Suzuki Motorcycle Sales: 2022-এর জানুয়ারিতে ভারতে সুজুকি-র বাইক ও স্কুটারের বিক্রি সামান্য বাড়ল

বছর শুরু হতেই নিজেদের বিক্রি কিছুটা বাড়িয়ে নিল Suzuki Motorcycle India (SMIPL)। জানুয়ারিতে সংস্থাটি ৭০,০৯২ টি মোটরসাইকেল-স্কুটার বিক্রি করেছে ভারতে। ২০২১-এর একই মাসের তুলনায় ৮ শতাংশ ব্যবসা বাড়িয়েছে বলে জানিয়েছে Suzuki-র ভারতীয় শাখাটি।

এই প্রসঙ্গে সুজুকি (Suzuki)-র বক্তব্য, “গত মাসে সংস্থাটি ৬০,৬২৩ টি টু-হুইলার ভারতের বাজারে এবং ৯,৪৬৯ টি বিদেশে রপ্তানি করেছে।” সংস্থার ম্যানেজিং ডিরেক্টর সাতোশি উচিদা (Satoshi Uchida) বলেছেন, “কোভিড-১৯ এবং সেমিকন্ডাক্টর চিপের বিশ্বজুড়ে অপ্রতুলতার মধ্য দিয়েই এই সাফল্য এসেছে।”

সাতোশি আরও যোগ করেছেন, “চলতি অর্থবর্ষে আমরা ৩৭.১ শতাংশ ব্যবসা বাড়াতে সক্ষম হয়েছি। বিক্রির এই আধিক্য আমাদের গ্রাহক, ডিলার অংশীদারি এবং স্টাফ কর্মীদের সমর্থনের জন্যই সম্ভব হয়েছে।”

প্রসঙ্গত, ভারতে এবং বিদেশের বাজারে স্কুটার এবং মোটরসাইকেলের চাহিদা আগামী দিনেও এভাবেই বাড়বে বলে ভীষণভাবে আশাবাদী Suzuki। সম্প্রতি গুরুগ্রামের নির্মাণ কেন্দ্রটি থেকে সংস্থাটি তাদের ৬০ লক্ষতম টু-হুইলারের মডেলটি বাজারে প্রেরণ করেছে। পাশাপাশি Suzuki Avenis স্কুটারটির ডেলিভারি দেওয়াও শুরু করেছে তারা।