পুজোর আগে 5 লাখের বেশি বাইক ও স্কুটার বিক্রি করল Hero MotoCorp

ভারতে মোটরসাইকেল ও স্কুটার বিক্রিতে বরাবর পয়লা নম্বর স্থানে অধিষ্ঠিত হিরো মোটোকর্প (Hero MotoCorp)। অক্টোবর শুরু হতেই সংস্থাটি তাদের আগের মাস অর্থাৎ সেপ্টেম্বরে ব্যবসার হালহকিকত নিয়ে হাজির হয়েছে। তাদের পেশ করা পরিসংখ্যান তাজ্জব করার মতো। কারণ সেপ্টেম্বরে হিরো মোটোকর্প মোট ৫,১৯,৯৮০টি টু-হুইলার নতুন গ্রাহকের হাতে তুলে দিয়েছে। যা আগস্টের বিক্রিকেও হার মানিয়েছে। আগস্টে হিরো মোটোকর্প মোট ৪,৬২,৬০৮ জন নতুন ক্রেতার মুখ দেখেছিল। ফলে গত মাসে বিক্রি বেড়েছে ১২.৪%।

হিরো মোটোকর্প সূত্রে খবর, এ বছর এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত তাদের মোট ২৮ লক্ষ স্কুটার ও বাইক বেচাকেনা হয়েছে। যা আগের বছর ওই সময়ের চাইতে ১৪.৪২% বেশি। এদিকে উৎসবের আবহে নতুন ফেস্টিভ ক্যাম্পেইন ‘Hero GIFT – The Grand Indian Festival of Trust’-এর সদ্য ঘোষণা করেছে সংস্থা। যার আওতায় আকর্ষণীয় ফিন্যান্সিং স্কিম, বীমা, এখন কিনে পড়ে পরিশোধ ও কম ডাউন পেমেন্টে টু-হুইলার কেনার মতো একাধিক লোভনীয় সুবিধা রয়েছে। যে কারণে বিক্রিতে ব্যাপক উত্থান ঘটবে বলে আশাবাদী তারা।

এদিকে ৭ অক্টোবর ভিডা সাব-ব্র্যান্ডের আওতায় প্রথম ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে চলেছে হিরো মোটোকর্প। যেকারণে বর্তমানে সংস্থার অন্দরমহলে লাগামহীন ব্যস্ততা। তাদের আসন্ন বৈদ্যুতিক মডেলটি বাজারে Ola S1, TVS iQube, Bajaj Chetak সহ আরও অন্যান্য ই-স্কুটারগুলির প্রতিপক্ষের ভূমিকা নেবে। ২০২১-এর আগস্টে ইলেকট্রিক টু-হুইলারটির ঝলক দেখিয়েছিল সংস্থা। যা তাদের ১০ বছর পূর্তি উদযাপনের অংশ হবে। প্রতিযোগিতায় টিকে থাকার মতো মূল্যে এটি আনা হবে বলে আশা করা হচ্ছে। এখন সংস্থার মূল লক্ষ্য স্কুটারটির সেফটি ফিচার্স এবং রেঞ্জের দিকে।

প্রসঙ্গত, হিরো মোটোকর্প গত মাসে দেশের অন্যতম তেল সংশোধনকারী সংস্থা হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড বা এইচপিসিএল (HPCL)-এর অংশীদারিত্বে প্রবেশ করেছে। চুক্তি অনুযায়ী দেশে এইচপিসিএল-এর সমস্ত পেট্রোল পাম্পে চার্জিং স্টেশন গড়ে তুলবে হিরো মোটোকর্প। সম্প্রতি Hero Xtreme 160R Stralth Edition লঞ্চ করেছে সংস্থা। যার দাম ১,২৯,৭৩৮ টাকা (এক্স-শোরুম)।