TVS Offering RS 10000 Loyalty Bonus on iQube ST

গ্রাহকদের ভরসার দাম দিল TVS, স্কুটারে মিলছে 10,000 টাকা ছাড়, কারা পাবে

গ্রাহকদের দীর্ঘ অপেক্ষা ও ভরসার দাম দিল টিভিএস মোটর কোম্পানি (TVS Motor Company)। সংস্থাটি নতুন লঞ্চ করা ইলেকট্রিক স্কুটার, iQube ST মডেলে সম্প্রতি ১০,০০০ টাকা লয়ালটি বোনাস দেওয়ার কথা জানিয়েছে। ১৫ জুলাই, ২০২২-এর আগে যারা মডেলটি বুক করেছিলেন কেবলমাত্র তাঁদের জন্য এই বোনাস দেওয়া হচ্ছে। এখন প্রশ্ন উঠতে পারে, লঞ্চ এবং ডেলিভারি শুরু করতে এত দেরি হল কেন? এই প্রসঙ্গে কোম্পানির সাফাই, স্কুটারটির আত্মপ্রকাশের পর কেন্দ্রের ফেম টু প্রকল্পে ভর্তুকির পরিমাণ কমে যাওয়ার কারণে লঞ্চে বিলম্ব।

TVS iQube ST মডেলে মিলবে লয়ালটি বোনাস

মুম্বাইয়ের লঞ্চ ইভেন্ট থেকে টিভিএস জানিয়েছিল, তাদের iQube ST ভ্যারিয়েন্টটি ২০২২-এ ১৫,০০০-এর কাছাকাছি বুকিং পেয়েছিল। মজার বিষয়, বুকিংয়ের ৭০-৮০% এখনও ক্যানসেল করা হয়নি। এতদিন অপেক্ষার জন্য ক্রেতাদের সাধুবাদ জানাতে এই লয়ালটি বোনাস দেওয়া হচ্ছে। কোম্পানির দাবি, বর্তমানে বহু ক্রেতা iQube-এর এই ফ্ল্যাগশিপ মডেলটি কেনার আগ্রহ দেখাচ্ছেন।

TVS iQube ST দুটি ভ্যারিয়েন্টে বাজারে আনা হয়েছে। একটিতে রয়েছে ৩.৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি এবং অপরটিতে দেওয়া হয়েছে ৫.১ কিলোওয়াট আওয়ার ব্যাটারি। মডেল দুটির দাম যথাক্রমে ১.৫৬ লক্ষ ও ১.৮৬ লক্ষ টাকা (এক্স-শোরুম)। তবে যে সমস্ত গ্রাহক রয়্যালটি বোনাসের আওতাধীন তাদের জন্য মডেল দুটির দাম পড়বে যথাক্রমে ১.৪৬ লক্ষ ও ১.৭৬ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

TVS iQube ST-র ৩.৪ কিলোওয়াট আওয়ার এবং ৫.১ কিলোওয়াট আওয়ার ব্যাটারি মডেল দুটির রেঞ্জ যথাক্রমে ১০০ কিলোমিটার ও ১৫০ কিলোমিটার। ST হচ্ছে ভারতের অন্যতম সর্বাধিক ফিচার সমৃদ্ধ ব্যাটারি চালিত স্কুটার। এতে গুরুত্বপূর্ণ ফিচার্স হিসাবে উপস্থিত একটি ৭-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট ডিসপ্লে, ব্লুটুথ কানেক্টিভিটি এবং ১১৮-র বেশি কানেক্টেড ফিচার্স। এছাড়া রয়েছে ভার্চুয়াল ডকুমেন্ট স্টোরেজ ফাংশনালিটি, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম, বড়সড় ফুটবোর্ড এবং ৩২ লিটার আন্ডার সিট স্টোরেজ স্পেস।