দেখা মিলছে ঘনঘন, Royal Enfield-কে টেক্কা দিতে ভারতে BSA Gold Star এর লঞ্চ শুধু সময়ের অপেক্ষা

মাহিন্দ্রা (Mahindra)-র অধীনস্থ Classic Legends বাজার থেকে হারিয়ে যাওয়া একসময়কার কিংবদন্তি টু-হুইলার সংস্থাগুলিকে পুনর্জীবন দেওয়ার সংকল্প গ্রহণ করেছিল। এদের হাত ধরে নতুন দিশা দেখে জাওয়া (Jawa), ইয়েজদি (Yezdi), বিএসএ (BSA)-র মতো কোম্পানিগুলি। প্রথম দুই ব্র্যান্ড ইতিমধ্যেই তাদের প্রোডাক্ট বাজারে হাজির করেছে। এবার বিএসএ-এর পালা। প্রথম মডেল হিসেবে এদেশে তারা Gold Star আনার জন্য তোড়জোড় শুরু করেছে। ভারতে প্রায়ই দেখা মিলছে বাইকটির। BSA Gold Star-এ ক্রোম প্যানেল এবং প্রথাগত স্পোক হুইল দ্বারা ক্লাসিকাল লুক ফুটিয়ে তোলা হয়েছে। অনুমান করা হচ্ছে ২০২৩-এর প্রথমার্ধেই বাজারে আসবে রেট্রো মোটরসাইকেলটি।

যদিও সংস্থার তরফে Gold Star লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ সম্পর্কে কোনো বার্তা দেওয়া হয়নি। বাইকটিতে রয়েছে একটি সেমি ডিজিটাল টুইন পড ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। যেখানে অ্যানালগ স্পিডোমিটার, এলসিডি ওডোমিটার, ট্যাকোমিটার এবং ডিজিটাল ফুয়েল গজ থাকবে। এছাড়া রেট্রো স্টাইল সুস্পষ্ট করতে এতে দেওয়া হয়েছে একটি গোলাকৃতি হ্যালোজেন হেডল্যাম্প।

BSA Gold Star-এ উপস্থিত সার্কুলার বিএসএ ব্যাজ যুক্ত একটি টিয়ার ড্রপ আকৃতির ট্যাঙ্ক এবং একটি ফ্ল্যাট সিঙ্গেল পিস সিট। আবার ক্রোম মাডগার্ডের সাথে প্রথাগত স্পোক ওয়্যার হুইলের দেখা মিলেছে। আবার হেডলাইট বেজেল, রাউন্ড রিয়ার ভিউ মিরর, ইঞ্জিন ব্লক এবং রিয়ার শক অ্যাবজর্ভারে ক্রোমের ছোঁয়া লক্ষ্য করা গেছে। ৪১ মিমি টেলিস্কোপিক ফর্ক এবং টুইন রিয়ার শক সেটআপ সাসপেনশনের দায়িত্ব সামলাবে।

এছাড়া, BSA Gold Star-এ দেওয়া হয়েছে দু’চাকায় ডিস্ক ব্রেক। এতে ডুয়েল চ্যানেল বর্তমান। চালিকাশক্তি জোগায় একটি ৬৫২ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড পেট্রোল ইঞ্জিন। যা থেকে সর্বোচ্চ ৪৫ বিএইচপি শক্তি এবং ৫৫ এনএম টর্ক উৎপন্ন হয়। সঙ্গে রয়েছে ৫-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স । বাইকটির বেস মডেলের দাম ৪.৫-৫ লক্ষ টাকা ধার্য করা হতে পারে।