হাতে আর মাত্র 13 দিন, নতুন স্কুটার লঞ্চের আগে টিজার দেখিয়ে উত্তেজনা বাড়াল TVS

টিভিএস মোটর কোম্পানি (TVS Motor Company) নতুন ইলেকট্রিক স্কুটার আনার তোড়জোড় কোমর বেঁধে শুরু করেছে। আগামী ২৩ আগস্ট সংস্থাটি দুবাইয়ের মাটিতে একটি নতুন মডেলের উপর…

টিভিএস মোটর কোম্পানি (TVS Motor Company) নতুন ইলেকট্রিক স্কুটার আনার তোড়জোড় কোমর বেঁধে শুরু করেছে। আগামী ২৩ আগস্ট সংস্থাটি দুবাইয়ের মাটিতে একটি নতুন মডেলের উপর থেকে পর্দা সরাবে বলে জানিয়েছে। অনুমান করা হচ্ছে, এটি ২০১৮ অটো এক্সপো-তে প্রদর্শিত সংস্থার Creon কনসেপ্ট মডেলের উপর ভিত্তি করে আসবে। ২৩ তারিখ নতুন লঞ্চ সংক্রান্ত একটি টিজার প্রকাশ করেছে সংস্থা। যেখানে আসন্ন পারফরম্যান্স মডেলটি বৈদ্যুতিক স্কুটারের দুনিয়ায় খেলা ঘুরিয়ে দিতে পারে বলে দাবি করা হয়েছে।

Creon-এর উপর ভিত্তি করে নতুন ইলেকট্রিক স্কুটার আনছে TVS

TVS Creon ভিত্তিক ইলেকট্রিক স্কুটারটি বিশ্ববাজারেও হাজির করা হবে বলে আশা করা হচ্ছে। ঠিক পুজোর সময় এটি বাজারে লঞ্চ করা হতে পারে। iQube-এর পর এটি সংস্থার দ্বিতীয় মডেল হিসেবে আসবে। এদিকে iQube যেখানে আইসিই ভার্সন Jupiter 110-এর মতো ফ্যামিলি স্কুটার, সেখানে আসন্ন মডেলটি একটি স্পোর্টি স্কুটার হবে বলে ধারণা। কারণ টিজারেও এটির ভার্টিক্যাল স্ট্যাক এলইডি হেডল্যাম্প ডিজাইন দেখানো হয়েছে। যা Creon-এর সাথে সামঞ্জস্যপূর্ণ।

TVS Creon-এর প্রোডাকশন ভার্সনে একটি ১১.৭৬ কিলোওয়াট ইলেকট্রিক মোটর দেওয়া হতে পারে। যা থেকে ১৫.৭ বিএইচপি শক্তি উৎপন্ন হবে। আবার ০-৬০ কিমি/ঘন্টার গতিবেগ ৫.১ সেকেন্ডে তুলতে সক্ষম হবে এটি। যদিও আসন্ন মডেলটির স্পেসিফিকেশন সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। এদিকে জল্পনা চলছে, এতে এ বছরের শুরুতে উন্মোচিত BMW Motorrad CE 02 কনসেপ্ট আরবান বাইকের মোটর ব্যবহার করা হতে পারে।

CE 02-তে রয়েছে একটি ১১ কিলোওয়াট বেল্ট ড্রাইভ মোটর। যা প্রতি ঘন্টায় ৯০ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ তুলতে সক্ষম। সম্পূর্ণ চার্জে ৯০ কিলোমিটার পথ ছুটতে পারবে বলে দাবি করা হয়েছে। এটি টিভিএস-এর সাথে যৌথ উদ্যোগে নির্মাণ করেছে বিএমডব্লিউ। যাই হোক, ২৩ আগস্ট উন্মোচনের পরই স্কুটারটির প্রসঙ্গে বিস্তারিতভাবে বলা সম্ভব।