দুর্দান্ত ক্যামেরার সাথে Vivo X70 ও Vivo X70 Pro এর শীঘ্রই আগমন ঘটছে, তার আগে পেল 3C সার্টিফিকেশন

সম্প্রতি CMIIT সার্টিফিকেশন সাইটে Vivo-র V2130A এবং V2134A মডেল নম্বরের দু’টি স্মার্টফোন টেকব্লগারদের নজরে পড়েছিল। কী নামে স্মার্টফোন দু’টি আত্মপ্রকাশ করবে, তা নিয়ে গুঞ্জন শুরু হতেই আজ চীনের 3C অথরিটির ছাড়পত্র পেল Vivo V2130A এবং V2134A স্মার্টফোন দুটি৷ জল্পনায় নতুন মাত্রা যোগ করে এক চাইনিজ টিপস্টারের ইঙ্গিত, ওই ফোনগুলি চীনে Vivo X70 সিরিজের স্মার্টফোন রূপে লঞ্চ হতে পারে।

Vivo X70 ও Vivo X70 Pro চীনের 3C সার্টিফিকেশন পেল

3C লিস্টিং অনুসারে Vivo V2130A এবং V2134A স্মার্টফোন পুরোপুরি 5G রেডি। Vivo X70 ও Vivo X70 Pro নামে এগুলি বাজারে আনা হতে পারে। দু’টি ডিভাইসে ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। এছাড়া ওই টিপস্টারের মতে, এই সিরিজের আরেকটি হাই-এন্ড ভ্যারিয়েন্ট ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Vivo X70 সিরিজ কোম্পানির নিজস্ব ইমেজ প্রসেসরের সাথে আসতে পারে

ভিভো তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি আইএসপি বা ইমেজ সিগন্যাল প্রসেসর এক্স৭০ সিরিজের ক্যামেরাতে ব্যবহার করতে পারে বলে প্রবল জল্পনা রয়েছে। ভিভো এক্স৭০ সিরিজের মাদারবোর্ডে আলাদা চিপ হিসেবে এটির সোল্ডারিং করা হবে। এক্স৭০ সিরিজে ভিভোর ইমেজিং অ্যালগরিদম ও নতুন ইমেজ প্রসেসরের জুটি আরও উন্নতমানের ছবি উপহার দেবে।

Vivo X70 সিরিজের ক্যামেরা স্পেসিফিকেশন

এর আগে জানা গিয়েছিল, ভিভো এক্স৭০-এর প্রাইমারি ক্যামেরার অ্যাপারচার এফ/১.৫ এবং এতে ৫-অ্যাক্সিস ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট করবে। পূর্বসূরীর (ভিভো এক্স৬০) মতো উত্তরসূরিতে বিল্ট-ইন গিম্বল স্টেবিলাইজেশন বাড়তি পাওনা হতে পারে।

Vivo X70 সিরিজের ডিসপ্লে

ভিভো এক্স৬০ গত এপ্রিলে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৫৬ ইঞ্চি ফুল-এইচডি প্লাস (১০৮০x২৩৭৬ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে-সহ লঞ্চ হয়েছিল। জনপ্রিয় চীনা টিপস্টার, ডিজিটাল চ্যাট স্টেশনের দাবি, ভিভো এক্স৭০ সিরিজও একই ধরণের ডিসপ্লের সাথে আসবে।

Vivo X70 সিরিজ কবে লঞ্চ হবে?

সেপ্টেম্বরে প্রথমে চীনে, তারপর সেস্টেম্বর বা অক্টোবরে ভারতে লঞ্চ হতে পারে ভিভো এক্স৭০ সিরিজ।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন