Royal Enfield-কে মাত দিতে Harley Davidson ও Hero একসাথে ভারতে সস্তা বাইক লঞ্চ করবে

বিশ্বের বৃহত্তম টু-হুইলার নির্মাতা হিরো মোটোকর্প (Hero MotoCorp) এবারে প্রিমিয়াম বাইক ব্র্যান্ড হার্লে-ডেভিডসন (Harley-Davidson)-এর সাথে যৌথভাবে ভারতে মাঝারি ওজনের মোটরসাইকেল আনার পরিকল্পনা করছে। ২০২৩-২৪ অর্থবর্ষে ৩৫০-৮৫০ সিসি সেগমেন্টে টু-হুইলার লঞ্চ করবে তারা। উল্লেখ্য, কয়েক বছর আগেই নিজেদের মধ্যে গাঁটছড়া বেঁধেছিল সংস্থাদ্বয়।

রিপোর্টের দাবি উভয় সংস্থা নিজেদের ডিলারশিপ থেকে এই নতুন মডেলগুলি বিক্রি করবে। এই প্রসঙ্গে হিরো মোটোকর্পের প্রধান অর্থনৈতিক আধিকারিক নিরঞ্জন গুপ্তা বলেন, “একটি বিনিয়োগকারীর আহবানে আগামী ২৪ মাসের সময়সীমার মধ্যে ‘প্রিমিয়াম এবং লাভজনক’ বিভাগে মোটরসাইকেলগুলি আনা হবে।

বিশ্বের বৃহত্তম টু-হুইলার সংস্থা এবং আমেরিকার প্রিমিয়াম মোটরসাইকেল নির্মাতা যৌথভাবে একটি প্ল্যাটফর্ম তৈরি করছে। অনুমান করা হচ্ছে, এগুলি প্রকৃতিগত দিক থেকে মডিউলার গোত্রের হবে। যাতে বিভিন্ন শ্রেণীর গ্রাহকদের জন্য যে কোনও ইঞ্জিন এবং বডি স্টাইল এতে ফুটিয়ে তোলা যায়। জল্পনা শোনা যাচ্ছে উক্ত দুই সংস্থা মাঝারি ওজনের প্রিমিয়াম মোটরসাইকেল তৈরিতে অনেকটাই এগিয়ে গিয়েছে।

প্রসঙ্গত, ইদানিং বিভিন্ন কারণে টু-হুইলারের মধ্যে বিশেষত মোটরসাইকেলের দাম বেড়েই চলেছে। আবার বহু ক্রেতাই ১.৬ লাখ বা তার বেশি দামের মডেল বেছে নিচ্ছেন। যেগুলি বেশিরভাগ ২৫০ থেকে ৬৫০ সিসির মোটরবাইক। ফলে সংস্থাগুলিও উক্ত সেগমেন্টে আরও বেশি মডেল নিয়ে আসছে। আসন্ন মোটরসাইকেলটি হতে চলেছে এদেশে হার্লে ডেভিডসনের সবচেয়ে সস্তার মডেল।

এর আগে এদেশে হার্লে ডেভিডসনের বিক্রিত Street 750 ও Street Rod সাশ্রয়ী মডেল হিসেবে জানা গেলেও সম্প্রতি তারা Iron 883 লঞ্চ করেছে যার মূল্য ১২ লক্ষ টাকা (এক্স-শোরুম)। তবে আসন্ন মডেলটি এদের চাইতে সস্তার হবে বলেই মনে করা হচ্ছে।