BMW এর বাইকের চাহিদা তুঙ্গে, সেরা দশের তালিকায় ভারত, কোন পথে এল সাফল্য

জার্মানের বিখ্যাত প্রিমিয়াম বাইক নির্মাতা বিএমডব্লিউ মোটোরাড (BMW Motorrad) বরাবর ভারতের টু-হুইলার বাজারকে অন্য নজরে দেখে এসেছে। তবে ইদানিং সেই কাজে একটু বেশিই মনোনিবেশ করেছে তারা। যার একমাত্র কারণ এদেশে তাদের ব্যবসায় আশাতীত লক্ষ্মীলাভ। ২০২২-এর অন্তিমে এসে জার্মান সংস্থাটি জানালো, তারা মভেম্বর পর্যন্ত সমগ্র বছরে ৬,০০০-এর বেশি মোটরসাইকেল বিক্রি করেছে।

সম্প্রতি ভারতে S 1000 RR লঞ্চের অনুষ্ঠান মঞ্চ থেকে বিএমডব্লিউ জানায়, বিশ্বে তাদের প্রথম দশটি বৃহত্তম বাজারের মধ্যে একটিতে পরিণত হয়েছে ভারত। এ বছর কেবল যে তারা ৬০০০ ইউনিট বিক্রির মাইলস্টোন স্পর্শ করেছে তাই নয়, বছর শেষ হওয়ার আগে সেই বিক্রির সংখ্যা ৭,০০০ ইউনিট স্পর্শ করতে পারে বলে আশাবাদী সংস্থা। যদি এটি বাস্তবায়িত হয় তবে এদেশের সংস্থার এখনও পর্যন্ত বিক্রির যাবতীয় রেকর্ড ভঙ্গ হবে।

এদেশে বিএমডব্লিউ-র এই উল্লেখযোগ্য বিক্রি বৃদ্ধিতে সর্বাধিক অবদান রেখেছে তিনটি বাইক – নেকেড G 310 R, স্পোর্টস বাইক G 310 RR, এবং অ্যাডভেঞ্চার বাইক G 310 GS। এদিকে এখনও পর্যন্ত G 310 R ও GS ১০,০০০-এর বেশি ইউনিট বিক্রি হয়েছে। মোট বিক্রির প্রায় ৯০ শতাংশ বেচাকেনা হয়েছে এই দুই বাইকের।

এদিকে বিএমডব্লিউ মোটোরাড ২০২৩-এ ভারতে যাদের প্রথম ইলেকট্রিক স্কুটার CE 04 লঞ্চ করবে। বর্তমানে এদেশে স্কুটারটির পরীক্ষা-নিরীক্ষা চলছে। এটি লাক্সারি ইলেকট্রিক মডেল হিসেবে আত্মপ্রকাশ করবে। ২০২১-এ এটি বিশ্ববাজারে আত্মপ্রকাশ করেছে। এতে রয়েছে লিকুইড কুল্ড সিঙ্ক্রোনাস মোটর। যা থেকে সর্বোচ্চ ৪২ এইচপি শক্তি এবং ৬২ এনএম টর্ক উৎপন্ন হয়। সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১২০ কিলোমিটার এবং সিঙ্গেল চার্জে ১৩০ কিমি রেঞ্জ দেবে।