গান শোনার আনন্দ বাড়বে বহুগুণ! দারুণ ছাড়ে এইসব হোম থিয়েটার, সাউন্ডবার কেনার সুযোগ দিচ্ছে Amazon

গানের সুরে-কথায় বুঁদ হয়ে থাকতে কে না ভালবাসেন? বিভিন্ন ভাষা, গায়কী এবং ভিন্ন ভিন্ন ঘরানার গান – আমার-আপনার মতো কমবেশি সবারই জীবনে বিনোদন বা মন ভালো রাখার বিকল্প। সেক্ষেত্রে সঙ্গীতপ্রেমীরা যদি একটু জোরে এবং স্পষ্টভাবে গান শোনার জন্য হোম থিয়েটার বা সাউন্ডবারের মতো প্রোডাক্ট কিনতে চান, তাহলে এখনই কিন্তু কেনাকাটা সেরে ফেলার মোক্ষম সুযোগ! আসলে গতকাল থেকে Amazon India-য় শুরু হয়েছে Great Freedom Festival Sale, যেখানে অন্যান্য জিনিসের পাশাপাশি আধুনিক বৈশিষ্ট্য বিশিষ্ট হোম থিয়েটার এবং সাউন্ডবারেও বাম্পার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। আগামী ৮ তারিখ পর্যন্ত এই বিশেষ সেল লাইভ থাকবে, তাই তার মধ্যেই কাজ সেরে ফেলতে হবে। এমতাবস্থায় কোন মডেল ছেড়ে কোনটি কিনবেন, সে বিষয়ে বিভ্রান্ত হওয়ার প্রয়োজন নেই, কারণ এখানে আমরা সেরা কয়েকটি মডেলে উপলব্ধ অফারের হদিশ দেব।

সেল উপলক্ষে এই ৫টি অডিও প্রোডাক্টে বিশাল ছাড় দিচ্ছে Amazon

১. Krisons Thunder Speaker, Multimedia Home Theatre: এই ইলেকট্রনিক্সটির দাম ৩,৯৯৯ টাকা, তবে অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভ্যাল সেলে এটি এখন মাত্র ২,০৫০ টাকায় মিলছে।

এই মাল্টিমিডিয়া হোম থিয়েটার ল্যাপটপ, গেমিং কনসোল, ব্যক্তিগত কম্পিউটার, ট্যাবলেট, ডিভিডি (DVD) প্লেয়ার এবং এলইডি (LED) টিভির সাথে সামঞ্জস্যপূর্ণ। এতে এইচডি (HD) সাউন্ড কোয়ালিটি, মাইক্রো এসডি কার্ড স্লট, পেনড্রাইভের পোর্ট এবং কানেক্টিভিটির জন্য ব্লুটুথ, ইউএসবির পাশাপাশি অক্স (AUX)-এর বিকল্প আছে। অন্যদিকে এটিতে সুগভীর বাস এবং অনবোর্ড বাটন কন্ট্রোলের ফিচারও মিলবে।

২. TRONICA TR-1501 Auxiliary, Bluetooth Deep Bass Home Theater: এই হোম থিয়েটারটি অ্যামাজন সেলে ৬,০০০ টাকার বদলে মাত্র ২,৯৯৯ টাকায় কেনা যাবে।

এটি একটি আল্ট্রা স্লিম হোম থিয়েটার যাতে সাবউফার, ৪টি শক্তিশালী ফুল রেঞ্জ ড্রাইভার, ব্লুটুথ ৫.০ প্রযুক্তির মতো ফিচার রয়েছে। এর সাউন্ড এবং বাস (Bass) অত্যন্ত স্পষ্ট ও শক্তিশালী। ফলত এটিকে গান শোনা বা সিনেমা দেখা ছাড়াও গেমিংয়ের জন্য ব্যবহার করা যেতে পারে।

৩. OBAGE Home Theatre DT-31 100 Watts Dual System: এটি এখন ৫,৪৯৯ টাকায় কেনা যাবে, এমনিতে এর মূল্য ১০,০০০ টাকা।

ফিচার বলতে, এই হোম থিয়েটারের শক্তিশালী সাউন্ড আউটপুট আপনার গান শোনার আনন্দকে বহুগুণ বাড়িয়ে দেবে। এতে মিলবে ১০০ ওয়াট ডুয়াল সাউন্ড সিস্টেম। অন্যদিকে কানেক্টিভিটির জন্য এটি ইউএসবি, ব্লুটুথ এবং অক্সের বিকল্প বহন করবে। মজার ব্যাপার হল, এটির মাধ্যমে আপনি এফএম (FM) কানেক্ট করতেও পারবেন।

৪. PHILIPS TAB7007 2.1 CH 240W Dolby Digital Plus Bluetooth Soundbar: সেলে এই ২১,৯৯০ টাকা দামের সাউন্ডবারটি ১০,৯৮৮ টাকায় অর্থাৎ প্রায় অর্ধেক দামে বাড়ি আনা যাবে।

এই সাউন্ডবারটি বেশ স্টাইলিশ এবং জায়গা সাশ্রয়ী ডিজাইনের সাথে আসে। এতে আপনি একটি ২৪০ ওয়াট ওয়্যারলেস সাবউফার পাবেন। একইভাবে এটি হোম থিয়েটার স্মার্ট স্ট্যান্ডবাই মোড, ডলবি ডিজিটাল সাপোর্ট, ব্লুটুথ ছাড়াও আরও কিছু কানেক্টিভিটি অপশন ইত্যাদি সুবিধা অফার করবে।

৫. ZEBRONICS Zeb-Juke BAR 9500WS PRO Dolby 5.1 soundbar: তালিকার এই অডিও প্রোডাক্টটির দাম অনেক। তবে এটি এখন ৪৮,৯৯৯ টাকা এমআরপি (MRP)-র পরিবর্তে ১১,৯৯৮ টাকায় কেনার সুযোগ দিচ্ছে অ্যামাজন।

এতে আপনি পাবেন ডুয়াল ওয়্যারলেস স্যাটেলাইট, শক্তিশালী সাবউফার এবং ৩টি ড্রাইভার। কানেক্টিভিটির জন্য এটি ব্লুটুথ ৫.০ প্রযুক্তি এবং ইউএসবি, পেনড্রাইভ পোর্টের মতো আরও নানা প্রয়োজনীয় বিকল্প অফার করবে।