Flipkart Big Billion Days Sale: শুরু হচ্ছে ফ্লিপকার্ট সেল, স্মার্টফোনের উপর সেরা দশটি ডিল দেখে নিন

Flipkart Big Billion Days Sale: আসন্ন উৎসবের মরসুমকে পাখির চোখ করে জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্ম Flipkart নিয়ে আসছে Big Billion Days Sale। এক্ষেত্রে সংস্থার পক্ষ থেকে ইতিমধ্যেই নিশ্চিত করে দেওয়া হয়েছে যে, আলোচ্য সেলটি আগামী ২৩শে সেপ্টেম্বর শুরু হবে এবং চলবে মাসের শেষ অর্থাৎ ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়কালে, বিভিন্ন ক্যাটাগরির পণ্যকে ভারী ডিসকাউন্ট সহযোগে কিনে নিতে পারবেন আপনারা। বিশেষত স্মার্টফোন সেগমেন্টের সাথে যেরূপ বাম্পার ছাড় দেওয়া হচ্ছে, তার ফায়দা তুলতে পারলে হাজারো টাকা সাশ্রয় করে একটি ‘লোডেড ফিচার’ হ্যান্ডসেটকে সহজেই পকেটস্থ করা যাবে। Flipkart দ্বারা লাইভ করা মাইক্রোসাইট অনুসারে, প্রিমিয়াম iPhone থেকে শুরু করে একাধিক নামিদামি ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড স্মার্টফোনকে ডিসকাউন্ট ও অফার সহ তালিকাভুক্ত করা হয়েছে। তাই আপনিও যদি একটি নতুন মোবাইল কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে আমাদের এই প্রতিবেদন থেকে আসন্ন Flipkart Big Billion Days Sale -এ উপলব্ধ সেরা ১০টি স্মার্টফোন ডিল সম্পর্কে জেনে নিতে পারেন।

প্রসঙ্গত, ফ্ল্যাট ডিসকাউন্ট ছাড়াও Flipkart Axis ব্যাঙ্ক এবং HDFC ব্যাঙ্ক কার্ডের সাথে অতিরিক্ত ক্যাশব্যাক অফার করা হবে সেলে। মাইক্রোসাইটের মাধ্যমে প্রকাশিত প্রোডাক্টগুলির দামের মধ্যে এই ব্যাঙ্ক অফারও অন্তর্ভুক্ত করা রয়েছে। অর্থাৎ, চেকআউটের সময় উল্লেখিত ব্যাঙ্কের অফারগুলি প্রযোজ্য না হলে, আপনাকে ২,০০০ টাকা থেকে ৩,৫০০ টাকা অধিক খরচ করে স্মার্টফোন কিনতে হতে পারে।

Flipkart Big Billion Days Sale -এ উপলব্ধ টপ-১০ স্মার্টফোন ডিল

১. Apple iPhone 13: ফ্লিপকার্ট লিস্টিং দেখে মনে হচ্ছে, সেলের সর্বোচ্চ চাহিদা দেখা যাবে গত বছর লঞ্চ হওয়া অ্যাপল আইফোন ১৩ মডেলকে কেন্দ্র করে। কেননা, সেলে এটিকে ৬৯,৯৯০ টাকার পরিবর্তে মাত্র ৪৯,৯৯০ টাকার প্রারম্ভিক মূল্যে বিক্রি করা হবে। অর্থাৎ, ব্যাঙ্ক অফার এবং অন্যান্য ছাড় এই মডেলকে ২০,০০০ টাকা সাশ্রয় করে কিনে নেওয়া যাবে।

২. Apple iPhone 13 Pro এবং iPhone 13 Pro Max: আসন্ন বিগ বিলিয়ন ডেজ সেলে, আইফোন ১৩ প্রো মডেলকে ৯০,০০০ টাকার কমে এবং আইফোন ১২ প্রো ম্যাক্স -কে ১,০০,০০০ টাকার কম দামে বিক্রি করা হবে। আলোচ্য মডেল দুটির সাথে গ্রাহকেরা নানাবিধ অফারের সুবিধাও পেয়ে যাবেন৷

৩. Apple iPhone 12 Mini এবং iPhone 11: অ্যাপলের পুরনো প্রজন্মের মডেল গুলির সাথেও ভারী ডিসকাউন্ট দেওয়া হবে। যেমন, আইফোন ১২ মিনি এবং আইফোন ১১ ফোন দুটিকে যথাক্রমে ৪০,০০০ টাকা ও ৩০,০০০ টাকার কমে কিনে নেওয়া যাবে।

৪. Nothing Phone (1): নাথিং সংস্থার এই ‘ফার্স্ট এভার’ স্মার্টফোনকে ফ্লিপকার্ট সেলে ২৮,৯৯৯ টাকা মূল্যে তালিকাভুক্ত করা হয়েছে। জানিয়ে রাখি, বর্তমানে এর দাম ৩৩,৯৯৯ টাকা। অর্থাৎ, বিবিধ অফার ও ডিসকাউন্ট সহ ফোনটিকে ৫,০০০ টাকা সাশ্রয় করে কেনা যাবে।

৫. Realme 9 Pro+: আপনারা যদি মিড-রেঞ্জের অধীনে একটি নতুন স্মার্টফোন কিনতে চান, তাহলে রিয়েলমি ৯ প্রো+ আদর্শ হবে। কেননা ২২,৯৯৯ টাকা দামের এই হ্যান্ডসেটকে সেলে ১৭,৯৯৯ টাকায় বিক্রি করা হবে।

৬. Google Pixel 6a: গুগল পিক্সেল ৬এ স্মার্টফোনকে আসন্ন সেলে ৪৩,৯৯৯ টাকার পরিবর্তে মাত্র ২৭,৬৯৯ টাকার প্রারম্ভিক মূল্যে খরিদ করা যাবে। এই ছাড়ের মধ্যে, ব্যাঙ্ক কার্ড ডিসকাউন্ট, প্রি-পেইড অর্ডার এবং স্পেশাল ডিসকাউন্ট প্রাইজ অন্তর্ভুক্ত রয়েছে৷

৭. Moto G62: শক্তিশালী ক্যামেরা-ফ্রন্ট সহ স্মার্টফোন কিনতে আগ্রহীরা, মোটোরোলা আনীত এই মডেলটি কেনার কথা বিবেচনা করে দেখতে পারেন। কেননা, আগামী ২৩ তারিখ থেকে আপনারা এই ফোনটিকে ১৭,৯৯৯ টাকার পরিবর্তে কেবল ১৪,৪৯৯ টাকায় কেনার সুযোগ পেয়ে যাবেন। এই ডিসকাউন্টের মধ্যে ব্যাঙ্ক সামিল রয়েছে।

৮. Poco F4: পোকো সংস্থার অন্যতম একটি ‘বেস্ট সেলিং’ মিড-রেঞ্জ ৫জি স্মার্টফোন হল পোকো এফ৪। এটিকে বিগ বিলিয়ন ডেজ সেলে মাত্র ২১,৯৯৯ টাকা খরচ করে কিনে নেওয়া যাবে। জানিয়ে রাখি, ফোনটির আসল দাম ২৭,৯৯৯ টাকা। অর্থাৎ পুরো ৬,০০০ টাকার ডিসকাউন্ট দেওয়া হবে।

৯. Redmi 10: আপনাদের মধ্যে যারা বাজেট রেঞ্জের একটি নতুন স্মার্টফোন কিনতে চান, কিন্তু ফিচারের সাথে আপস করতে না চান, তাদের জন্য রেডমি ১০ আদর্শ। বর্তমানে আলোচ্য মডেলটি ফ্লিপকার্টে ১০,৯৯৯ টাকায় তালিকাভুক্ত রয়েছে। কিন্তু সেল লাইভ হওয়া মাত্রই এটিকে ১০,০০০ টাকারও কম দামে কিনতে সক্ষম হবেন আপনারা।

১০. Moto G32: ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ সেল চলাকালীন মোটোরোলার এই জি-সিরিজের ফোনটিকে ৯,৮৯৯ টাকায় কিনে নেওয়া সম্ভব। এই মুহূর্তে মোটো জি৩২ -কে ১০,৯৯৯ টাকার প্রারম্ভিক মূল্যে বিক্রি করা হচ্ছে।