Honda Activa ও TVS Jupiter-এ গুচ্ছের অফার, দেশের সেরা দুই স্কুটার কেনার মোক্ষম সময়

আলোর উৎসব দীপাবলি কড়া নাড়ছে আমাদের দরজায়। পশ্চিমবঙ্গের পাশাপাশি সমগ্র দেশ প্রস্তুত এই আলোর উৎসবে গা ভাসাতে। অযোধ্যা নগরী প্রতিবারের মতো এবারও সেজে উঠবে লক্ষ লক্ষ প্রদীপের আলোয়। এমনই আনন্দের অনুষ্ঠানকে আরো কয়েকগুণ বাড়িয়ে দিতে এবং ভারতবাসীকে স্কুটার কিনতে অনুপ্রাণিত করার জন্য এগিয়ে এলো হোন্ডা এবং টিভিএস। সাথে হাজির একগুচ্ছ ডিসকাউন্টের অফার। এই দুই নির্মাতার অফারের ঝুলিতে কী কী লুকিয়ে রয়েছে সেই বিষয়ে এবার জেনে নেওয়া যাক।

প্রতিবারের মত এবারও ভারতবাসীদের জন্য ফেস্টিভ অফার নিয়ে হাজির হোন্ডা মোটরসাইকেল এন্ড স্কুটার ইন্ডিয়া (HMSI)। সংস্থার সবচেয়ে জনপ্রিয় স্কুটার অ্যাক্টিভার উপর মিলবে নানা ধরনের ডিসকাউন্ট। Activa 6G এর উপর সরাসরি ৫% অর্থাৎ ৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাকের সুযোগ নিয়ে এসেছে জাপানের এই সংস্থা। যদিও এই অফার সীমিত কয়েক দিনের জন্যই প্রযোজ্য হবে।

আগামী ৩১ শে অক্টোবরের মধ্যে এই স্কুটারটি ক্রয় করলে আপনিও পেয়ে যাবেন সুযোগ-সুবিধা। তবে নির্দিষ্ট কয়েকটি ডেভিড/ক্রেডিট কার্ড সহযোগে ইএমআই মাধ্যমে কিনলে তবেই মিলবে এই অফার। তবে তাতে হতাশ হওয়ার কোনো কারণ নেই। কারণ জিরো ডাউন পেমেন্টের সুযোগ দিচ্ছে সংস্থা। এমনকি আপনি পেয়ে যেতে পারেন “নো কস্ট ইএমআই” অপশনটিও।

বর্তমানে হোন্ডার হাতে রয়েছে অ্যাক্টিভার দুটি আলাদা সংস্করণ। প্রথমটি ১১০ সিসির অ্যাক্টিভা 6G। বর্তমানে এর দাম শুরু হচ্ছে ৭৩,০৮৬ টাকা থেকে। এর সর্বোচ্চ সংস্করণ প্রিমিয়াম ডিলাক্স এর দাম ৭৬,৫৮৭ টাকা। অন্যদিকে এর ১২৫ সিসির সংস্করণটির দাম শুরু হচ্ছে ৭৭,০৬২ টাকা থেকে। এর টপ মডেলটির দাম ৮৪,২৩৫ টাকা।

অন্য দিকে, ডিলার সূত্র জানাচ্ছে, গ্রাহকরা সংস্থার সর্বাধিক জনপ্রিয় স্কুটার জুপিটারের উপর পাবেন ৫% অর্থাৎ সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। এটি জুপিটারের ১১০ সিসির মডেলটির ক্ষেত্রেই উপলব্ধ। তাছাড়াও খুব সীমিত সময়ের জন্য মিলবে এই ক্যাশব্যাক এর সুযোগ। বর্তমানে টিভিএস জুপিটার এর বেস মডেল ফিট মেটাল হুইল সংস্করণটির দাম ৭১,৭৮১ টাকা। তবে এর টপ মডেল ক্লাসিক সংস্করণটির ক্ষেত্রে দাম পড়বে ৮৬,৭০১ টাকা। উল্লেখ্য, এগুলি এক্স শোরুম মূল্য।