TVS iQube ST: TVS-এর নতুন স্কুটারের ডেলিভারি শুরু হল, এই তারিখের আগে বুক করলে 10,000 টাকা ডিসকাউন্ট

দীর্ঘদিনের প্রতীক্ষার পর অবশেষে ভারতে TVS iQube ST-এর ডেলিভারি আরম্ভ হল। এটি iQube ইলেকট্রিক স্কুটার লাইনআপের সবচেয়ে অত্যাধুনিক মডেল। দেশের মধ্যে মহারাষ্ট্রে সর্বপ্রথম ডেলিভারি শুরু…

দীর্ঘদিনের প্রতীক্ষার পর অবশেষে ভারতে TVS iQube ST-এর ডেলিভারি আরম্ভ হল। এটি iQube ইলেকট্রিক স্কুটার লাইনআপের সবচেয়ে অত্যাধুনিক মডেল। দেশের মধ্যে মহারাষ্ট্রে সর্বপ্রথম ডেলিভারি শুরু করার কথা ঘোষণা করেছে টিভিএস মোটর কোম্পানি (TVS Motor Company)। তবে ধীরে ধীরে গোটা দেশেই ডেলিভারি চালু করা হবে।

TVS iQube ST ইলেকট্রিক স্কুটারের ডেলিভারি চালু হল

জানিয়ে রাখি, TVS iQube ST বর্তমানে দুই ভ্যারিয়েন্টে উপলব্ধ। এগুলির ব্যাটারির সক্ষমতাও ভিন্ন। যথা ৩.৪ কিলোওয়াট আওয়ার এবং ৫.১ কিলোওয়াট আওয়ার। মডেল দুটির দাম যথাক্রমে ১.৫৬ লাখ ও ১.৮৬ লাখ টাকা (এক্স-শোরুম) রাখা হয়েছে। জানিয়ে রাখি, দ্বিতীয় মডেলটি দেশের মধ্যে বৃহত্তম ব্যাটারি প্যাক যুক্ত ইলেকট্রিক স্কুটার।

অন্যদিকে, ২০২২-এর ১৫ জুলাইয়ের পূর্বে যে সমস্ত ক্রেতারা TVS iQube ST বুক করেছিলেন, তাঁদের ১০,০০০ টাকার লয়ালটি বোনাস দেওয়া হচ্ছে। উভয় ভ্যারিয়েন্টর ক্ষেত্রেই এই অফার। ৫.১ কিলোওয়াট আওয়ার ব্যাটারি মডেলটির বাস্তবিক রেঞ্জ ১৫০ কিলোমিটার এবং ৩.৪ কিলোওয়াট আওয়ার মডেলটি ফুল চার্জে ১০০ কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম বলে দাবি করা হয়েছে। প্রতি ঘন্টায় টপ স্পিড যথাক্রমে ৮২ কিলোমিটার ও ৭৮ কিলোমিটার।

TVS iQube ST দুই ব্যাটারি মডেলেই দেওয়া হয়েছে একটি ৯৫০ ওয়াট ফাস্ট চার্জার। এছাড়া রয়েছে ৩২ লিটার আন্ডার সিট স্টোরেজ। গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ব্লুটুথ চালিত ৭-ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে, ১১৮-র বেশি কানেক্টেড ফিচার্স, টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম, ডিজিটাল ডকুমেন্ট স্টোরেজ ফাংশন, ভয়েস অ্যাসিস্ট্যান্স। কপার ব্রোঞ্জ ম্যাট, কোরাল স্যান্ড স্যাটিন, টাইটেনিয়াম গ্রে ম্যাট এবং স্টারলাইট ব্লু কালার অপশনে বেছে নেওয়া যাবে এটি।