ইলেকট্রিক স্কুটার বিক্রিতে Bajaj, Hero-দের পিছনে ফেলে TVS এর জয়যাত্রা অব্যাহত

জুন শুরু হতেই বিভিন্ন অটোমোবাইল কোম্পানি একে একে আগের মাস অর্থাৎ মে’এর বেচাকেনার পরিসংখ্যান প্রকাশ করছে। এবারে যেমন টিভিএস মোটর (TVS Motor) তাদের বিক্রির হিসাব নিকাশ সামনে আনলো। গত মাসে তাদের মোট ৩,৩০,৬০৯ ইউনিট যানবাহন বিক্রি হয়েছে। যেখানে এক বছর আগে ওই সময়ে বিক্রি হয়েছিল ৩,০২,৯৮২ ইউনিট। ফলে এবারে বিক্রিতে ৯% আধিক্য দেখা গেছে।

TVS মে’এর বিক্রির হালহকিকত প্রকাশ করল

এ বছর মে’তে টিভিএস ৩,১৯,২৯৫টি মোটরসাইকেল ও স্কুটার বিক্রি করেছে। যেখানে ২০২২-এর ওই সময়ে বিক্রি হয়েছিল ২,৮৭,০৫৮ ইউনিট। ফলে টু-হুইলারের বেচাকেনা ১১% বেড়েছে। সংস্থার একমাত্র বৈদ্যুতিক স্কুটার iQube-এর চাহিদা বেশ ঊর্দ্ধমুখী বলেই জানিয়েছে টিভিএস। গত মাসে তাদের ১,৬২,২৪৮টি মোটরসাইকেল বিক্রি হয়েছে। ২০২২-এর মে’তে সংখ্যাটি ১,৪৮,৫৬০ ইউনিট থাকায় এবারে ৯% বিক্রিতে বৃদ্ধি ঘটেছে।

আর মে’তে সংস্থার মোট ১,০৩,২০৩ ইউনিট স্কুটার নতুন ক্রেতার গ্যারেজে ঠাঁই পেয়েছে। স্কুটারের ক্ষেত্রে অবশ্য বিক্রিতে মাত্র ৩ শতাংশ অগ্রগতি লক্ষ্য করা যায়। বৈদ্যুতিক স্কুটারের ক্ষেত্রেও আশানুরূপ বিক্রির কথা জানিয়েছে টিভিএস। গত সে iQube এর ১৭,৯৫৩টি মডেল ক্রেতার নতুন ঠিকানায় পাড়ি দিয়েছে। যেখানে ২০২২ এর মে’তে বিক্রির সংখ্যা ছিল ২,৬৩৭ ইউনিট। বর্তমানে ই-স্কুটারটির ৩০,০০০-এর বেশি বুকিং জমে রয়েছে বলে জানিয়েছে টিভিএস। বড় সংস্থাগুলির মধ্যে ইভি বিক্রিতে বাজাজ, হিরোকে পিছনে ফেলেছে তারা।

এছাড়া, গত মাসে টিভিএস ৭৬,৬০৭টি টু-হুইলার ও থ্রি-হুইলার রপ্তানি করেছে। যেখানে এক বছর আগে ওই মাসে রপ্তানির অঙ্ক ছিল ১,১০,২৪৫ ইউনিট। ফলে মে’তে পতন ঘটেছে ৩০.৫১ শতাংশ। অন্যদিকে, গত মাসে টু-হুইলার রপ্তানি হয়েছে ৬৬,৬০৫টি। ২০২২-এর মে’র তুলনায় সঙ্কোচনের হার ৩১%। সব শেষে তিন চাকার গাড়ির রপ্তানি ২০২২-এর মে’তে ১৫,৯২৪ থেকে কমে আগের মাসে ১১,৩১৪ ইউনিটে দাঁড়িয়েছে।