TVS এর ফর্মুলায় বাজিমাত, বাইক বিক্রি থেকে বুকিং, সব লাফিয়ে লাফিয়ে বাড়ছে এই সংস্থার

গত জুলাইয়ে টিভিএস (TVS)-এর সাহায্যে বিএমডব্লিউ মোটোরাড (BMW Motorrad) বাজারে এনেছিল ফুল ফেয়ার্ড মডেল G310 RR। যা, ভারতে আজ পর্যন্ত জার্মান সংস্থাটির সর্বাধিক সাশ্রয়ী মূল্যের স্পোর্টস বাইক। উৎসবের আমেজ প্রায় শেষ হতেই G310 RR নিয়ে বড়সড় ঘোষণা করল বিএমডব্লিউ। সংস্থাটি জানিয়েছে, তারা লঞ্চের ১০০ দিনের মধ্যে স্পোর্টস বাইকটির ১,০০০-এর‌ বেশি ইউনিট বিক্রি করেছে। শুধু তাই নয়, বর্তমানে BMW G310 RR-এর বুকিংয়ের সংখ্যাও ২,২০০-এর কাছাকাছি।

বিএমডব্লিউ-র তরফে বলা হয়েছে এই জমে থাকা বুকিংয়ের ডেলিভারি দ্রুত শুরু করা হবে। প্রসঙ্গত, BMW G310 RR হল জার্মান সংস্থার ৩১০ সিসি পরিবারের নতুন সদস্য। বাইকটির সহোদর হিসেবে রয়েছে G 310 R ও G 310 GS। বাইকটি TVS Apache RTR 310-এর উপর ভিত্তি করে তৈরি হওয়ায় উভয় মডেলের স্টাইল, হার্ডওয়্যার এবং ইঞ্জিনের মিল রয়েছে।

দুটি মোটরসাইকেলের বডিওয়ার্ক অভিন্ন। Apache-র মতো G310 RR-এও রয়েছে অনন্য কালার অপশন। যার মধ্যে রয়েছে ব্ল্যাক স্টর্ম মেটালিক, এবং লাইট হোয়াইট ইউনি, রেসিং ব্লু মেটালিক এবং রেসিং আর পেইন্ট স্কিম। চলার শক্তি জোগাতে BMW G310 RR-এ আছে একটি ৩১২ সিসি সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন। যা থেকে ৩৩.৫ বিএইচপি শক্তি এবং ২৭.৩ এনএম টর্ক উৎপন্ন হয়।

ইঞ্জিনের সাথে সংযুক্ত ৬-স্পিড গিয়ার বক্স। হার্ডওয়ারের প্রসঙ্গে বললে এতে রয়েছে ১৭ ইঞ্চি অ্যালয় হুইল, ইউএসডি ফ্রন্ট ফর্ক এবং মোনোশক সাসপেনশন। তবে Apache-র মতো G310 RR অ্যাডজাস্টেবল সাসপেনশনের বিকল্পে কেনা যায় না। ব্রেকিং হিসেবে ডুয়েল চ্যানেল এবিএস সহ দু’চাকায় সিঙ্গেল ডিস্ক ব্রেক রয়েছে। BMW G310 RR-এর দাম ২.৮৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এদেশে বাইকটির প্রতিপক্ষদের মধ্যে রয়েছে KTM RC 390 ও Kawasaki Ninja 300।