ম্যাচের স্কোর ও ফেসবুক আপডেট দেখা যায়, নেয় ভয়েস কমান্ডও, দেশে ফিচারে সেরা এই পাঁচ স্কুটার

একটা সময় স্কুটারের প্রযুক্তি ও ফিচার নিয়ে মানুষের মধ্যে যথেষ্ট ঔদাসীন্য ছিল। যে কারণে মোটরবাইক ব্যবহারকারীদের তুলনায় স্কুটারপ্রেমীর সংখ্যা ছিল নিতান্তই হাতে গোনা। কিন্তু শেষ কয়েক বছরে একের পর এক ফিচার সমৃদ্ধ আধুনিক প্রযুক্তির স্কুটার বাজারে আসায় সেই চিত্রের আমূল পরিবর্তন ঘটেছে। প্রত্যেক মাসের বিক্রির পরিসংখ্যান থেকে স্পষ্ট যে আজকের দিনে মোটরসাইকেলের দিকে না তাকিয়ে বহু সংখ্যক মানুষ স্কুটার কেনার দিকে ঝুঁকছেন। তরুণ প্রজন্মের কাছে আধুনিক স্কুটারের চাহিদা একটু বেশিই। এই প্রতিবেদনে ফিচারে পরিপূর্ণ দেশের পাঁচটি সেরা স্কুটারের সন্ধান রইল‌।

TVS Ntorq 125 XT

তালিকায় প্রথমেই টিভিএস-এর লেটেস্ট স্কুটার লঞ্চ Ntorq 125 XT। নানা ধরনের বৈশিষ্ট্য সমৃদ্ধ এই স্কুটার ১২৪.৮ সিসি এয়ার কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন দ্বারা পরিচালিত। যা থেকে সর্বোচ্চ ৯.২৫ বিএইচপি ক্ষমতা ও ১০.৫ এনএম টর্ক উৎপন্ন হয়। ভারতে এই মুহূর্তে যত স্কুটার রাস্তায় চলাচল করে, তাদের মধ্যে এটি সর্বাধিক ফিচার সমৃদ্ধ বললে খুব একটা ভুল হবে না।

অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে এতে রয়েছে টিএফটি ডিসপ্লে সহ ইন্সট্রুমেন্ট ক্লাস্টার যা টিভিএস SmartXonnect প্রযুক্তি সমর্থন করে। এর ফলে স্কুটারের কনসোলের সাথে ব্লুটুথ দিয়ে স্মার্টফোন যুক্ত করে তাতে ফুড ডেলিভারি অ্যাপে অর্ডারের ট্রাকিং-সহ সোশ্যাল মিডিয়া ও আবহাওয়ার আপডেট-সহ বিভিন্ন রকম নোটিফিকেশন দেখা যায়। তাছাড়াও এতে লাইভ স্কোর, ভয়েজ অ্যাসিস্ট্যান্ট এবং টার্ন- বাই -টার্ন নেভিগেশনের সুবিধা আছে  স্কুটারে সম্পূর্ণ এলইডি লাইট সিস্টেম, ভয়েস কমান্ড সাপোর্ট,  ইউএসবি চার্জিং পোর্ট ও বুট এলইডি লাইট দেওয়া রয়েছে। কলকাতায় এক্স-শোরুম দাম ১,১,৯৮৪ টাকা থেকে দাম শুরু।

Suzuki Avenis 125

TVS Ntorq -এর প্রতিদ্বন্দ্বী হিসাবে বাজারে রয়েছে আরও একট সর্বগুণ সম্পন্ন স্কুটার Suzuki Avenis 125‌। এতে ৮.৫ বিএইচপি ক্ষমতা ও ১০ এনএম টর্কযুক্ত ১২৪.৩ সিসির সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড ইঞ্জিন চালিকা শক্তি যোগায়। এই স্কুটারের সেরা  ফিচারগুলির মধ্যে আছে ফুল এলইডি লাইটিং সেট আপ, ইউএসবি পোর্ট যুক্ত ফ্রন্ট পকেট, ইঞ্জিন কিল সুইচ, সাইট স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ ও ব্লুটুথ সংযোগকারী ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। স্মার্টফোনের সাথে কানেক্ট করার পর কনসোলে এসএমএস এবং মিসড কল অ্যালার্ট, কলার আইডি, টার্ন- বাই- টার্ন নেভিগেশন, হোয়াটসঅ্যাপ এলার্ট, ফোনের ব্যাটারির স্ট্যাটাস ও স্পিড লিমিট দেখতে পাওয়া যায়। কলকাতায় দাম পড়বে ৯১,৪৬৩ টাকা (এক্স-শোরুম)।

Yamaha Fascino 125

১২৫ সিসি সেগমেন্টে আরও একটি জনপ্রিয় স্কুটার হল Yamaha Fascino 125 Hybrid। এই স্কুটারে রয়েছে ১২৫ সিসির এয়ার কুল্ড ইঞ্জিন, যার আউটপুট ৮.০৪ বিএইচপি এবং ১০.৩ এনএম। বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে স্মার্ট মোটর জেনারেটর, অটোমেটিক স্টার্ট – স্টপ সিস্টেম, এলইডি লাইট সেট আপ ও ব্লুটুথ কানেক্টাভিটি সহ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। কলকাতায় এক্স-শোরুম মূল্য ৭৮,৯৩০ টাকা।

Hero Destini 125 Xtec

হিরো মটোকর্প – এর Xtec সিরিজের  অন্যতম ফিচার লোডেড স্কুটার হল Destini 125। এয়ার কুল্ড ১২৪.৬ সিসির  ইঞ্জিন দ্বারা পরিচালিত এই স্কুটারের সর্বোচ্চ ক্ষমতা ৯ বিএইচপি ও টর্ক ১০.৪ এনএম। Destini 125 -এ রয়েছে এলইডি হেডলাইট, ইউএসবি চার্জিং পোর্ট ও ব্লুটুথ প্রযুক্তির সেমি ডিজিটাল ডিসপ্লে। স্মার্টফোনের সাথে কানেক্ট করলে স্ক্রিনেই এসএমএস ও ফোন অ্যালার্ট পাওয়া সম্ভব। দাম ৭১, ৯৯০ টাকা থেকে শুরু (এক্স শোরুম, কলকাতা)।

Hero Pleasure Plus Xtec

এই তালিকায় হিরোর দ্বিতীয় ও সর্বশেষ  স্কুটার হল Hero Pleasure Plus। দীর্ঘ বেশ কিছু বছর ধরে ভারতের রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে হিরো প্লেজার, তবে সম্প্রতি এতে বেশ কিছু বৈশিষ্ট্য যোগ করে Xtec ভার্সনে লঞ্চ করেছে সংস্থা। ১১০.৯ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যুক্ত স্কুটারটির এই শহরে এক্স শোরুম মূল্য ৭৫,১৬০ টাকা থেকে শুরু। ইঞ্জিনের সর্বাধিক ক্ষমতা ও টর্ক যথাক্রমে ৮ বিএইচপি ও ৮.৭০ এনএম। এর আকর্ষণীয় বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে- এলইডি হেডলাইট, সাইট স্ট্যান্ড ইন্ডিকেটর, বুট ল্যাম্প, ইউএসবি চার্জিং পোর্ট ও ব্লুটুথ কানেকশন সহ সেমি ডিজিটাল কনসোল। এর মাধ্যমে আপনি এসএমএস ও মিসডকল অ্যালার্ট এবং ফোনের ব্যাটারি লেভেল পর্যবেক্ষণ করতে পারবেন।

উল্লেখ্য, Honda Activa ভারতের সর্বোচ্চ বিক্রিত স্কুটার হলেও আধুনিক ফিচারহীন হওয়ার কারণে এই তালিকা থেকে বাদ দেওয়া হল। যদিও Activa-র ইঞ্জিন ও পারফরম্যান্স প্রশ্নাতীত।