লঞ্চের আগেই Royal Enfield Himalayan 450 ধরা দিল ক্যামেরায়, ফিচার্সের খুঁটিনাটি প্রকাশ্যে

ভারতের রাস্তায় ফের একবার টেস্টিং চলাকালীন Royal Enfield Himalayan 450-এর দর্শন পাওয়া গেল। KTM 390 Adventure-এর প্রতিপক্ষ মোটরসাইকেলটি ২০২৩-এ চেন্নাইয়ের সংস্থার সর্বাধিক প্রত্যাশিত মডেল। এর আগে একাধিকবার বাইকটির ট্রায়াল চালাতে দেখা গেলেও, এবারের ফাঁস হওয়া ছবিতে Himalayan 450-এর ডিজাইন সম্পর্কে নতুন তথ্য সামনে এসেছে। আসুন তা জেনে নেওয়া যাক।

Royal Enfield Himalayan 450 ডিজাইন

এর আগের স্পাই ছবিতে বাইকটির সাইড প্যানেল এবং সম্মুখের চিত্র উঠে এলেও, এবারে অ্যাডভেঞ্চার ট্যুরার বাইকটির উপরের থেকে তোলা ছবি সামনে এসেছে। ছবিতে বাইকটির বৃহত্তর এবং নকশা আঁকা ফুয়েল ট্যাঙ্কের দেখা মিলেছে। এছাড়া রয়েছে চওড়া ও স্প্লিট সিট, একটি দীর্ঘ হ্যান্ডেলবার, রাগেড মাউন্টিং প্লেট (টপ-বক্স লাগানোর জন্য)। এক কথায় অফ-রোডিং এবং দীর্ঘ পথ রাইডিংয়ের উপযুক্ত ফিচার এবং ডিজাইনে বাইকটিতে ফুটিয়ে তোলা হয়েছে।

এছাড়া ফাঁস হওয়া ছবিতে দেখা গেছে রয়্যাল এনফিল্ড হিমালয়ান ৪৫০-এ উপস্থিত অ্যাঙ্গুলার উইন্ডস্ক্রিন, টিএফটি এলসিডি রিড আউট, এবং মেটাল ফ্রেম। আবার ব্লুটুথ কানেক্টিভিটি এবং ট্রিপার নেভিগেশন অপশন ছাড়াও নতুন ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টারে রয়েছে আরও বেশকিছু নতুন বৈশিষ্ট্য।

Royal Enfield Himalayan 450 ইঞ্জিন

Himalayan 450 একটি ৪৫০ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন সমেত আসতে পারে। ৬-স্পিড গিয়ারবক্স যুক্ত ইঞ্জিনটি থেকে সর্বোচ্চ ৪০ পিএস শক্তি এবং ৪৫ এনএম টর্ক উৎপন্ন হবে।

Royal Enfield Himalayan 450 লঞ্চ এবং দাম

Himalayan 450-এর প্রোটোটাইপ মডেলটি দেখে মনে করা হচ্ছে এটি গণ উৎপাদনের জন্য তৈরি। আশা করা হচ্ছে রয়াল এনফিল্ড তাদের এই মোটরসাইকেলটি চলতি বছরের শেষের দিকে বাজারে হাজির করবে। নতুন Royal Enfield Himalayan 450-এর দাম ২.৫০ লক্ষ টাকা ধার্য করা হতে পারে।