১৩০ টাকা থেকে শুরু করে দাম বাড়ল ২০০০ পর্যন্ত, জানুয়ারি থেকে Hero MotoCorp-এর বাইক ও স্কুটারের নতুন মূল্য জেনে নিন

গাড়ির বিভিন্ন উপকরণের দাম যে ভাবে মাথা তুলছে, তাতে মূল্য বাড়ানো ছাড়া আর কোনও পথ খোলা নেই না বলে গত মাসে জানিয়েছিল হিরো মটোকর্প (Hero MotoCorp)৷ দেশের বৃহত্তম টু-হুইলার প্রস্তুতকারী সংস্থাটি একটি বিবৃতিতে বলেছিল, জানুয়ারি থেকে মডেল অনুযায়ী দু’চাকা গাড়ির দাম ২০০০ টাকা পর্যন্ত বাড়ানো হবে৷ নতুন বছর শুরু হতেই কার্যকর হল সেই বর্ধিত দাম৷ হিরো’র বাইক-স্কুটারের দাম নূন্যতম ১৩০ টাকা থেকে শুরু করে ২০০০ টাকা পর্যন্ত বেড়েছে৷

প্রসঙ্গত, Hero HF Deluxe, Splendor Plus, Passion Pro, Destiny 125, Maestro Edge 125, Maestro Edge 110, Xpulse 200 (২-ভাল্ভ), Xpulse 200T, এবং Xtreme 160R-কে মূল্যবৃদ্ধির তালিকার বাইরে রাখা হয়েছে৷

অন্য দিকে, ১৩০ টাকা দাম বেড়ে Hero HF 100-এর নতুন দাম শুরু হচ্ছে ৫১,০৩০ টাকা থেকে৷ Super Splendor-এর i3s ড্রাম ভ্যারিয়েন্টের দাম শুধু ৩০০ টাকা বাড়ানো হয়েছে৷ বাইকটির নয়া মূল্য ৭৪,২০০ টাকা৷ Hero Glamour-এর DRS XTec ও DSS XTec ভ্যারিয়েন্টের দাম ৮২০ টাকা করে বৃদ্ধি পেয়েছে৷ বাইক দু’টির নতুন দাম যথাক্রমে ৮১,৩২০ টাকা ও ৮৫,৯২০ টাকা৷

Hero Pleasure Plus-এর SM ও CW মডেলের দাম যথাক্রমে ৩২০ টাকা ও ৪২০ টাকা বাড়ানোর পথে হেঁটেছে সংস্থা৷ এদের নতুন দাম হল ৬২,২২০ টাকা এবং ৬৪,৬২০ টাকা৷  Hero XPulse অফ-রোড বাইকের নতুন ৪-ভাল্ভ মডেলের মূল্য সর্বাধিক বেড়েছে৷ ২০০০ টাকা বৃদ্ধি পেয়ে নতুন দাম ১,৩০,১৫০ টাকা৷ আর হিরো’র একমাত্র ফুল-ফেয়ার্ড মোটরসাইকেল, Xtreme 200S-এর দাম ১,২৫০ টাকা বেড়ে হয়েছে ১,২৮,৬১৪ টাকা (প্রতিটি দাম দিল্লির এক্স-শোরুমের)৷