Hero Splendor এর সামনে মহা সংকট, টক্কর দিতে সস্তায় নতুন বাইক শীঘ্রই লঞ্চ করবে Honda

ভারতে প্রতি মাসে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ কমিউটার বাইক বাড়ি নিয়ে আসেন। এগুলি যেমন সাশ্রয়ী মূল্যের, আবার রক্ষণাবেক্ষণেও পকেটে তেমন কোনো টান ধরায়। আবার মাইলেজ বেশি হওয়ার কারণে নিত্যদিন যাতায়াতের জন্য আদর্শ হিসেবে বিবেচিত হয় এই মডেলগুলি। এক্ষেত্রে Hero Splendor-এর জুড়ি মেলা ভার। বর্তমানে দেশের সর্বাধিক বিক্রিত মোটরসাইকেলটির সাফল্যে ঈর্ষান্বিত হয়ে হোন্ডা (Honda) একটি ১০০ সিসি ইঞ্জিনের বাইক আনতে চলেছে। বাইকটি লঞ্চের আগে সংস্থাটি বর্তমানে এদেশে তাদের সমস্ত ডিলারশিপ এবং সার্ভিস নেটওয়ার্কগুলিকে প্রস্তুত করছে।

অনুমান করা হচ্ছে ২০২৩-এর প্রথমার্ধে ভারতের বাজারে পা রাখবে হোন্ডার ১০০ সিসির নতুন মোটরসাইকেলটি। তার আগেভাগে সংস্থাটি নিজেদের অনুমোদিত মূল ডিলারশিপের সংখ্যা ক্রমাগত বাড়িয়ে চলেছে। ২০২১-২২ আর্থিকবর্ষে যেখানে এর সংখ্যা ছিল ১,০২৫, সে জায়গায় সম্প্রতি আরও ১১টি নতুন শহর এবং গ্রামাঞ্চলে মোট ১১৯টি অতিরিক্ত সহকারী ডিলার, ১০টি বেস্ট ডিল আউটলেট এবং ২৩৯টি অনুমোদিত সার্ভিস সেন্টার গড়ে তুলেছে হোন্ডা। ২০২২-এর অন্তিমে তাদের মোট টাচ পয়েন্টের সংখ্যা ৫,২৪৬।

১০০-১১০ সিসি মোটরসাইকেলের সেগমেন্টে বরাবর কর্তৃত্ব চালিয়া আসা হিরো মোটোকর্পকে প্রতিযোগিতায় ফেলতে হোন্ডার এই ডিলারশিপের সম্প্রসারণ যথেষ্ট সঙ্গতিপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এদিকে বর্তমানে ১২৫ সিসি মোটরসাইকেল সেগমেন্টে ৫০ শতাংশের অধিক  অংশীদারিত্ব নিয়ে নেতৃত্ব দিয়ে চলেছে হোন্ডা। এবারে তাদের লক্ষ্য ১০০ সিসির সেগমেন্টের দিকে। আসন্ন বাইকটির স্পেসিফিকেশন ও ফিচারগুলির ব্যাপারে অবশ্য এখনও কোনও তথ্য সামনে আসেনি।

উল্লেখ্য, এ বছর অক্টোবরে ৪,৪৯,৩৯১ ইউনিট মোটরসাইকেল ও স্কুটার বিক্রি করেছে হোন্ডা। তার মধ্যে দেশের বাজারে বিক্রিত টু-হুইলারের সংখ্যা ৪,২৫,৯৬৯ এবং রপ্তানি করা হয়েছে ২৩,৪২২ ইউনিট। অন্যদিকে, হিরো গত মাসে ৪,৫৪,৫৮২টি স্কুটার এবং মোটরবাইক বিক্রি করেছে।