Hero Passion এর চাহিদা প্রায় দ্বিগুণ, 100-110cc বাইকের মধ্যে Splendor এর জনপ্রিয়তা অটুট

ভারতে ইদানিং ২৫০ বা তার বেশি সিসির মোটরসাইকেলের চাহিদা বৃদ্ধি পেলেও কমিউটার সেগমেন্টর বাইক সবচেয়ে বেশি বিক্রি হয়। যার মধ্যে ১০০-১১০ সিসির মডেলের সংখ্যা সর্বাধিক। আর এক্ষেত্রে সবার উপরে ছড়ি ঘোরাচ্ছে বিশ্বের বৃহত্তম টু-হুইলার ব্র্যান্ড হিরো মোটোকর্প (Hero MotoCorp)। Splendor সহ তাদের ছোট ইঞ্জিনের সস্তার বাইকগুলি জনপ্রিয়তার দিক থেকে প্রতিপক্ষদের রীতিমতো ঈর্ষান্বিত করে তোলে।

গত মাসে ভারতে ১০০-১১০ সিসির সর্বাধিক বিক্রিত মোটরসাইকেল হল Hero Splendor। এই সিরিজের মডেল মোট ২,৩৩,৩২১ জন ক্রেতা বাড়ি নিয়ে এসেছেন। তালিকার দ্বিতীয় স্থানে থাকা Hero HF Deluxe-এর চাইতে Splendor-এর বেচাকেনার অঙ্ক প্রায় চারগুণ বেশি।

অক্টোবরে HF Deluxe-এর বিক্রিবাটা হয়েছে মোট ৭৮,০৭৬ ইউনিট। আগের বছর ওই সময়ে এর বেচাকেনার সংখ্যা ছিল অনেকটাই বেশি, যা ১,৬২,৩১১। সবচেয়ে বেশি বিক্রি হওয়া কমিউটার বাইকের মধ্যে তিন নম্বরে জায়গা করে নিয়েছে Bajaj Platina। গত মাসে এটি মোট ৫৭,৮৪২ জন ক্রেতার মুখ দেখেছে।

মোট ৩১,৯৬৪ ইউনিট বিক্রির মধ্যে দিয়ে তালিকার চতুর্থ স্থানের দখলদার Hero Passion। গত বছরের অক্টোবরে বিক্রি হয়েছিল ১৭,৬৬৬ ইউনিট। অর্থাৎ চাহিদা প্রায় দ্বিগুণ। পঞ্চম স্থানে জায়গা দখল করেছে TVS Sport। এটি মোট ১৮,১২৬ ইউনিট বিক্রি হয়েছে। যা ২০২১-এর অক্টোবরের তুলনায় ১,৬০৪ ইউনিট কম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *