Pulsar, Platina-র চাহিদা বাড়লেও রপ্তানি তলানিতে, রইল Bajaj এর বিক্রিবাটার হাল হকিকত

উৎসবমুখর অক্টোবরে ভারতে গাড়ি বিক্রির জোয়ারে বেশিরভাগ সংস্থা পরিপুষ্ট হলেও, তা থেকে কিছুটা বঞ্চিত রইল দেশের অন্যতম অটোমোবাইল ব্র্যান্ড বাজাজ অটো (Bajaj Auto)। গত মাসে ৩,৯৫,২৩৮টি দু’চাকা ও তিন চাকা গাড়ি বিক্রি করেছে তারা। তুলনাস্বরূপ, ২০২১-এর অক্টোবরে তাদের বিক্রিবাটার সংখ্যা ছিল ৪,৩৯,৬১৫ ইউনিট। ফলে ফলে আগের বছরের ওই সময়ের থেকে বেচাকেনায় ১০ শতাংশ পতন।

তবে ভারতের বাজারে গত মাসে বিক্রিবাটায় ১১ শতাংশ উত্থান ঘটেছে বাজাজের। আগের বছর যেখানে তাদের ২,১৮,৫৬৫টি যানবাহন বিক্রি হয়েছিল সেখানে গত মাসে বিক্রি হয়েছে ২,৪২,৯১৭ ইউনিট। যদিও রপ্তানিতে পতন ঘটেছে। আগের বছর অক্টোবরে বাজাজ বিদেশে ২,২১,০৫০টি গাড়ি পাঠিয়েছিল, সে জায়গায় এবারে সেটি ১,৫২,৩২১ ইউনিট হওয়ার ফলে রপ্তানিতে ৩১ শতাংশ পতন ঘটেছে।

যাই হোক, ব্যবসায় ভালো-মন্দের মধ্যেই গত মাসে দেশীয় বাজারে টু-হুইলার বিক্রি বাজাজের মুখে হাসি ফুটিয়েছে। অক্টোবরে বাজাজের মোট ২,০৬,১৩১টি টু-হুইলার নতুন গ্রাহকের মুখ দেখেছে। তুলনাস্বরূপ, আগের বছর ওই সময়ে সংস্থার টু-হুইলার বিক্রি হয়েছিল ১,৯৮,৭৩৮ ইউনিট। ফলে ব্যবসায় ৪ শতাংশ অগ্রগতি ঘটেছে।

তবে উৎসবের মাসে টু-হুইলারের রপ্তানিতে ২৯ শতাংশ পতন দেখেছে বাজাজ। আগেরবারের রপ্তানির পরিমাণ ১,৯২,৫৬৫ থেকে কমে এবারে হয়েছে ১,৩৫,৭৭২। অন্যদিকে, পুজোর মাসে ৫৩,৩৩৫টি বাণিজ্যিক গাড়ি বিক্রি করতে পেরেছে বাজাজ। আগের বছর ওই সময়ে এর পরিমাণ ৪৮,৩১২ ইউনিট থাকায়, এবারের বিক্রিতে ১০% বৃদ্ধি দেখা গিয়েছে।