হঠাৎই R15 স্পোর্টস বাইকের দাম বাড়িয়ে দিল Yamaha, কিনতে এখন কত টাকা খরচ হবে

ভারতে এন্ট্রি লেভেল স্পোর্টস বাইক হিসাবে Yamaha R15 এর জনপ্রিয়তা বহু বছর ধরেই স্বীকৃত। বিগত বেশ কয়েক বছর ধরে এদেশের যুব সম্প্রদায়ের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পেরেছে এটি। এমনকি বছরের পর বছর ধরে সময়ের সঙ্গে খাপ খাওয়াতে নানা রকম আপডেট যুক্ত হয়েছে ইয়ামাহার এই বাইকে। তবে এবার এই সিরিজের বাইক দুটির মধ্যে টপ ভার্সন মডেল- R15M এর মূল্যবৃদ্ধি করল ইয়ামাহা।

বর্তমানে এই মডেলটির এক্স শোরুম মূল্য ১,৯৪,৪০০ টাকা, যা পূর্বের তুলনায় ৫০০ টাকা বেশি। যদিও এই মূল্য বৃদ্ধির প্রভাব থেকে মুক্ত রয়েছে এর স্ট্যান্ডার্ড ভার্সনটি। R15 এর মেটালিক রেড কালার অপশনের এক্স শোরুম মূল্য ১.৮০ লাখ টাকা।

দাম বৃদ্ধি ছাড়াও সম্প্রতি R15M বাইকটিতে নতুন ফিচার যুক্ত করেছে জাপানের এই সংস্থা। এর মধ্যে অন্যতম হলো ব্লুটুথ যুক্ত টিএফটি ডিসপ্লে, ডে/নাইট মোড, পার্কিং লোকেশন সহ আরও বেশ কিছু তথ্য দেখতে পাওয়া যায় এই স্ক্রিনে। স্ট্যান্ডার্ড ভার্সনের মতো এতেও এলইডি ইন্ডিকেটর মিলবে এখন থেকে। তবে বাইকটির ডিজাইন ও সামগ্রিক স্টাইল সমস্ত কিছুই অপরিবর্তিত থাকছে।

ইয়ামাহা R15M তে আগের মতোই ১৫৫ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন চালিকা শক্তি যোগায়। এই ইঞ্জিনটি থেকে সর্বোচ্চ ১৮.১ বিএইচপি শক্তি এবং ১৪.২ এনএম টর্ক উৎপন্ন হয়। সাথে রয়েছে ৬ স্পিড যুক্ত গিয়ার বক্স এবং স্ট্যান্ডার্ড হিসেবে থাকছে কুইক সিফটার। উপরন্তু ট্রাকশন কন্ট্রোল সিস্টেম, দুই ধরনের রাইডিং মোড, ডুয়েল চ্যানেল এবিএস এইসব কটি সেফটি ফিচার হুবহু পূর্বের মতোই রাখা হয়েছে।

ভারতের স্পোর্টস বাইক মার্কেটে Yamaha R15M সাফল্যের সঙ্গে দাপিয়ে বেড়ালেও তার প্রতিপক্ষের তালিকাটি কিন্তু বেশ দীর্ঘ। এর মধ্যে অন্যতম কয়েকটি নাম হলো- KTM RC 125, KTM RC 200, Suzuki Gixxer SF 250 এবং Bajaj Pulsar RS200।