহূর্তে চলছে ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি। এই আবহে দিনটিকে স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ নিল TVS। সংস্থাটি তাদের iQube ইলেকট্রিক স্কুটারের Celebration এডিশন লঞ্চ করেছে। এটি আইকিউবের ৩.৪ কিলোওয়াট আওয়ার ও S ভার্সনে পাওয়া যাবে। স্পেশাল এডিশন এই স্কুটারের কেবলমাত্র ১০০০ ইউনিট তৈরি করেছে টিভিএস। রেগুলার ভার্সনের দামে পাওয়া যাবে এটি। আগামীকাল থেকে TVS iQube Celebration স্কুটির বুকিং শুরু হবে।
TVS iQube Celebration Edition: বিশেষত্ব
টিভিএস আইকিউব সেলিব্রেশন এডিশনের ডিজাইন, স্পেসিফিকেশনে কোনও পরিবর্তন হয়নি। শুধু কসমেটিক আপডেট দেখতে পাওয়া যাবে। এতে অরেঞ্জ ও ব্ল্যাকের স্পেশাল ডুয়াল টোন কালার স্কিম দেওয়া হয়েছে। ফ্রন্ট অ্যাপ্রন, সাইড প্যানেলের উপরের অংশ, মিরর, পিলিয়ন গ্রাব রেলে কমল রং রয়েছে। আর বাকি অংশগুলোতে জেট ব্ল্যাক কালার। একটি 'সেলিব্রেশন এডিশন' ব্যাজ স্কুটারটি যে এক্সক্লুসিভ তার ইঙ্গিত দেয়।
ব্যাটারি, রেঞ্জ ও স্পিড
TVS iQube Celebration এডিশনে ৩ কিলোওয়াট ক্ষমতার ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যার সর্বোচ্চ আউটপুট ৫.৯ বিএইচপি। আইকিউব ৩.৪ কিলোওয়াট আওয়ার ও এস ভ্যারিয়েন্ট ঘন্টা প্রতি ৭৮ কিলোমিটার গতিবেগ তুলতে সক্ষম। ব্যাটারির রেঞ্জ সমান। দুই ইলেকট্রিক স্কুটার ফুল চার্জে ১০০ কিলোমিটার রেঞ্জের প্রতিশ্রুতি দেয়। ৬৫০ ওয়াট চার্জারের মাধ্যমে ব্যাটারি ৪ ঘন্টার মধ্যে শূন্য থেকে একশো শতাংশে চার্জ হয়ে যাবে।
দাম
লিমিটেড এডিশন হলেও, দাম একটাকাও বাড়ায়নি সংস্থা। টিভিএস আইকিউব ৩.৪ কিলোওয়াট সেলিব্রেশন এডিশনের দাম ১.১৯ লক্ষ টাকা। অন্যদিকে, এস সেলিব্রেশন কিনতে খরচ হবে ১.২৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। মনে রাখবেন, এগুলো এক্স-শোরুম প্রাইস। স্পেশাল এডিশন মডেল হওয়ার কারণে ফার্স্ট-কাম, ফার্স্ট-সার্ভ বেসিসে বিক্রি করবে সংস্থা।